পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার কে ২০২৩

বাংলাদেশের এক নম্বর ইউটিউবার

পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার কে: পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার কে? হ্যাঁ! আজকের এই নিবন্ধে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার কে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইউটিউবার কে এবং তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে এই নিবন্ধে কোন চ্যানেল বা কোম্পানির ইউটিউব চ্যানেলের কথা আলোচনা করা হবে না, আজকের নিবন্ধে আলোচনা করা হবে ব্যক্তিগত চ্যানেল এর দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইউটিউবার সম্বন্ধে। ব্যক্তিগত চ্যানেলের বিচারে পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার হলেন কিরণ দত্ত। তিনি পশ্চিমবঙ্গের জনপ্রিয় একজন ইউটিউবার যার ইউটিউব চ্যানেলের নাম ‘দা বং গাই’ (The Bong Guy)। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩.৮২ মিলিয়ন (৩৮.২ লক্ষ্য)। তিনি তার ইউটিউব চ্যানেলটি শুরু করেন ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর।

পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার

বাংলাদেশের এক নম্বর ইউটিউবার
ভালো নামকিরণ দত্ত
ইউটিউব চ্যানেলের নামThe Bong Guy
ডাকনামতোপসে, ছোট্টু
ইউটিউব সাবস্ক্রাইবার৩.৮২ মিলিয়ন
মোট ভিডিও৬৭
মোট ভিউ২৭৫,২২২,৮৫৯
ইউটিউব শুরু২০১৫
দ্বিতীয় চ্যানেলYour Bong Guy
দ্বিতীয় চ্যানেল সাবস্ক্রাইবার১.৯ মিলিয়ন

পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার কিরণ দত্তের পরিবার

বাবার নামকালীপদ দত্ত
মায়ের নামডালি দত্ত
ভাইয়ের নামকৌশিক দত্ত
বোনের নামঅজানা

পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার কিরণ দত্তের ব্যক্তিগত তথ্য

বাংলাদেশের এক নম্বর ইউটিউবার
জন্ম তারিখ১৫/০৭/১৯৯৫
বয়স২৭ বছর
উচ্চতা০৫ ফুট ০৬ ইঞ্চি
ওজন৬২ কেজি
জন্মস্থাননদীয়া,পশ্চিমবঙ্গ (ভারত)
শহরধুবুলিয়া
কলেজনেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ
শিক্ষাগত যোগ্যতাসিভিল ইঞ্জিনিয়ার (বি.টেক)
ধর্মহিন্দু
বিবাহঅবিবাহিত
গার্লফ্রেন্ডসিঙ্গেল

কিরণ দত্ত একজন ভারতীয় বাঙালি ইউটিউবার। তিনি তার ‘দা বং গাই’ চ্যানেলে রোস্টিং, কমেডি এবং এন্টারটেইনমেন্ট ভিডিও বানাতে বেশি পছন্দ করেন। কিরণ দত্তের ছোটবেলার নাম ছিল ঈশান, এছাড়াও তার আরও দুটি ডাকনাম ছিল তোপসে এবং ছোট্টু। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা হাউস ওয়াইফ। সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার পর নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ইউটিউবের পথ বেছে নেন তিনি এবং সফলতা অর্জন করেন।

আরও পড়ুন,

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইউটিউবার

বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গের বাঙালি যত ইউটিউব চ্যানেল রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল হল কিরণ দত্তের The Bong Guy ইউটিউব চ্যানেল। চ্যানেলটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের বিচারে পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার। কিরন দত্ত তার ইউটিউব চ্যানেলটিতে প্রথমত রোস্টিং এবং কমেডি ও এন্টারটেইনমেন্ট ভিডিও পোস্ট করেন। এছাড়াও কিরন দত্তের একটি ব্লগিং চ্যানেল রয়েছে। এটি তার দ্বিতীয় চ্যানেল। এই চ্যানেলটির নাম ‘Your Bong Guy’। এই চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা ১.৯ মিলিয়ন এবং এখনো পর্যন্ত ৩৮টি ভিডিও পোস্ট করা হয়েছে এই চ্যানেলে। Youtube চ্যানেল ছাড়াও কিরণ দত্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারেও বেশ জনপ্রিয়। চলুন দেখে নেওয়া যাক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে কত ফলোয়ার সংখ্যা রয়েছে তার।

পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার কিরণ দত্তের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা

  • ১.৩ মিলিয়ন।

কিরণ দত্তের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা

  • ৩.৬ মিলিয়ন।

কিরণ দত্তের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার সংখ্যা

  • ৭.৬৬ হাজার

কিরণ দত্তের টুইটারের ফলোয়ার সংখ্যা

  • ৫৯.৫ হাজার
Previous articleBangla Romantic Status For Wife
Next articleবাংলাদেশের হিন্দু মন্দির ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply