শাওমি কোম্পানির তরফ থেকে ভারতে আরো একটি ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যে ফোনটির নাম ‘Redmi Note 10T’। চলতি বছরের মে মাসে এই স্মার্টফোনটি রাশিয়াতে লঞ্চ হয়েছিল এবং এই মডেলের পুরনো ভার্সন রেডমি নোট ১০ 5G ভারতে লঞ্চ হয়েছে কিছুদিন আগেই। যদিও রেডমি নোট ১০ 5G ফোনের নাম ভারতের বাজারে লঞ্চ করার আগে বদলে ফেলা হয়েছিল। যে ফোনটির নাম ছিল পোকো এম ৩ প্রো 5G। এবার রেডমির পরবর্তী মডেল রেডমি নোট ১০টি মডেলটা চলেছে ভারতের বাজারে।
ভারতের বাজারে কিছুদিন আগে লঞ্চ হওয়া রেডমি নোট ১০ 5G, পোকো এম৩ প্রো 5G এর সাথে রেডমি নোট ১০টি মডেল এর মধ্যে বেশ কিছু মিল রয়েছে। অন্যদিকে রাশিয়াতে যে মডেলটি লঞ্চ করা হয়েছিল তার সাথে ভারতের ভেরিয়েন্ট এরও মিল রয়েছে কিছুটা। ভারতের বাজারে রেডমির নতুন এই মডেলটি আসতে চলেছে কিছুদিনের মধ্যেই। গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন অ্যামাজন থেকে। এখনো পর্যন্ত শাওমি কর্তৃপক্ষের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। অর্থাৎ আপনি যদি রেডমি নোট ১০টি ফোনটি কিনতে চান তবে আপনি অ্যামাজনের ওয়েবসাইটে সহজেই এটি পেয়ে যাবেন। যদিও বর্তমানে অ্যামাজনে ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে ফোনটির একটি টিজার রিলিজ করা হয়েছে আমাজনে।
বিশেষজ্ঞরা বলছেন শাওমি সংস্থার তরফ থেকে রেডমির মডেলটির দাম, ফিচার এবং অন্যান্য বাকি সমস্ত তথ্যই খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আনা হবে। অ্যামাজনে ফোনটির যে টিজার এবং পোস্টারটি প্রকাশ পেয়েছে সেখানে বলা হয়েছে, MI এর যে ফোনটি ভারতে আসতে চলেছে সেটি হবে ফাস্ট এবং ফিউচারিস্টিক। ভারতে কবে এই নতুন ফাস্ট এবং ফিউচারিস্টিক ফোনটি লঞ্চ হবে সে বিষয়ে কোন তথ্য সামনে আনা হয়নি।
Beyond the horizon, it blazes past!🌠
— Redmi India – #RedmiNote10 Series (@RedmiIndia) July 6, 2021
Traveling at a speed of 1035 km/sec.☄️
MEDRI & TONE are left euphoric by the Red Light!♦️
“BRACE YOURSELF!” exclaims MEDRI
“They know we’re here!” says TONE
Tunnel closes. 20 9 19 3 15 13 9 14 7#FastAndFuturistichttps://t.co/MuUWmpawSb pic.twitter.com/JvDTjLsVEr
রেডমি নোট ১০টি মডেলটি রাশিয়াতেও লঞ্চ করা হয়েছে, যার সঙ্গে ভারতীয় ভেরিয়েন্ট-এর মিল থাকার সম্ভাবনা অনেকটাই। রাশিয়াতে যে মডেলটি লঞ্চ করা হয়েছে সেই মডেলের স্টোরেজ ১২৮ জিবি এবং RAM ৪ জিবি। রাশিয়াতে মডেলটির দাম ধরা হয়েছে ১৯,৯৯০ RUB যা ভারতীয় টাকায় ২০,৫০০ টাকার কাছাকাছি। মডেলটি বেশ কয়েকটি রঙের পাওয়া যাবে, যে গুলি হল নীল, ধূসর রুপোলি এবং সবুজ। চলুন জেনে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার গুলি সম্পর্কে।
আরো পড়ুন-স্যামসাং গ্যালাক্সি এম৩২: লঞ্চ হলো ভারতে, ১৪,৯৯৯ টাকায় দুর্দান্ত স্মার্টফোন
রেডমি নোট ১০টি-এর ফিচার ও স্পেসিফিকেশন:
১. রেডমি নোট ১০টি মডেলটির ডিসপ্লে হবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লের রিফ্রেশ রেট হতে চলেছে ৯০Hz।
২.ফোনটি চলবে Android-11 এ, এবং MIUI-12 এর সাহায্যে।
৩. ফোনটিতে থাকছে Media Tek এর Dimensity 700 প্রসেসর।
৪. ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে ভারতে। একটি ৪ জিবি এবং অপরটি ৬ জিবি, এবং স্টোরেজ থাকতে পারে ১২৮ জিবির।
৫. এবার চলে আসা যাক ফোনটির ক্যামেরার উপর। ফোনটির পিছনের দিকে থাকতে পারে তিনটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেটআপ থাকবে মডেলটিতে। যেখানে ২ মেগাপিক্সেল এর একটি মাইক্রো এবং অপরটি ডেপ্থ সেন্সর এর কাজ করবে। এছাড়াও সেলফির জন্য থাকছে একটি ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
৬. ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকবে সাইড মাউন্টেড।
৭. এই ফোনের ব্যাটারি ৫০০০mAh এর হতে পারে এবং সাথেই থাকতে পারে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
৮. এছাড়াও ফোনটিতে থাকছে ডুয়েল সিম স্লট, 5G এবং 4G পরিষেবা, ব্লুটুথ, type-c ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ওয়াই-ফাই এছাড়াও আরো অনেক ফিচার।
[…] […]