এয়ারটেল নতুন প্রিপেইড প্ল্যান ৪৫৬ টাকার কোন ডাটা লিমিট থাকবে না প্রতিদিন

এয়ারটেল নতুন প্রিপেইড প্ল্যান ৪৫৬ টাকার

জিও কে আরো একবার টক্কর দিতে অসাধারণ একটি আনলিমিটেড ডাটা প্ল্যান নিয়ে এলো ভারতীয় এয়ারটেল। কিছুদিন আগে জিও একটি প্রিপেইড প্ল্যান ঘোষণা করে ৪৪৭ টাকার। যেখানে ৬০ দিনের জন্য আনলিমিটেড কলিং, ১০০ প্রতিদিন SMS ও ৫০ জিবি ডাটা পাওয়া যাবে। এখন এয়ারটেল তাদের একটি নতুন প্রিপেইড প্ল্যান ঘোষণা করল ৪৫৬ টাকার।

এয়ারটেল নতুন প্রিপেইড প্ল্যান ৪৫৬ টাকার

এয়ারটেলের এই প্ল্যান অনুযায়ী গ্রাহকরা ৬০ দিনের জন্য আনলিমিটেড কল, ১০০ প্রতিদিন SMS ও ৫০ জিবি ইন্টারনেট ডাটা। এই প্রিপেইড প্ল্যানের একটি সুবিধা হল ৫০ জিবি ইন্টারনেট আপনি একবারে পেয়ে যাবেন ৬০ দিনের জন্য। প্রতিদিন হিসাবে কোন ইন্টারনেট প্ল্যান থাকবে না। ৫০ জিবি আপনি যেমন ইচ্ছা তেমন খরচ করতে পারবেন। ইতিমধ্যে প্রিপেইড প্ল্যান টি চালু হয়ে গিয়েছে। মাই এয়ারটেল অ্যাপ এর মাধ্যমে আপনি একটি বিশদে দেখতে পারেন।

আরো পড়ুন- এবার Apple watch ব্যবহার করে জানতে পারবেন শরীরের তাপমাত্রা ও ব্লাড সুগার, কবে লঞ্চ হবে জানুন

এয়ারটেলের এই ৪৫৬ টাকার প্ল্যানের সঙ্গে আপনি পাবেন,

  • আমাজন প্রাইম ভিডিও মোবাইল ইডিশন ফ্রি ট্রায়াল ৩০ দিনের জন্য।
  • এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম
  • Free hellotunes
  • অ্যাপোলো ২৪/৭ সার্কেল
  • Wynk music free
  • Shaw academy- ফ্রী অনলাইন কোর্স
  • ১০০ ক্যাশব্যাক FASTag
Previous articleWTC ফাইনাল: আগের দিনই ঘোষণা করা হলো ভারতের প্রথম ১১
Next article৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply