জিও কে আরো একবার টক্কর দিতে অসাধারণ একটি আনলিমিটেড ডাটা প্ল্যান নিয়ে এলো ভারতীয় এয়ারটেল। কিছুদিন আগে জিও একটি প্রিপেইড প্ল্যান ঘোষণা করে ৪৪৭ টাকার। যেখানে ৬০ দিনের জন্য আনলিমিটেড কলিং, ১০০ প্রতিদিন SMS ও ৫০ জিবি ডাটা পাওয়া যাবে। এখন এয়ারটেল তাদের একটি নতুন প্রিপেইড প্ল্যান ঘোষণা করল ৪৫৬ টাকার।
এয়ারটেল নতুন প্রিপেইড প্ল্যান ৪৫৬ টাকার
এয়ারটেলের এই প্ল্যান অনুযায়ী গ্রাহকরা ৬০ দিনের জন্য আনলিমিটেড কল, ১০০ প্রতিদিন SMS ও ৫০ জিবি ইন্টারনেট ডাটা। এই প্রিপেইড প্ল্যানের একটি সুবিধা হল ৫০ জিবি ইন্টারনেট আপনি একবারে পেয়ে যাবেন ৬০ দিনের জন্য। প্রতিদিন হিসাবে কোন ইন্টারনেট প্ল্যান থাকবে না। ৫০ জিবি আপনি যেমন ইচ্ছা তেমন খরচ করতে পারবেন। ইতিমধ্যে প্রিপেইড প্ল্যান টি চালু হয়ে গিয়েছে। মাই এয়ারটেল অ্যাপ এর মাধ্যমে আপনি একটি বিশদে দেখতে পারেন।
এয়ারটেলের এই ৪৫৬ টাকার প্ল্যানের সঙ্গে আপনি পাবেন,
- আমাজন প্রাইম ভিডিও মোবাইল ইডিশন ফ্রি ট্রায়াল ৩০ দিনের জন্য।
- এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম
- Free hellotunes
- অ্যাপোলো ২৪/৭ সার্কেল
- Wynk music free
- Shaw academy- ফ্রী অনলাইন কোর্স
- ১০০ ক্যাশব্যাক FASTag
[…] […]