ভারত আর্থ মোভার্স লিমিটেড নিয়োগ 2023: বিস্তারিত দেখুন পোস্টে

ভারত আর্থ মোভার্স লিমিটেড নিয়োগ 2023: BEML বা ভারত আর্থ মোভার্স লিমিটেড এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে 1 মে 2023 তারিখের পূর্বে। ডিপ্লোমা ট্রেনি, ম্যানেজার, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট অফিসার ইত্যাদি পদে নিয়োগ হতে চলেছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি দেখে আপনি এই পোস্টে আবেদন করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন করার পদ্ধতি আপনারা এই পোষ্টের নিচে পেয়ে যাবেন। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা পড়ুয়ারা এই নিয়োগে আবেদন করতে পারেন, এছাড়া, মোটা অংকের বেতন অফার করা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায়।

ভারত আর্থ মোভার্স লিমিটেড নিয়োগ 2023

নিয়োগBEML
পোস্টটেকনিক্যাল পোস্ট
শূন্যপদ68
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ01-05-2023
ওয়েবসাইটbemlindia.in

ভারত আর্থ মোভার্স লিমিটেড নিয়োগ: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু14 এপ্রিল 2023
আবেদন শেষ01 মে 2023

শূন্যপদের বিবরণ

পোস্টশূন্যপদ
ডিপ্লোমা ট্রেনি34
অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি04
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনি02
ম্যানেজার08
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার01
অফিসার10
অ্যাসিস্ট্যান্ট অফিসার09
মোট68

শিক্ষাগত যোগ্যতা

  • ডিপ্লোমা ট্রেনি- 3 বছরের ডিপ্লোমা পাস করে থাকতে হবে।
  • অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি- ডিপ্লোমা পাস বা গ্রাজুয়েট সম্পূর্ণ করে থাকতে হবে।
  • অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনি- কম্পিউটার অ্যাপ্লিকেশনের বি.কম পাস করে থাকতে হবে।
  • ম্যানেজার- B.TECH, M.TECH, BE, CA
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- LLB পাস করে থাকতে হবে।
  • অফিসার- B.tech, BE, MBA, MSW, পোস্ট গ্রেজুয়েট, ডিপ্লোমা।
  • অ্যাসিস্ট্যান্ট অফিসার- B.tech, BE বা MBA, MSW পাস করে থাকতে হবে।

ভারত আর্থ মোভার্স লিমিটেড নিয়োগ: বয়স

পোস্টক্যাটাগরীবয়স
ডিপ্লোমা ট্রেনিগ্রুপ-C29
অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেনিগ্রুপ-C29
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনিগ্রুপ-C29
ম্যানেজারগ্রুপ-A34
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারগ্রুপ-A30
অফিসারগ্রুপ-A27
অ্যাসিস্ট্যান্ট অফিসারগ্রুপ-B27

সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়পত্র পাওয়া যাবে

  • ওবিসি- 3 বছর
  • তপশিলি জাতি, উপজাতি- 5 বছর
  • PWD- 10 বছর

ভারত আর্থ মোভার্স লিমিটেড নিয়োগ: বেতন

ডিপ্লোমা ট্রেনি 23,910-60,650
অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি 16,900-60,650
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনি 16,900-60,650
ম্যানেজার 60,000-160,000
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 50,000-150,000
অফিসার 40,000-140,000
অ্যাসিস্ট্যান্ট অফিসার 30,000-130,000

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থী নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।

ভারত আর্থ মোভার্স লিমিটেড নিয়োগ: আবেদন মূল্য

  • জেনারেল- 500
  • ওবিসি- 500
  • তপশিলি জাতি, উপজাতি, PWD- কোন আবেদন মূল্য লাগবে না

কিভাবে আবেদন করতে হবে

  • এই নিয়োগে আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার সম্পূর্ণ দেখে নেবেন যা এই পোস্টের নিচে দেওয়া আছে।
  • প্রথমে আপনি অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন bemlindia.in।
  • এরপর আপনাকে ক্যারিয়ার অপশনে যেতে হবে।
  • সেখান থেকে কারেন্ট রিক্রুটমেন্ট অপশনে যাবেন।
  • এরপর এডভারটাইজমেন্ট নম্বর KP/S/04/2023 অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনাকে ফর্মটি সম্পূর্ণ করতে হবে সঠিক তথ্য দিয়ে।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে যেমন, 10,12 মার্কশিট, ডিপ্লোমা, ডিগ্রী মার্কশিট ও সার্টিফিকেট।
  • এছাড়া ব্যক্তিগত তথ্য যে রকম আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি আপলোড করতে হবে।
  • আপনার বায়োডাটা দিতে হবে, এছাড়া কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপলোড করতে হবে।
  • এরপর আপনার ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড করতে হবে।
  • সবার শেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে একবার ফর্ম টি সম্পূর্ণ দেখে নেবেন।
  • এরপর অনলাইনে আবেদনমূল্য প্রদান করবেন।
  • সবার শেষে এপ্লিকেশন ফর্মটির একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

নোটিফিকেশনCLICK HERE
অনলাইনে আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন