পৃথিবীতে খ্রিস্টান জনসংখ্যা কত ২০২৩: আজ আমরা এই নিবন্ধে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম খ্রিস্টান ধর্মের জনসংখ্যা নিয়ে আলোচনা করব। আপনারা জেনে থাকবেন বর্তমানের পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় ৮০০ কোটি বা ৮ বিলিয়ন। এই জনসংখ্যার মধ্যে সর্ববৃহৎ জনসংখ্যা যে ধর্ম পালন করে তার নাম খ্রিস্টান ধর্ম। সারা বিশ্বের প্রায় ৩১ শতাংশ মানুষ এই ধর্ম পালন করে এবং বিশ্বে ১৫০ টি এর বেশি দেশ রয়েছে যাদের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা খ্রিস্টান ধর্ম অবলম্বন করে। আসুন জেনে নেওয়া যাক পৃথিবীতে খ্রিস্টান জনসংখ্যা কত রয়েছে বর্তমানে।
২০২৩ সালে পৃথিবীতে খ্রিস্টান জনসংখ্যা প্রায় ২৬০ কোটি বা ২.৬ বিলিয়ন। যা সারা পৃথিবীর জনসংখ্যার ৩১%। আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো ইত্যাদি দেশে খ্রিস্টান ধর্ম পালনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ৩৭ শতাংশ খ্রিস্টান জনসংখ্যা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় মহাদেশে রয়েছে।
পৃথিবীতে খ্রিস্টান জনসংখ্যা কত ২০২৩

বর্তমানে সারা পৃথিবীতে মোট খ্রিস্টান জনসংখ্যা রয়েছে ২.৬ বিলিয়ন।
পৃথিবীতে খ্রিস্টান | জনসংখ্যা |
---|---|
মোট জনসংখ্যা | ২৬০ কোটি |
পৃথিবীতে খ্রিস্টান জনসংখ্যা কত শতাংশ
বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার বিচারে খ্রিস্টান জনসংখ্যা ৩১ শতাংশ।
পৃথিবীতে খ্রিস্টান জনসংখ্যা ২০২৩ দেশ অনুযায়ী
সারা পৃথিবীতে প্রায় ১৫০ টির বেশি দেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা খ্রিস্টান ধর্ম পালন করে। এই জনসংখ্যার অধিকাংশ রয়েছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলিতে। খ্রিস্টান জনসংখ্যার প্রায় ৩৭ শতাংশ জনসংখ্যা উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশ গুলিতে ছড়িয়ে রয়েছে, ২৬ শতাংশ জনসংখ্যা রয়েছে ইউরোপ মহাদেশে, আফ্রিকায় রয়েছে চব্বিশ শতাংশ ও এশিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় ১৩% খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী জনসংখ্যা রয়েছে। এবার আসুন দেখে নেওয়া যাক পৃথিবীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান ধর্ম জনসংখ্যা বিশিষ্ট দেশগুলি।
Rank | দেশ | জনসংখ্যা |
---|---|---|
১. | আমেরিকা | ২৫ কোটি ২৮ লক্ষ |
২. | ব্রাজিল | ১৮ কোটি ৫৪ লক্ষ |
৩. | মেক্সিকো | ১১ কোটি ৮৫ লক্ষ |
৪. | ফিলিপিন্স | ১০ কোটি ২৩ লক্ষ |
৫. | রাশিয়া | ১০ কোটি ১৯ লক্ষ |
৬. | নাইজেরিয়া | ৯ কোটি ৬০ লক্ষ |
৭. | কঙ্গো | ৮ কোটি ১৫ লক্ষ |
৮. | চিন | ৭ কোটি ২৪ লক্ষ |
৯. | ইথিওপিয়া | ৬ কোটি ২৬ লক্ষ |
১০. | জার্মানি | ৫ কোটি ৩১ লক্ষ |
১১. | ইতালি | ৪ কোটি ৮৭ লক্ষ |
১২. | কলম্বিয়া | ৪ কোটি ৮১ লক্ষ |
১৩. | কেনিয়া | ৪ কোটি ৪৪ লক্ষ |
১৪. | দক্ষিণ আফ্রিকা | ৪ কোটি ৩৫ লক্ষ |
১৫. | উগান্ডা | ৩ কোটি ৯৩ লক্ষ |
১৬. | তানজানিয়া | ৩ কোটি ৮৭ লক্ষ |
১৭. | ইংল্যান্ড | ৩ কোটি ৮০ লক্ষ |
১৮. | ফ্রান্স | ৩ কোটি ৭৯ লক্ষ |
১৯. | আর্জেন্টিনা | ৩ কোটি ৭৪ লক্ষ |
২০. | ইউক্রেন | ৩ কোটি ৬৮ লক্ষ |
পৃথিবীতে খ্রিস্টান জনসংখ্যার ইতিহাস
সাল | জনসংখ্যা |
---|---|
১৯০০ | ৫৭০ মিলিয়ন |
১৯৫০ | ৬৬০ মিলিয়ন |
১৯৭০ | ১.২ বিলিয়ন |
২০০০ | ১.৯ বিলিয়ন |
২০১৩ | ২.৪ বিলিয়ন |
Q&A: পৃথিবীতে খ্রিস্টান জনসংখ্যা ২০২৩
পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কোনটি?
খ্রিস্টান ধর্ম হলো পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম জনসংখ্যার বিচারে, বর্তমানে পৃথিবীর জনসংখ্যার ৩১ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বন করে।
পৃথিবীতে মোট খ্রিস্টান জনসংখ্যা কত?
প্রায় ২.৬ বিলিয়ান জনসংখ্যা রয়েছে পৃথিবীতে যারা খ্রিস্টান ধর্ম পালন করে।
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম কোনটি?
ইসলাম হল পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ ধর্ম, সারা পৃথিবীতে প্রায় ২ বিলিয়ন মানুষ এই ধর্ম পালন করে।
পৃথিবীতে ইহুদি জনসংখ্যা কত ২০২৩?
বর্তমানে পৃথিবীতে মোট ইহুদি জনসংখ্যা ১.৫ কোটি।