পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩: মানুষের আবির্ভাবের পর থেকে আমাদের এই পৃথিবী বহু প্রতিকূলতার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, সৃষ্টি হয়েছে ধর্মের, জাতির ও দেশের। বর্তমানে পৃথিবীতে ১৯৫ টি দেশ রয়েছে জাতিসংঘের তালিকাভুক্ত। আর এই ১৯৫ টি দেশের মধ্যে প্রায় ৩১ টি দেশ রয়েছে যাদের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা মুসলিম। বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছে, যাদের মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ২০০ কোটি। আর এই জনসংখ্যার ফলে মুসলিম ধর্ম পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ধর্মের জনসংখ্যা তে পরিণত হয়েছে। পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি যে ধর্মের লোক রয়েছে তার নাম খ্রিস্টান ধর্ম, যাদের জনসংখ্যা প্রায় ২৫০ কোটি। আজকে আমরা এই নিবন্ধে পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত, পৃথিবীতে মোট মুসলিম জনসংখ্যা ২০২৩ সালে, পৃথিবীতে কতগুলো মুসলিম দেশ রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব।
২০২৩ সালে বর্তমানে পৃথিবীতে মোট মুসলিম জনসংখ্যা রয়েছে ২০০ কোটি বা ২ বিলিয়ন। মোট ৩১ টি দেশ রয়েছে যাদের ধর্ম মুসলিম বা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা যারা মুসলিম ধর্ম অবলম্বন করে। তবে ভবিষ্যতে অনুমান করা হচ্ছে ২০৫০ সালে পৃথিবীতে মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্মকে ছাড়িয়ে সর্ববৃহৎ জনসংখ্যা তে পরিণত হবে।
পৃথিবীতে মুসলিম জনসংখ্যার ইতিহাস
বর্তমানে মুসলিম জনসংখ্যা বিশ্বে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ধর্ম গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে। যাদের বৃদ্ধি হার বছরে ১.৮৪%, এছাড়া এশিয়া মহাদেশে সবচেয়ে বড় জনসংখ্যার ধর্ম হলো মুসলিম। এশিয়া মহাদেশের প্রায় ২৭% মানুষ যারা মুসলিম ধর্ম অবলম্বন করে। তবে আজ মুসলিম ধর্ম যে স্থানে রয়েছে ইতিহাসে এরকমটা ছিল না, এবার দেখো না যাক পৃথিবীতে মুসলিম জনসংখ্যার ইতিহাস কিরকম ছিল।

সাল | মুসলিম জনসংখ্যা | শতাংশ |
---|---|---|
১৯০০ | ২০ কোটি | ১২% |
১৯৭০ | ৫৮ কোটি | ১৫% |
২০০০ | ১৩০ কোটি | ২১% |
২০১৩ | ১৬০ কোটি | ২২% |
২০১৬ | ১৮০ কোটি | ২৪% |
২০২৩ | ২০০ কোটি | ২৫% |
পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩

পৃথিবীতে | মুসলিম জনসংখ্যা |
---|---|
মোট জনসংখ্যা | ২০০ কোটি |
পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত শতাংশ
পৃথিবীর মোট জনসংখ্যা অনুসারে মুসলিম জনসংখ্যা বর্তমানে ২৫%।
সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যা বিশিষ্ট দেশ গুলি
Rank | দেশ | মুসলিম জনসংখ্যা |
---|---|---|
1 | ইন্দোনেশিয়া | ২৪ কোটি ১০ লক্ষ |
2 | পাকিস্তান | ২৩ কোটি ১১ লক্ষ |
3 | ভারত | ২১ কোটি ৯৫ লক্ষ |
4 | বাংলাদেশ | ১৫ কোটি ৬৭ লক্ষ |
5 | নাইজেরিয়া | ১১ কোটি ৩৮ লক্ষ |
6 | ইজিপ্ট | ১০ কোটি ৭০ লক্ষ |
7 | ইরান | ৮ কোটি ৮১ লক্ষ |
8 | তুর্কি | ৮ কোটি ৪০ লক্ষ |
9 | ইথিওপিয়া | ৪ কোটি ৫১ লক্ষ |
10 | ইরাক | ৪ কোটি ৪৮ লক্ষ |
11 | আলজেরিয়া | ৪ কোটি ৪৫ লক্ষ |
12 | সুদান | ৪ কোটি ৩৪ লক্ষ |
13 | আফগানিস্তান | ৪ কোটি ১৫ লক্ষ |
14 | মরক্কো | ৩ কোটি ৪৩ লক্ষ |
15 | সৌদি আরবিয়া | ৩ কোটি ৪১ লক্ষ |
16 | উজবেকিস্তান | ৩ কোটি ৪০ লক্ষ |
17 | ইয়েমেন | ৩ কোটি ৩৯ লক্ষ |
18 | চিন | ২ কোটি ৮৫ লক্ষ |
19 | নিগের | ২ কোটি ৬৫ লক্ষ |
20 | তানজানিয়া | ২ কোটি ২৮ লক্ষ |
21 | মালয়েশিয়া | ২ কোটি ২৬ লক্ষ |
22 | মালি | ২ কোটি ১৮ লক্ষ |
23 | সিরিয়া | ২ কোটি ১৩ লক্ষ |
24 | সেনেগাল | ১ কোটি ৭০ লক্ষ |
25 | রাশিয়া | ১ কোটি ৬৪ লক্ষ |
Read More,
Q&A: পৃথিবীতে মুসলিম জনসংখ্যা ২০২৩
বর্তমান পৃথিবীতে মোট মুসলিম জনসংখ্যা কত?
২০০ কোটি বা ২ বিলিয়ন পৃথিবীতে মুসলিম ধর্ম অবলম্বনকারী জনসংখ্যা রয়েছে।
পৃথিবীতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হার কত?
১.৮৪% বর্তমানে পৃথিবীতে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি হার।
২০২৩ সালে পৃথিবীতে কোন ধর্ম সবচেয়ে বেশি?
খ্রিস্টধর্ম অবলম্বনকারী জনসংখ্যা বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি, জনসংখ্যা প্রায় ২.৪ বিলিয়ন।
পৃথিবীর কোন দেশে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি?
ইন্দোনেশিয়ায় পৃথিবীর মধ্যে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি, জনসংখ্যা প্রায় ২৪ কোটি ১০ লক্ষ।