পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩: মানুষের আবির্ভাবের পর থেকে আমাদের এই পৃথিবী বহু প্রতিকূলতার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, সৃষ্টি হয়েছে ধর্মের, জাতির ও দেশের। বর্তমানে পৃথিবীতে ১৯৫ টি দেশ রয়েছে জাতিসংঘের তালিকাভুক্ত। আর এই ১৯৫ টি দেশের মধ্যে প্রায় ৩১ টি দেশ রয়েছে যাদের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা মুসলিম। বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছে, যাদের মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ২০০ কোটি। আর এই জনসংখ্যার ফলে মুসলিম ধর্ম পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ধর্মের জনসংখ্যা তে পরিণত হয়েছে। পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি যে ধর্মের লোক রয়েছে তার নাম খ্রিস্টান ধর্ম, যাদের জনসংখ্যা প্রায় ২৫০ কোটি। আজকে আমরা এই নিবন্ধে পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত, পৃথিবীতে মোট মুসলিম জনসংখ্যা ২০২৩ সালে, পৃথিবীতে কতগুলো মুসলিম দেশ রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব।

২০২৩ সালে বর্তমানে পৃথিবীতে মোট মুসলিম জনসংখ্যা রয়েছে ২০০ কোটি বা ২ বিলিয়ন। মোট ৩১ টি দেশ রয়েছে যাদের ধর্ম মুসলিম বা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা যারা মুসলিম ধর্ম অবলম্বন করে। তবে ভবিষ্যতে অনুমান করা হচ্ছে ২০৫০ সালে পৃথিবীতে মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্মকে ছাড়িয়ে সর্ববৃহৎ জনসংখ্যা তে পরিণত হবে।

পৃথিবীতে মুসলিম জনসংখ্যার ইতিহাস

বর্তমানে মুসলিম জনসংখ্যা বিশ্বে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ধর্ম গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে। যাদের বৃদ্ধি হার বছরে ১.৮৪%, এছাড়া এশিয়া মহাদেশে সবচেয়ে বড় জনসংখ্যার ধর্ম হলো মুসলিম। এশিয়া মহাদেশের প্রায় ২৭% মানুষ যারা মুসলিম ধর্ম অবলম্বন করে। তবে আজ মুসলিম ধর্ম যে স্থানে রয়েছে ইতিহাসে এরকমটা ছিল না, এবার দেখো না যাক পৃথিবীতে মুসলিম জনসংখ্যার ইতিহাস কিরকম ছিল।

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩
সালমুসলিম জনসংখ্যাশতাংশ
১৯০০২০ কোটি১২%
১৯৭০৫৮ কোটি১৫%
২০০০১৩০ কোটি২১%
২০১৩১৬০ কোটি২২%
২০১৬১৮০ কোটি২৪%
২০২৩২০০ কোটি২৫%

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩
পৃথিবীতেমুসলিম জনসংখ্যা
মোট জনসংখ্যা২০০ কোটি

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত শতাংশ

পৃথিবীর মোট জনসংখ্যা অনুসারে মুসলিম জনসংখ্যা বর্তমানে ২৫%।

সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যা বিশিষ্ট দেশ গুলি

Rankদেশমুসলিম জনসংখ্যা
1ইন্দোনেশিয়া২৪ কোটি ১০ লক্ষ
2পাকিস্তান২৩ কোটি ১১ লক্ষ
3ভারত২১ কোটি ৯৫ লক্ষ
4বাংলাদেশ১৫ কোটি ৬৭ লক্ষ
5নাইজেরিয়া১১ কোটি ৩৮ লক্ষ
6ইজিপ্ট১০ কোটি ৭০ লক্ষ
7ইরান৮ কোটি ৮১ লক্ষ
8তুর্কি৮ কোটি ৪০ লক্ষ
9ইথিওপিয়া৪ কোটি ৫১ লক্ষ
10ইরাক৪ কোটি ৪৮ লক্ষ
11আলজেরিয়া৪ কোটি ৪৫ লক্ষ
12সুদান৪ কোটি ৩৪ লক্ষ
13আফগানিস্তান৪ কোটি ১৫ লক্ষ
14মরক্কো৩ কোটি ৪৩ লক্ষ
15সৌদি আরবিয়া৩ কোটি ৪১ লক্ষ
16উজবেকিস্তান৩ কোটি ৪০ লক্ষ
17ইয়েমেন৩ কোটি ৩৯ লক্ষ
18চিন২ কোটি ৮৫ লক্ষ
19নিগের২ কোটি ৬৫ লক্ষ
20তানজানিয়া২ কোটি ২৮ লক্ষ
21মালয়েশিয়া২ কোটি ২৬ লক্ষ
22মালি২ কোটি ১৮ লক্ষ
23সিরিয়া২ কোটি ১৩ লক্ষ
24সেনেগাল১ কোটি ৭০ লক্ষ
25রাশিয়া১ কোটি ৬৪ লক্ষ

Q&A: পৃথিবীতে মুসলিম জনসংখ্যা ২০২৩

বর্তমান পৃথিবীতে মোট মুসলিম জনসংখ্যা কত?

২০০ কোটি বা ২ বিলিয়ন পৃথিবীতে মুসলিম ধর্ম অবলম্বনকারী জনসংখ্যা রয়েছে।

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হার কত?

১.৮৪% বর্তমানে পৃথিবীতে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি হার।

২০২৩ সালে পৃথিবীতে কোন ধর্ম সবচেয়ে বেশি?

খ্রিস্টধর্ম অবলম্বনকারী জনসংখ্যা বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি, জনসংখ্যা প্রায় ২.৪ বিলিয়ন।

পৃথিবীর কোন দেশে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি?

ইন্দোনেশিয়ায় পৃথিবীর মধ্যে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি, জনসংখ্যা প্রায় ২৪ কোটি ১০ লক্ষ।

Previous articleভারত আর্থ মোভার্স লিমিটেড নিয়োগ 2023: বিস্তারিত দেখুন পোস্টে
Next articleপৃথিবীতে হিন্দু জনসংখ্যা কত ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply