ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট প্রাইস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট প্রাইস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট প্রাইস: আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শুরু হতে চলেছে ৫ অক্টোবর থেকে। আর এই বিশ্বকাপের টিকিটের মূল্য কত হবে সেই বিষয়ে ইতিমধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই অনলাইনে টিকিট বুকিং করা ওপেন হয়ে যাবে। কিন্তু ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট মূল্য কত রাখা হয়েছে এই বিষয়ে আমাদের আগ্রহ থাকতেই পারে আমরা অনেকেই হয়তো স্টেডিয়ামে গিয়ে বিশ্বকাপ ক্রিকেট দেখার জন্য নিজেদের প্রস্তুত করছি। যেহেতু ২০২৩ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ভারতের মাটিতে আয়োজন করা হবে সেই কারণে বাংলাদেশ ও শ্রীলংকা থেকে প্রচুর পরিমাণে দর্শক ভারতে আসবে তাদের দেশকে সমর্থন করার জন্য।

বিষয় ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট প্রাইস
বিভাগখেলাধুলা
ফরম্যাটওডিআই
আয়োজক দেশভারত
টিকিট বুকিংঅনলাইন, অফলাইন

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের পর পুনরায় এশিয়া মহাদেশ তথা ভারতে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে। তবে এই বিশ্বকাপ শুধুমাত্র ভারতে আয়োজন করা হবে, ভারতের মোট ১০ টি ক্রিকেট স্টেডিয়ামে সম্পূর্ণ বিশ্বকাপ আয়োজন করা হবে। এই স্টেডিয়াম গুলির নাম নিচের তালিকায় দেওয়া আছে। প্রত্যেকটি স্টেডিয়ামে আসন সংখ্যা অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারিত হবে তবে সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী প্রত্যেকটি স্টেডিয়াম কর্তৃপক্ষকে টিকিটের মূল্য নির্ধারণের অধিকার দেওয়া হয়েছে। অন্যান্য আন্তর্জাতিক ম্যাচের মতো বিশ্বকাপের প্রত্যেকটি টিকিটের কিছু শতাংশ বিসিসিআই ও আইসিসির ঘরে যাবে।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট প্রাইস

সর্বনিম্ন মূল্য৫০০, ১০০০
সর্বোচ্চ মূল্য৫০০০, ১০,০০০
Ind vs Pak ম্যাচ৫০০ – ৫০,০০০

৫০০ থেকে ১০,০০০ টাকা ২০২৩ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপের টিকিট প্রাইস হতে চলেছে। প্রত্যেকটি স্টেডিয়ামের মোট আসন সংখ্যা অনুযায়ী সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারিত হবে। এছাড়া বিভিন্ন হাই প্রোফাইল ম্যাচের টিকিটের মূল্য সামান্য বেশি হতে পারে, যেমন ভারত পাকিস্তান ম্যাচ। স্টেডিয়ামের প্যাভিলিয়ন অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ টিকিটের মূল্য সাধারণত নির্ধারিত হয়ে থাকে। প্রত্যেকটি স্টেডিয়ামে ভিআইপি আসন থাকে যেখানে অন্যান্য সুবিধা দেওয়া হয় সেই সমস্ত স্থানে টিকিটের মূল্য সর্বাধিক হয়।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট বুকিং পদ্ধতি

  • আইসিসি ও বিসিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের টিকিট বুকিং করা যেতে পারে।
  • ভারতের কিছু টিকিট বুকিং সংস্থা যেরকম Paytm ও BookMyShow এর ওয়েবসাইটে ক্রিকেট ম্যাচের টিকিট বুকিং করা যাবে।
  • এছাড়া সংশ্লিষ্ট স্টেডিয়ামে গিয়ে সরাসরি টিকিট বুকিং করার সুবিধা থাকবে।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট বিক্রির তারিখ

সম্প্রতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রত্যেকটি স্টেডিয়ামের টিকিট বিক্রির তারিখ প্রকাশিত হয়েছে যেখানে প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচ সহ সেমিফাইনাল ও ফাইনালে টিকিট বিক্রির তারিখ প্রকাশিত করা হয়েছে। স্টেডিয়াম অনুসারে টিকিট বিক্রির তারিখ প্রকাশিত করেছে আইসিসি তার সোশ্যাল মিডিয়াতে দেখুন সেই পোস্ট,

স্টেডিয়াম তারিখ
ইন্ডিয়া ছাড়া অন্যান্য দেশের অনুশীলন ম্যাচ ২৫ আগস্ট
গোহাটি, ত্রিবান্দম (ভারতের ম্যাচ) ৩০ আগস্ট
চেন্নাই, দিল্লি, পুনে (ভারতের ম্যাচ) ৩১ আগস্ট
মুম্বাই, লখনৌ, ধরমশালা (ভারতের ম্যাচ)১ সেপ্টেম্বর
কলকাতা, ব্যাঙ্গালোর (ভারতের ম্যাচ) ২ সেপ্টেম্বর
আমেদাবাদ (ভারতের ম্যাচ) ৩ সেপ্টেম্বর
সেমিফাইনাল, ফাইনাল ১৫ সেপ্টেম্বর

আইসিসি অফিসিয়াল পোস্ট টিকিট বিক্রির তারিখ

insta- icc

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট বুকিং ওয়েবসাইট

ওয়েবসাইটটিকিট বুকিং
icc-cricket.comComing Soon
cricketworldcup.comComing Soon
bcci.tvComing Soon
bookmyshow.comComing Soon
paytm.comComing Soon

যে সমস্ত দর্শক ক্রিকেট বিশ্বকাপ স্টেডিয়ামে গিয়ে উপলব্ধি করতে চান তারা উপরের পদ্ধতিতে টিকিট বুকিং করতে পারবেন। এখনো অনলাইনে বিশ্বকাপের টিকিট বুকিং শুরু করা হয়নি যখন অনলাইন ওয়েবসাইটে টিকিট বুকিং ওপেন করে দেয়া হবে সেই সময় আমাদের এই নিবন্ধে আপনারা সেই ওয়েবসাইট গুলির সরাসরি লিংক পেয়ে যাবেন।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ স্টেডিয়াম

  1. HPCA স্টেডিয়াম
  2. নরেন্দ্র মোদী স্টেডিয়াম
  3. অরুণ জেটলি স্টেডিয়াম
  4. ওয়াংখেড়ে স্টেডিয়াম
  5. MCA স্টেডিয়াম
  6. এম চিন্নাস্বামী স্টেডিয়াম
  7. চিদামতারাম স্টেডিয়াম
  8. রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
  9. BRSABV একনা ক্রিকেট স্টেডিয়াম
  10. ইডেন গার্ডেন স্টেডিয়াম

আশা করি আজকের এই নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। ক্রিকেট ও ক্রিকেট বিশ্বকাপ সম্বন্ধিত অন্যান্য নিবন্ধের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

Q&A: ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট মূল্য কত

২০২৩ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে হবে?

ভারত এককভাবে ২০২৩ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে।

২০২৩ ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে?

ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদে শহরের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হবে।

২০২৩ ওডিআই ক্রিকেট বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?

মোট ১০ টি দেশ ২০২৩ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও নেদারল্যান্ড।

Previous articleসৌরভ গাঙ্গুলী মনোনীত ভারতীয় দল ওডিআই ক্রিকেট বিশ্বকাপের জন্য
Next articleKeu Kotha Rakheni Song Singer Name | Keu Kotha Rakheni Song Writer Name
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply