ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে: ক্রিকেট আমরা হয়তো সবাই খেলেছি এবং টিভিতে সব সময় খেলা দেখে থাকি বিশেষ করে যখন নিজের দেশের খেলা হয়। আমাদের ভারত বা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট আর যখন বিশ্বকাপ ক্রিকেটের আলোচনা করা হয় তখন ক্রিকেট এক অন্য মাত্রা পায় আমাদের এই দেশে। ক্রিকেট ভক্ত, ক্রিকেটপ্রেমী মানুষ যেরকম আছে সেরকম খারাপ পারফরম্যান্স করলে সমালোচনা করতে আমরা পিছপা হইনা। ১৯৭৫ সাল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট আয়োজিত হয়ে আসছে। তবে আজ ভারত বা বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলে অতীতে কিন্তু আমরা এত ভালো দল ছিলাম না। ১৯৭০, ৮০ দশকে বিশ্ব ক্রিকেটের রাজা ছিল ওয়েস্ট ইন্ডিজ, হয়তো আপনারা ক্রিকেট বিশেষজ্ঞদের মুখে অনেক শুনেছেন এসব কথা।

আজ আমরা এই নিবন্ধের দেখবো ইতিহাস থেকে বর্তমান সময় পর্যন্ত একদিনের ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে, ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে বা কোন দেশ কতবার নিয়েছে।

বিষয়ক্রিকেট বিশ্বকাপ
বিভাগক্রিকেট
সাল১৯৭৫-২০২৩
আয়োজক বোর্ডআইসিসি
শেষ বিশ্বকাপ২০১৯ সাল
শেষ বিজেতাইংল্যান্ড
তথ্যসূত্রcricketworldcup.com

এখনো পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে সফল দেশ হলো অস্ট্রেলিয়া মোট ৫ বার বিশ্বকাপ নিয়েছে, ২ টি করে বিশ্বকাপ নিয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, ১ টি করে বিশ্বকাপ নিয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এখনো পর্যন্ত একটিও ওয়ানডে বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি। এখনো পর্যন্ত মোট ১২ টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছে, নিচে আপনারা এই ১২ টি বিশ্বকাপের ফাইনালে কোন দুই দেশ খেলেছিল, বিশ্বকাপ কে জিতেছিল, ম্যান অফ দা ম্যাচ, ম্যান অফ দা টুর্নামেন্ট, সবচেয়ে বেশি উইকেট কে সংগ্রহ করে ও আরো বিভিন্ন আকর্ষণীয় তথ্য জানতে পারবেন।

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে

১. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ১৯৭৫

ফাইনাল- ওয়েস্ট ইন্ডিজ vs অস্ট্রেলিয়া
স্থান- ইংল্যান্ড
দল- ৮ টি
মোট ওভার- ৬০
সর্বোচ্চ রান- ৩৩৩, গ্লেন টার্নার
সর্বোচ্চ উইকেট- ১১ টি, গ্যারি গিলমর

ম্যাচের ফলাফল

দেশরান
ওয়েস্ট ইন্ডিজ২৯১/৮
অস্ট্রেলিয়া২৭৪/১০
বিজয়ীওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে ম্যাচটি জয়লাভ করে

২. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ১৯৭৯

ফাইনাল- ওয়েস্ট ইন্ডিজ vs ইংল্যান্ড
স্থান- ইংল্যান্ড
দল- ৮ টি
মোট ওভার- ৬০
সর্বোচ্চ রান- ২৫৩, গর্ডেন গ্রিনিচ
সর্বোচ্চ উইকেট- ১০, মাইক হেনরিক

ম্যাচের ফলাফল

দেশরান
ওয়েস্ট ইন্ডিজ২৮৬/৯
ইংল্যান্ড১৯৪/১০
বিজয়ীবিজয়ী ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে ম্যাচটি জয়লাভ করে।

৩. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ১৯৮৩

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ১৯৮৩, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে

ফাইনাল- ওয়েস্ট ইন্ডিজ vs ভারত
স্থান- ইংল্যান্ড
দল- ৮ টি
মোট ওভার- ৬০
সর্বোচ্চ রান- ৩৮৪, ডেভিড গোয়ার
সর্বোচ্চ উইকেট- ১৮, রজার বিনি

ম্যাচের ফলাফল

দেশরান
ভারত১৮৩/১০
ওয়েস্ট ইন্ডিজ১৪০/১০
বিজয়ীবিজয়ী ভারত ৪৩ রানে ম্যাচটি জয়লাভ করে

৪. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ১৯৮৭

ফাইনাল- অস্ট্রেলিয়া vs ইংল্যান্ড
স্থান- ইডেন গার্ডেন, কলকাতা
দল- ৮ টি
মোট ওভার- ৫০
সর্বোচ্চ রান- ৪৭১, গ্রাহাম গুচ
সর্বোচ্চ উইকেট- ১৮, ক্রেগ দেরমট

ম্যাচের ফলাফল

দেশরান
অস্ট্রেলিয়া২৫৩/৫
ইংল্যান্ড২৪৬/৮
বিজয়ীবিজয়ী অস্ট্রেলিয়া ৭ রানে ম্যাচটি জয়লাভ করে

৫. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ১৯৯২

ফাইনাল- পাকিস্তান vs ইংল্যান্ড
স্থান- মেলবোর্ন, অস্ট্রেলিয়া
দল- ৯ টি
মোট ওভার- ৫০
সর্বোচ্চ রান- ৪৫৬, মার্টিন ক্রও
সর্বোচ্চ উইকেট- ১৮, ওয়াসিম আকরাম
টুর্নামেন্টের সেরা- মার্টিন ক্রও

ম্যাচের ফলাফল

দেশরান
পাকিস্তান২৪৯/৬
ইংল্যান্ড২২৭
বিজয়ীবিজয়ী পাকিস্তান ২২ রানে ম্যাচটি জয়লাভ করেছে

৬. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ১৯৯৬

ফাইনাল- শ্রীলঙ্কা vs অস্ট্রেলিয়া
স্থান- লাহোর, পাকিস্তান
দল- ১২ টি
মোট ওভার- ৫০
সর্বোচ্চ রান- ৫২৩, শচীন টেন্ডুলকার
সর্বোচ্চ উইকেট- ১৫, অনিল কুম্বলে
টুর্নামেন্টের সেরা- সনত জয়সুরিয়া

ম্যাচের ফলাফল

দেশরান
অস্ট্রেলিয়া২৪১/৭
শ্রীলঙ্কা২৪৫/৩
বিজয়ীবিজয়ী শ্রীলঙ্কা ৭ উইকেটে ম্যাচটি জয়লাভ করেছে

৭. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ১৯৯৯

ফাইনাল- অস্ট্রেলিয়া vs পাকিস্তান
স্থান- লর্ডস, ইংল্যান্ড
দল- ১২ টি
মোট ওভার- ৫০
সর্বোচ্চ রান- ৪৬১, রাহুল দ্রাবিড়
সর্বোচ্চ উইকেট- ২০, গ্রফ আল্লোট ও সেন ওয়ান
টুর্নামেন্টের সেরা- ল্যান্স ক্লুসেনার

ম্যাচের ফলাফল

দেশরান
পাকিস্তান১৩২/১০
অস্ট্রেলিয়া১৩৩/২
বিজয়ীবিজয়ী ৮ উইকেটে ম্যাচটি জয়লাভ করেছে অস্ট্রেলিয়া

৮. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০০৩

ফাইনাল- অস্ট্রেলিয়া vs ভারত
স্থান- দক্ষিণ আফ্রিকা
দল- ১৪ টি
মোট ওভার- ৫০
সর্বোচ্চ রান- ৬৭৩, শচীন টেন্ডুলকার
সর্বোচ্চ উইকেট- ২৩, চামিন্দা ভাস
টুর্নামেন্টের সেরা- শচীন টেন্ডুলকার

ম্যাচের ফলাফল

দেশরান
অস্ট্রেলিয়া৩৫৯/২
ভারত২৩৪/১০
বিজয়ীবিজয়ী ১২৫ রানে অস্ট্রেলিয়া ম্যাচটি জয়লাভ করেছে

৯. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০০৭

ফাইনাল- অস্ট্রেলিয়া vs শ্রীলংকা
স্থান- ওয়েস্ট ইন্ডিজ
দল- ১৬ টি
মোট ওভার- ৫০
সর্বোচ্চ রান- ৬৫৯, ম্যাথিউ হেডেন
সর্বোচ্চ উইকেট- ২৬, গ্লেন মেগরা
টুর্নামেন্টের সেরা- গ্লেন মেগরা

ম্যাচের ফলাফল

দেশরান
অস্ট্রেলিয়া২৮১/৪
শ্রীলঙ্কা২১৫/৮
বিজয়ীবিজয়ী (DLS) ৫৩ রানের ম্যাচটি জয়লাভ করেছে অস্ট্রেলিয়া

১০. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০১১

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০১১, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে

ফাইনাল- ভারত vs শ্রীলংকা
স্থান- মুম্বাই, ভারত
দল- ১৪ টি
মোট ওভার- ৫০
সর্বোচ্চ রান- ৫০০, তিলকারত্ন দিলশান
সর্বোচ্চ উইকেট- ২১, জাহির খান ও শাহিদ আফ্রিদি
টুর্নামেন্টের সেরা- যুবরাজ সিং

ম্যাচের ফলাফল

দেশরান
শ্রীলঙ্কা২৭৪/৬
ভারত২৭৭/৪
বিজয়ীবিজয়ী ৬ উইকেটে ম্যাচটি জয়লাভ করে ভারত

১১. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০১৫

ফাইনাল- অস্ট্রেলিয়া vs নিউজিল্যান্ড
স্থান- অস্ট্রেলিয়া
দল- ১৪ টি
মোট ওভার- ৫০
সর্বোচ্চ রান- ৫৪৭, মার্টিন গাপটেল
সর্বোচ্চ উইকেট- ২২, মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট
টুর্নামেন্টের সেরা- মিচেল স্টার্ক

ম্যাচের ফলাফল

দেশরান
নিউজিল্যান্ড১৮৩/১০
অস্ট্রেলিয়া১৮৬/৩
বিজয়ীবিজয়ী ৭ উইকেটে ম্যাচটি জয়লাভ করে অস্ট্রেলিয়া

১২. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ফাইনাল- ইংল্যান্ড vs নিউজিল্যান্ড
স্থান- ইংল্যান্ড
দল- ১০ টি
মোট ওভার- ৫০
সর্বোচ্চ রান- ৬৪৮, রোহিত শর্মা
সর্বোচ্চ উইকেট- ২৭, মিচেল স্টার্ক
টুর্নামেন্টের সেরা- কেন উইলিয়ামসন

ম্যাচের ফলাফল

দেশরান
নিউজিল্যান্ড২৪১/৮
ইংল্যান্ড২৪১/১০
বিজয়ীবিজয়ী ২ বার সুপার ওভারে ম্যাচ টাই হয়, এরপর বাউন্ডারি কাউন্টের মাধ্যমে ইংল্যান্ড বিশ্বকাপ জয় লাভ করে।

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে কটি দল অংশগ্রহণ করে

  • ইতিহাস থেকে বর্তমান ক্রিকেট বিশ্বকাপে বিভিন্ন সময় মোট দলের সংখ্যা পরিবর্তন হয়েছে যেরকম, ২০২৩ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে।
  • কিন্তু ২০০৩, ২০১১ ও ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ১৪ টি করে দল অংশগ্রহণ করে।
  • সেরকমই ২০০৭ সালে ১৬ টি, ১৯৯৯ ও ১৯৯৬ সালে ১২ টি।
  • ১৯৯২ সালে ৯ টি দেশ নিয়ে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
  • ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ ও ১৯৮৭ বিশ্বকাপে ৮ টি করে দেশ অংশগ্রহণ করে।

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ৬০ ওভার ফরম্যাট

বর্তমানে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ৫০ ওভারে খেলা সম্পন্ন হয় কিন্তু ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপে খেলা হত ৬০ ওভারে। ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপ থেকে ৫০ ওভারে ওয়ানডে ক্রিকেট খেলা শুরু হয়।

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের নিয়ম

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ প্রথমত মোট দেশগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয় এরপর প্রত্যেক গ্রুপ থেকে সেরা চারটি দলকে নিয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আয়োজন হয়, এরপর সেমিফাইনাল ও তারপর ফাইনাল। তবে ১২ টি, ১৪ টি দল থাকাকালীন কোয়াটার ফাইনাল হত।
২০১৯ সালে মোট ১০ টি দলকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপ সংগঠিত হয় যেখানে দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে, এরপর ফাইনাল ম্যাচ হয়।

ওয়ানডে ক্রিকেটে রঙিন জার্সি কবে চালু হয়

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ ও ৮০ দশকে আজকের টেস্ট ক্রিকেটে সাদা জার্সির মত পোশাক পরে ক্রিকেটাররা খেলতে নামতে কোন রঙিন জার্সির প্রচলন ছিল না। ১৯৮৫ সালে প্রথমবার ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে রঙিন জার্সি পড়ার প্রচলন হয় যা আজ আমরা দেখতে পাচ্ছি।

Q&A: ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে

বাংলাদেশ কতবার বিশ্বকাপ পেয়েছে?

বাংলাদেশ এখনো পর্যন্ত একবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করেছে, ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে যাও অস্ট্রেলিয়াতে আয়োজিত হয়েছিল।

ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে?

অস্ট্রেলিয়া ৫ টি, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ২ টি, পাকিস্তান শ্রীলঙ্কা ইংল্যান্ড ১ বার ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছে।

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?

ভারত এককভাবে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে, যেখানে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে।

ভারত কতবার বিশ্বকাপ জিতেছে?

ভারত এখনো পর্যন্ত মোট ২ বার বিশ্বকাপ জয় লাভ করেছে, ১৯৮৩ সালে ও ২০১১ সালে। এছাড়া ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা।

ইংল্যান্ড কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?

ইংল্যান্ড এখনো পর্যন্ত একবার ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জয় লাভ করেছে ২০১৯ সালে, এছাড়া ২০১০ সালে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েছে।

মন্তব্য করুন