আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল|icc world test championship points table in bengali (21-2023)

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল|icc world test championship points table in bengali (21-2023)

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৯ টি দল অংশগ্রহণ করে। যেগুলি হলো ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা ও ইংল্যান্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল ২০১৯ সাল থেকে, ৫০ ওভারের ফরমেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বন্ধ করে এই টেস্ট টুর্নামেন্ট চালু করা হয়। ২০২১-২৩ মরশুম এই টুর্নামেন্টের দ্বিতীয় সংযোজন এখন দেখে নেওয়া যাক এই মরশুমে কোন দল কি রকম পারফরমেন্স করেছে। নিচে ৯ টি দলের পয়েন্ট টেবিল বিস্তারিত দেয়া হলো।

আরো পড়ুন- আইসিসি ওয়ানডে রাঙ্কিং তালিকা ২০২৩

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল, icc world test championship points table in bengali

No.দেশPCT%জয়পরাজয়ড্র
১.অস্ট্রেলিয়া৬৮.৫২%১১
২.ভারত৬০.২৯%১০
৩.শ্রীলংকা৫২.৩৩%
৪.দক্ষিণ আফ্রিকা৫২.৩৮%
৫.ইংল্যান্ড৪৬.৯৭%১০
৬.পাকিস্তান৩৮.১%
৭.ওয়েস্ট ইন্ডিজ৩৭.৫%
৮.নিউজিল্যান্ড২৭.২৭%
৯.বাংলাদেশ১১.১১%১০
Previous articleবিশ্বের সেরা ১০০ ধনী ব্যক্তি ২০২৩
Next article‘এটাই হয় আত্মবিশ্বাসের ফলে’- রবি শাস্ত্রী, ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ- Highlights
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।