মিস ইন্টারন্যাশনাল ২০২৩

মিস ইন্টারন্যাশনাল ২০২৩: মিস ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। এই মিস ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা টোকিও ভিত্তিক একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা, যার পরিচালনা করা হয় আন্তর্জাতিক সংস্কৃতিক সংস্থা দ্বারা। পৃথিবীতে সৌন্দর্য প্রতিযোগিতা গুলির মধ্যে চারটি সবথেকে অন্যতম। এই অন্যতম সৌন্দর্য প্রতিযোগিতা গুলি হল মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস আর্থ এবং মিস ইন্টারন্যাশনাল

মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার সূচনা হয় ১৯৬০ সালে লং বিচ, ক্যালিফর্নিয়া, যুক্তরাষ্ট্র থেকে। এই প্রতিযোগিতাকে মিস ইন্টারন্যাশনাল বিউটি নামেও ডাকা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মনে করা হয় “শান্তি ও সৌন্দর্যের দূত” হিসেবে। ১৯৬০ সালের এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর ১৯৬৭ সাল পর্যন্ত এটি অনুষ্ঠিত হতে থাকে লং বিচ, ক্যালিফোর্নয়ায়। তবে ১৯৬৮ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা জাপানের স্থানান্তর করা হয়। প্রতিযোগিতাটি এক্সপো ৭০ নামে জাপানে অনুষ্ঠিত হতে থাকে। আজকের নিবন্ধে আমরা জানবো মিস ইন্টারন্যাশনাল ২০২৩, মিস ইন্টারন্যাশনাল প্রথম বিজয়িনী, ইন্টারন্যাশনাল ২০২৩ বিজয়িনী, ইত্যাদি সম্পর্কে। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

বিষয়মিস ইন্টারন্যাশনাল ২০২৩
গঠিত১৯৬০
ধরনসৌন্দর্য প্রতিযোগিতা
অবস্থানজাপান
সদর দপ্তরটোকিও
সভাপতিআকেমি শিমোমুরা
ওয়েবসাইটwww.miss-international.org

মিস ইন্টারন্যাশনাল ২০২৩

মিস ইন্টারন্যাশনাল ২০২৩ প্রতিযোগিতা ১৯৭০ সাল পর্যন্ত জাপানে অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭১ সালে এটি পুনরায় লং বিচে অনুষ্ঠিত হয়। তবে পরবর্তী বছর গুলি থেকে ২০০৩ সাল পর্যন্ত এটি জাপানে অনুষ্ঠিত হয় এবং ২০০৪ সালে এই প্রতিযোগিতা জাপান অথবা চীন এই দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হতে থাকে।

মিস ইন্টারন্যাশনাল ২০২৩ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বিশ্বে শান্তি ও মঙ্গল কামনা বজায় রাখা। যে কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগিনীকে শান্তি ও সৌন্দর্যের দূত বলে মনে করা হয়। তারা আবেগপ্রবণতার পথপ্রদর্শক, দায়িত্বশীলতা, বন্ধুত্ব, সৌন্দর্য ও বুদ্ধিমত্তা ইত্যাদি গুনগুলির তাদের মধ্যে সবচেয়ে বেশি বলে মনে করা হয়। এই কারণগুলোর জন্যে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার নীতিবাক্যই হলো “ভালোবাসার, শান্তি এবং সৌন্দর্য”। এই তিনটি গুণ যে প্রতিযোগিনির মধ্যে সবথেকে বেশি থাকে তাকেই পরিয়ে দেওয়া হয় মিস ইন্টারন্যাশনাল এর বিজয়ী মুকুটটি।

চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে সর্বশেষ মিস ইন্টারন্যাশনাল ২০২৩ প্রতিযোগিতার এখনো আয়োজন করা হয়নি। ২০২২ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, যে প্রতিযোগিতায় মিস ইন্টারন্যাশনাল শিরোপা পেয়েছিলেন জেসমিন সেলবর্গ

মিস ইন্টারন্যাশনাল ২০২৩: জেসমিন সেলবর্গ

জেসমিন সিলভার জন্ম গ্রহণ করেন ১৯৯৯ সালের ১১ই আগস্ট। পেশাগত দিক থেকে তিনি একজন জার্মান মডেল। ১৯৯৯ সালে তার জন্ম হয় এস্তোনিয়ার তালীনে। তবে তার জন্মের এক বছর পরে সপরিবারে তারা জার্মানিতে চলে আসেন।

জন্ম১১ই আগস্ট ১৯৯৯
জন্মস্থানএস্তোনিয়া, তালিন
উচ্চতাঅজানা
শিক্ষাগতযোগ্যতা অজানা
পেশামডেলিং
বিজয়ীমিস ইন্টারন্যাশনাল জার্মানি ২০২২, মিস ইন্টারন্যাশনাল ২০২২

জেসমিন সেলবর্গ: প্রারম্ভিক জীবন

জেসমিন সিলভার ১৯৯৯ সালের ১১ ই আগস্ট এস্তোনিয়ার তালিনে জন্ম গ্রহণ করেছিলেন। এরপর ২০০০ সালে যখন তার বয়স মাত্র এক বছর তখন জেসমিনের পিতা-মাতা সহ সমস্ত পরিবার এস্তোনিয়া থেকে জার্মানিতে চলে আসে, সেখান থেকেই শুরু হয় তার মডেলিং জীবন।

জেসমিন সেলবর্গ: কর্মজীবন

জেসমিন তার কর্মজীবনে অনেকগুলি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং বিজয়ী ঘোষিত হয়েছেন অনেকবার। তার অর্জিত পুরস্কার গুলির মধ্যে সবথেকে বড় পুরস্কারটি হলো মিস ইন্টারন্যাশনাল ২০২২, এ ছাড়াও তিনি যে সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং বিজয়ী ঘোষিত হয়েছিলেন তার একটি তালিকা দেয়া হলো।

মিস গ্লোব ২০২১
২০২১ সালে অনুষ্ঠিত মিস গ্লোব ইন্টারন্যাশনাল ২০২১ প্রতিযোগিতায় জার্মানির তরফ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন সেলবার্গ। তিনি শীর্ষ ১৫ প্রতিযোগিনিদের মধ্যেই নিজের স্থান করে নিয়েছিলেন, তিনি মিস সোশ্যাল মিডিয়া পুরস্কার জিতেছিলেন এই প্রতিযোগিতায়।

মিস ইউনিভার্স জার্মানি ২০২২
জেসমিন সেলবর্গ মিস ইউনিভার্স জার্মানি ২০২২ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিনি এই প্রতিযোগিতায় শীর্ষ ১৫ জনের মধ্যে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন।

মিস সুপারন্যাশনাল জার্মানি ২০২২
২০২২ সালের মিস সুপারন্যাশনাল জার্মানি প্রতিযোগিতায় জেসমিন সেলবর্গ অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় তিনি অস্থায়ীভাবে সাবরিনা বাইন্ডার কে হারিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন।

মিস সুপারন্যাশনাল ২০২২
২০২২ সালে জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন জেসমিন। এই বছর মিস সুপার ন্যাশনাল ২০২২ প্রতিযোগিতায় তিনি ২৭ তম স্থান পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয়েছিলেন।

মিস ইন্টারন্যাশনাল জার্মানি ২০২২
জেসমিন সেলবর্গ মিস ইন্টারন্যাশনাল জার্মানি ২০২২ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেন এটি ছিল প্রথম প্রতিযোগিতা যেখানে তিনি প্রথম স্থান দখল করছে সক্ষম হয়েছিলেন।

মিস ইন্টারন্যাশনাল ২০২২
মিস ইন্টারন্যাশনাল জার্মানি ২০২২ প্রতিযোগিতা বিজয়ের পর জেসমিন ডিসেম্বর ২০২২ এ জাপানের টোকিও সিটি হলে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল ২০২২ এ জার্মানির তরফ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ২০১৯ বিজয়ী লিয়ারামওয়াত যিনি সেলবর্গকে মিস ইন্টারন্যাশনাল ২০২২ এর মুকুট পরিয়ে দেন। জেসমিন সেলবর্গ ছিলেন দ্বিতীয় ইউরোপীয় যিনি মিস ইন্টারন্যাশনাল এর মুকুট মাথায় দিয়েছিলেন, এর পূর্বে ২০০৪ সালে এই মুকুট জয় করেছিলেন অন্দ্রেউর।

প্রথম মিস ইন্টারন্যাশনাল

মিস ইন্টারন্যাশনাল প্রথম অনুষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে, ওই বছর মিস ইন্টারন্যাশনাল জিতে ছিলেন স্ট্রেলা আর্নেটা। স্ট্রেলা পেশাগত দিক থেকে একজন জাতীয় পরিচালক, তার স্বামীর নাম জর্জ লিওন আরানেটা।

মাত্র ২৩ বছর বয়সে লং বিচ কালিফোর্নিয়াতে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তিনি ছিলেন প্রথম মিস ইন্টারন্যাশনাল এবং সেই সাথে প্রথম ল্যাটিন আমেরিকান খেতাব ধারী। এর পূর্বে তিনি ১৯৬০ সালে ফ্লোরিডার মায়ামি বিছে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৬ তম রানারআপ হয়েছিলেন, এছাড়াও মিস কলম্বিয়া ১৯৫৯ সালে বিজয় হয়েছিলেন তিনি।

Read More, আরোহী মিম উইকিপিডিয়া

FAQ: মিস ইন্টারন্যাশনাল ২০২৩

প্রথম ভারতীয় মিস ইন্টারন্যাশনাল কে?

ভারতের তরফ থেকে প্রথম মিস ইন্টারন্যাশনালের মুকুট মাথায় পড়েছিলেন লনা পিন্ত, ১২ই আগস্ট ১৯৬০ সালে লং বিচ এই অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা

কে সবার প্রথম মিস ইন্টারন্যাশনাল জিতে ছিলেন?

স্ট্রেলা আর্নেটা ১৯৬০ সালে প্রথম মিস ইন্টারন্যাশনাল এর বিজয়ী ঘোষিত হয়েছিলেন। এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল ১২ ই আগস্ট ১৯৬০ সালের লং বিচ কালিফোর্নিয়াতে

বর্তমান মিস ইন্টারন্যাশনাল কে?

২০২২ সালের ১৯শে ডিসেম্বর অনুযায়ী বর্তমান মিস ইন্টারন্যাশনাল ঘোষিত হয়েছেন জেসমিন সেলবর্গ

মিস ইন্টারন্যাশনাল কে কত টাকা পুরস্কার দেওয়া হয়?

সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনালে যে প্রতিযোগিনী প্রথম স্থান অর্জন করেন তাকে ১০,০০০ মার্কিন ডলার পুরস্কার হিসেবে দেওয়া হয় এছাড়াও তাকে দেওয়া হয় একটি মিস ইন্টারন্যাশনাল মুকুট।

মিস ইন্টারন্যাশনাল ভারত এর বিজয়ী কে?

জয়পুরে অনুষ্ঠিত ২০২৩ সালের মিস ইন্টারন্যাশনাল ভারত এর তরফ থেকে বিজয়ী ঘোষিত হয়েছিলেন পুনে শহরের কাশিশ মেতোবাণী।

মন্তব্য করুন