মিস আর্থ ২০২৩: ২০০১ সাল থেকে চালু হওয়া মিস আর্থ প্রতিযোগিতা বর্তমান বিশ্বে শ্রেষ্ঠ সুন্দরীদের প্রতিযোগিতার মধ্যে অন্যতম একটি। সারা বিশ্বজুড়ে সবথেকে সুন্দরী বেছে নেওয়ার প্রতিযোগিতার মধ্যে চারটি অন্যতম। এই চারটি বিভাগ হল মিস ইউনিভার্স, মিস ইন্টারন্যাশনাল, মিস আর্থ এবং মিস ওয়ার্ল্ড। বিশ্বজুড়ে সৌন্দর্যের এই প্রতিযোগিতা গুলির মধ্যে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স অনেকদিন আগেই শুরু হয়েছিল তবে মিস আর্থ শুরু হয়েছে ২০০১ সাল থেকে।
Table of Contents
সারা বিশ্বজুড়ে চলা চারটি সবথেকে উল্লেখযোগ্য সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে মিস আর্থ অন্যতম। ২০০১ সালে ২৮ অক্টোবর অর্থাৎ আজ থেকে প্রায় ২২ বছর আগে ফিলিপিন থেকে সূচনা ঘটেছিল মিস আর্থ প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য পরিবেশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি একটি বার্ষিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা যার মূল লক্ষ্য সকলের মাঝে পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। অন্যান্য তিনটি সৌন্দর্য প্রতিযোগিতার মত এই প্রতিযোগিতাতেও জাতীয় পর্যায়ের সুন্দরী মুকুট ধারীরা অংশগ্রহণ করতে পারে। আজকের নিবন্ধে আমরা জানবো মিস আর্থ ২০২৩, মিস আর্থ ২০২৩ বিজেতা, মিস আর্থ ২০২৩ তারিখ, প্রথম মিস আর্থ ২০২৩, মিস আর্থ ২০২৩ ইন্ডিয়া ইত্যাদি। সম্পূর্ণ নিবন্ধটি অবশ্যই পড়বেন। এই ধরনের আরও অজানা তথ্য পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ফলো করুন।
বিষয় | মিস আর্থ ২০২৩ |
গঠিত | ২৮ অক্টোবর ২০০১ |
ধরন | সৌন্দর্য প্রতিযোগিতা |
অবস্থান | ফিলিপাইন |
সদর দপ্তর | ম্যানিলা, ফিলিপাইন |
সভাপতি | যারমন মনজন |
ওয়েবসাইট | www.missarth.tv |
মিস আর্থ ২০২৩
বিশ্বের অন্যতম মূল চারটি সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে একটি হল মিস আর্থ। মূলত পরিবেশের উপর ভিত্তি করে একটি বার্ষিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হল এই মিস আর্থ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য সমস্ত পৃথিবীবাসীর কাছে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এই প্রতিযোগিতা মিস ইউনিভার্স, মিস ইন্টারন্যাশনাল এবং মিস ওয়ার্ল্ড এর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে বাকি তিনটি প্রধান প্রতিযোগিতার মতোই জাতীয় পর্যায়ের সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা অংশগ্রহণ করতে পারে।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী অর্থাৎ মিস আর্থ এর মুকুটধারী প্রতিযোগিতায় উপার্জিত অর্থ উৎসর্গ করে নির্দিষ্ট প্রকল্পের উন্নতিকরণ এবং এর পাশাপাশি পরিবেশ ও অন্যান্য বিভিন্ন বিষয়ে সাহায্য করতে পারেন, কারণ এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই পরিবেশের উন্নতি ঘটানো, যেমন স্কুল, বৃক্ষরোপনের কাজকর্ম, ভ্রমণ, উপকূল পরিষ্কার, রাস্তার সংস্করণ, শপিংমলে ভ্রমণ, ইকো ফ্যাশন শো এবং অন্যান্য পরিবেশগত কার্যক্রমে তারা সরাসরি যোগদান এবং সহায়তা করতে পারে।
চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে এর আয়োজন করা হয়নি। গত বছর অর্থাৎ ২০২২ সালে শেষ মিস আর্থ প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল। ২০২২ সালে মিস আর্থ প্রতিযোগিতায় প্রথম স্থানের মুকুট মাথায় পড়েছিলেন মিনা সু চোই (দক্ষিণ কোরিয়া)।
- Read More, বিশ্বের প্রথম মিস ইউনিভার্স কে
- Read More, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে
- Read More, মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য
- Read More, মিস ইন্ডিয়া ২০২৩ বিজয়ী, নাম, ছবি
মিস আর্থ ২০২৩: মিনা সু চোই
মিনা সু চোই হলেন একজন দক্ষিণ কোরিয়ার অন্যতম সুন্দরী মডেল এবং এমন একজন সুন্দরী যিনি মিস আর্থ ২০২২ এর মুকুট নিজের মাথায় পড়েছেন। শুধু তাই নয় মিনা সু প্রথম একজন কোরিয়ান মহিলা যিনি মিস আর্থ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছিলেন, যে প্রতিযোগিতা বিশ্বের চারটি অন্যতম সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে একটি।
জন্ম | ১৯৯৯ |
জন্মস্থান | সিডনি |
উচ্চতা | ৫ ফুট ৪ইঞ্চি |
শিক্ষাগত যোগ্যতা | কমিউনিকেশন স্টাডিজ |
কলেজ | ইউনিভার্সিটি অফ ইলিয়ন আরবানা-চ্যাম্পেইন |
পেশা | মডেল |
বিজয়ী | মিস আর্থ ২০২২ |
মিনা সু চোই: প্রারম্ভিক জীবন
মিনা সু চোই জন্মগ্রহণ করেন ১৯৯৯ সালে। তার জন্মস্থান ছিল সিডনি। অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি ৭ বছর বয়স পর্যন্ত সময় অতীবাহিত করেন। এর পর তিনি সিডনি থেকে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনে বসবাস করেন। তিনি কমিউনিকেশন স্টাডিজ নিয়ে ইউনিভার্সিটি অফ ইলিয়ন আরবানা-চ্যাম্পেইন থেকে পড়াশোনা করেছিলেন।
মিনা সু চোই: কর্ম জীবন
চোই তার কর্ম জীবন শুরু করেন মডেলিং এর মাধ্যমে। ২০২১ সালে ১৫ অক্টোবর তিনি মিস কোরিয়া আঞ্চলিক প্রাথমিক প্রতিযোগিতা Gyeonggi Incheon 2021 জিতেছিলেন। এরপর ২০২১ সালের ১৬ই নভেম্বর মিস করিয়া ২০২১ এ অংশগ্রহণ করেছিলেন, মিস করিয়া ২০২১ এ তিনি প্রথম রানার আপ হয়েছিলেন।
মিস আর্থ ২০২২
চোই ২০২২ সালে মিস আর্থ ২০২২ প্রতিযোগিতায় কোরিয়ার তরফ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ২৮ অক্টোবর ২০২২ এ। চোই কোরিয়ার তরফ থেকে প্রতিনিধিত্ব করেন এবং জয় লাভ করেন। ২০২২ সালের এই ইভেন্টের সময় তিনি যে সমস্ত পুরস্কার গুলি জয়লাভ করেছিলেন সেগুলি হল।
- সাঁতারের পোশাক প্রতিযোগিতা (এশিয়া ও ওশেনিয়া)
- সৈকত পরিধান প্রতিযোগিতা (এয়ার গ্রুপ)
- লং গাউন প্রতিযোগিতা (এয়ার গ্রুপ)
- রিসোর্ট পরিধান প্রতিযোগিতা (এয়ার গ্রুপ)
- মিস মেক্সিকো (Pampanga 2022)
২০২২ সালের মিস আর্থ প্রতিযোগিতা চলাকালীন চূড়ান্ত প্রতিযোগিতায় তিনি সন্ধ্যাকালীন গ্রাউন্ড পোশাক এবং সাঁতারের পোশাক উভয় বিভাগেই প্রত্যেকটি রাউন্ডে উত্তীর্ণ হয়েছিলেন। অন্যদিকে হ্যাসট্যাগ বিভাগে তিনি প্রথম স্থান আর্জনের মধ্যে ছিলেন তিনি পেয়েছিলেন #Loyalty।
এই বিভাগ গুলিতে উত্তীর্ণ হওয়ার পর তিনি পৌঁছেছিলেন শীর্ষ ৪-এ। এই প্রতিযোগিতায় প্রশ্নোত্তর বিভাগের সম্মুখীন হতে হয়েছিল। যেখানে সমস্ত প্রতিযোগীকে জিজ্ঞাসা করা হয়েছিল একটি প্রশ্ন- “আপনি এই পৃথিবীতে একটি জিনিস কি সংশোধন করতে চান এবং আপনি কিভাবে একটি সংশোধন করবেন?”
প্রতিযোগিতায় এই প্রশ্নের উত্তরে মিনা সু জানিয়েছিলেন- “এই পৃথিবীতে কেউ যদি আমাকে কিছু সংশোধন করতে বলে তাহলে তা বিশেষ ভাবে এটি পরিবর্তন করতে চাই। আমরা প্রায়শই দয়াকে সহানুভূতিশীল বলে ভুল করি, তবে সহানুভূতিশীল হওয়ার কারণে তা নিজেকে অন্যের অধীন করে দেয় এবং যখন পরিবেশের দিক থেকে বা বিশ্বের অন্যান্য সমস্যার কথা আসে তখন একজনকে সহানুভূতিশীল হতে হয়। আপনাকে দেখতে হবে যে অন্যান্য ব্যক্তিরা এই পৃথিবীতে কিভাবে উপলব্ধি করে, আপনাকে তাদের সাথে থেকে তাদের ব্যথা অনুভব করে বুঝতে হবে এবং আমি যেমন অনুভব করি যে সহানুভূতিশীল, দয়া এবং সহানুভূতিশীল হওয়ার মাঝে পার্থক্য রয়েছে।”
মিনা সু চোই এর অসাধারণ এই উত্তরে বিচারকমন্ডলী দের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন তিনি। সেই সঙ্গেই তিনি জিতে নেন মিস আর্থ ২০২২ এর মুকুট, শুধু তাই নয় সেই সঙ্গেই তিনি হয়েজন প্রথম কোরিয়ান সুন্দরী যিনি মিস আর্থ ২০২২ এর বিজয়িনী।
মিস আর্থ: ইন্ডিয়া
ভারতের তরফ থেকে প্রথম হয়েছিলেন আইতাল খোসলা যিনি একজন ভারতীয় মডেল এবং বিউটি কুইন ২০১৫ সালের মিস আর্থ প্রতিযোগিতায় তিনি ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন এবং প্রথম স্থান অর্জন করেছিলেন।
মিস আর্থ ইন্ডিয়া: আইতাল খোসলা
২০১৫ সালে মিস আর্থ প্রতিযোগিতায় ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন আয়তাল খোসলা। এই বছর অর্থাৎ ২০১৫ সালে তিনি রামানন্দ সুপারমডেল ইন্ডিয়ার মুকুট জয় করেছিলেন এবং তার সাথেই অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত মিস আর্থ ২০১৫ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।
২০১৫ সালে ভিয়েনার অনুষ্ঠিত হয়েছিল মিস আর্থ ২০১৫ প্রতিযোগিতা। ওই বছর অর্থাৎ ২০১৫ সালে ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন আয়তাল খোসলা। যিনি গ্লামানান্ড সুপার মডেল ইন্ডিয়ার দ্বিতীয় সংস্করণে বিজয়ী ছিলেন। আয়তাল খোসলাকে অস্ট্রিয়ার অনুষ্ঠিত ২০১৫ মিস আর্থ প্রতিযোগিতায় মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল।
FAQ: মিস আর্থ ২০২৩
বর্তমান মিস আর্থ ইন্ডিয়া কে?
বর্তমান মিস আর্থ ইন্ডিয়া ২০২১ হলেন রশ্মি মাধুরী, তিনি ২০২১ সালে এই প্রতিযোগিতায় বিজয়নির মুকুট পরিধান করেছিলেন
প্রথম মিস আর্থ ইন্ডিয়া কে?
প্রথম ভারতীয় অভিনেত্রী মিস আর্থ হয়েছিলেন তিনি হলেন নিকোল এস্টেল ফারিয়া, (জন্ম ৯ই ফেব্রুয়ারি ১৯৯০)। তিনি ২০১০ সালের প্রতিযোগিতায় বিজয়ী ঘোষিত হয়েছিলেন
ভারত থেকে কয়জন মিস আর্থ হয়েছেন?
ভারতের তরফ থেকে মোট ১ জন মিস আর্থ হয়েছেন ২০১০ সালে। তিনি হলেন নিকোল এস্টেল ফারিয়া।
মিস আর্থ কত টাকা পুরস্কার পান?
মিস আর্থ কে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ২৫,০০০ ডলার থেকে ৩০,০০০ ডলার। এছাড়াও একটি মিস আর্থ মুকুট উপহার দেয়া হয় তাকে।