মিস ওয়ার্ল্ড ২০২৩ বিজেতা, তারিখ, সময়, ভেন্যু

মিস ওয়ার্ল্ড ২০২৩ বিজেতা: মিস ওয়ার্ল্ড ২০২৩ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণ হতে চলেছে। বিশ্বের মোট ৮৯টি দেশ থেকে অনন্য সৌন্দর্য প্রতিযোগিতার বিজেতারা অংশগ্রহণ করতে চলেছেন মিস ওয়ার্ল্ডে। গতবছর অর্থাৎ ২০২২ সালে ৭০ তম মিস ওয়ার্ল্ড বিজেতা হয়ে ছিলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। সমগ্র পৃথিবীজুড়ে সৌন্দর্যের এই প্রতিযোগিতার মোট চারটি বিভাগ রয়েছে এই চারটি বিভাগ হল মিস ইউনিভার্স, মিস ইন্টারন্যাশনাল, মিস আর্থ এবং মিস ওয়ার্ল্ড। এই চারটির মধ্যে মিস ওয়ার্ল্ড হল UK ভিত্তিক সৌন্দর্য প্রতিযোগিতা, যা ১৯৫১ সাল থেকে চালু হয়েছে। এই প্রতিযোগিতা পৃথিবীর সব থেকে পুরনো এবং প্রধান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা।

সারা পৃথিবী জুড়ে চলা চারটি সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে অন্যতম হল মিস ওয়ার্ল্ড পেজেন্ট। ১৯৫১ সাল থেকে পৃথিবীর ব্যাপী এই সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে আসছে, এই প্রতিযোগিতার সৃষ্টিকর্তা এরিক মর্লে। গত ২০০০ সালে এরিক মর্লে পরলোক গমন করেন। এরিক পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকে তার স্ত্রী জুলিয়া ইভলীন প্রিচর্ড মর্লে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সভাপতি পদ গ্রহণ করেন। আজকের নিবন্ধে আমরা জানবো মিস ওয়ার্ল্ড ২০২৩ বিজেতা, মিস ওয়ার্ল্ড ২০২৩ তারিখ, মিস ওয়ার্ল্ড ২০২৩ সময়, ভেন্যু ইত্যাদি।

মিস ওয়ার্ল্ড ২০২৩

বিষয়মিস ওয়ার্ল্ড ২০২৩ বিজেতা
তারিখমে, ২০২৩
উপস্থাপকঘোষণা হবে
ভেন্যুআরব আমিরাত
২০২২ বিজেতা ক্যারোলিনা বিলাওস্কা
সভাপতি জুলিয়া মর্লে
ওয়েবসাইটmissworld.com

মিস ওয়ার্ল্ড ২০২৩ তারিখ

মিস ওয়ার্ল্ড ২০২৩ চলতি বছরের মে মাসে উচ্চ-প্রত্যাশিত ভাবে প্রত্যাবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট তারিখ এবং সময় এখনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন জুলিয়া মর্লে নিশ্চিত করেছেন যে ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ২০২৩ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই প্রথম মধ্যপ্রাচ্ছে এই ধরনের অনুষ্ঠান এর আয়োজন করা হচ্ছে। ২০২২ সালে পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা বিশ্ব সুন্দরীর এই খেতাব অর্থাৎ মিস ওয়ার্ল্ড ২০২২ বিজেতা নির্বাচিত হয়েছিলেন।

মিস ওয়ার্ল্ড ২০২৩ বিজেতা
ক্যারোলিনা বিলাওস্কা

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৮৯ টি দেশ এবং অঞ্চল থেকে প্রতিযোগিনি নির্বাচন করা হয়েছিল। ২০২৩ সংস্করণে অর্থাৎ ৭১ তম মিস ওয়ার্ল্ড ২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে বিভিন্ন দেশগুলি। মিস ওয়াল্ড ২০২৩ বিজেতা নির্বাচন করা হবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, বার্বাডোস, আরুবা, বেলারুশ, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, গ্রিস, জর্জিয়া, গায়ানা, গুয়াতেমালা, কাজাকাস্থান, লেবানন, লেসোটো, লাওস, লাইবেরিয়া, মরক্কো, মন্টেনিগ্রো, মায়ানমার, রোমানিয়া, সিয়েরে লিওন, নিউজিল্যান্ড, সুরিনাম, সাউথ সুদান, থাইল্যান্ড এবং জিম্বাবুয়ে দেশ গুলি থেকে।

১৯৫১ সালে প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ১৯৫১ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতা বলে ঘোষণা করা হয়। অন্যদিকে এটি ছিল দীর্ঘতম প্রতিষ্ঠিত বিশ্বমানের প্রতিযোগিতার মধ্যে একটি। এছাড়াও মিস ইন্টারন্যাশনাল, মিস ইউনিভার্স সহ পৃথিবীর সবচেয়ে বড় চারটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে একটি এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা।

মিস ওয়ার্ল্ড ২০২৩ হোস্ট এবং বিচারক

মিস ওয়ার্ল্ড ২০২৩ এর হোস্ট এবং বিচারকের নাম এখনো ঘোষণা করা হয়নি, গত বছর অর্থাৎ ৭০তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার হোস্ট এবং বিচারক ছিলেন পিটার আন্দ্রে এবং ফার্নান্দো অ্যালেন্ডে। ২০২২ সালের ৭০ তম সংস্করণে পারফর্ম করেছিলেন ডন ওমর, ভিক্টর ম্যানুয়াল, জেন্টে ডি জোনা, পুয়ার্ত রিকো, ফিলহারমনিক অর্কেস্ট্রা, পেড্রো ক্যাপো এর মত বড় বড় সেলিব্রিটিরা।

Read More, আরোহী মিম উইকিপিডিয়া

ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড

ভারত উপমহাদেশের প্রথম নারী হিসেবে ১৯৬৬ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিলেন রিতা ফারিয়া। ১৯৬৬ সালে রিতা ফারিয়া প্রথম মিস বোম্বে মুকুট জয় করেছিলেন এবং সেইসাথে তিনি ইটস উইকলি মিস ইন্ডিয়া প্রতিযোগিতার বিজয়ী হন। প্রায় ৪০ বছর পূর্বে মিস ওয়ার্ল্ড এবং মুম্বাইয়ে শৈশব থেকে বড় হয়ে ওঠা রিতা ফারিয়া বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত হয়েছিলেন প্রথম ভারতীয় নারী হিসেবে। তিনি ছিলেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড। যদিও ১৯৯৮ সালে এই একই মুকুট দখল করেছিলেন ভারতের অন্য একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি হলেন ঐশ্বরিয়া রাই

মিস ওয়ার্ল্ড ২০২৩ বিজেতা
রিতা ফারিয়া

রিতা ফারিয়া: বাল্য জীবন

রিতা ফারিয়া গ্র্যান্ড মেডিকেল কলেজ এবং স্যার যে যে গ্রুপ অফ হসপিটাল থেকে MBBS ডিগ্রি অর্জন করেছিলেন। পড়াশোনা চলাকালীন তিনি তার বন্ধুদের উৎসাহের জন্য মিস বোম্বে প্রতিযোগিতায় নাম দেন এবং এই প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন তিনি।

রিতা ফারিয়া: ব্যক্তিগত জীবন

রিতা ফারিয়া সংসার ধর্ম পালন করার জন্য এনজিওক্রায়নোলজিস্ট ডেভিড পাভেল এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বিবাহের পর তার নাম হয় ডঃ রিতা ফারিয়া পাভেল। বর্তমানে তিনি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বসবাস করছেন। ১৯৭১ সালে তিনি ডেভিড পাভেলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রিতা ফারিয়ার ২ সন্তান এবং ৫ নাতি-নাতি রয়েছে।

রিতা ফারিয়া: মিস ওয়ার্ল্ড বিজয় পূর্বে

রিতা ফারিয়া মিস বোম্বে প্রতিযোগিতায় প্রবেশের পূর্বে মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন। তিনি মিস বোম্বে প্রতিযোগিতার জন্য কোনরকম চিন্তাভাবনা না করেই অংশগ্রহণ করেন শুধুমাত্র বন্ধুদের উৎসাহ এবং সাহসের উপর নির্ভর করে। সুইমস্যুট পরিধান এবং মিষ্টি হাসির মাধ্যমে মিস বোম্বে খেতাব জয় করে ফেলেছিলেন। এরপর ভারতের পক্ষ থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য তাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় রিতা খুব শান্ত মাথায় উচ্চ স্তরের শৈল্পিক ভাব ভঙ্গিমার মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন। চূড়ান্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষণার আগে রিতা বিচারকমণ্ডলীকে উদ্দেশ্য করে তার সহজতা, সৌন্দর্য, গুন এবং বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে মুগ্ধ করেন। ১৯৬৬ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি বিজয়ী ঘোষিত হন। এই বছর প্রথম রানার আপ হয়েছিলেন নিকিকা ম্যারিনোভিক (যুগোস্লাভিয়া) দ্বিতীয় রানার আপ হয়েছিলেন এফি ফন্টিনি প্লাম্বি (গ্রিস) এবং তৃতীয় রানার আপ হয়েছিলেন মালুচি ম্যানভেইলার রোচা (ব্রাজিল)।

রিতা ফারিয়া: মিস ওয়ার্ল্ড বিজয় পরবর্তী

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জয় করার পর রিতা ফারিয়া মডেলিং এবং চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। তিনি তার প্রফেশন অর্থাৎ চিকিৎসাশাস্ত্রে পুনরায় মনোনিবেশ করেন। ১৯৯৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর একজন ছিলেন তিনি, এছাড়াও মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার কয়েকটি পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রিতা ফারিয়া।

অন্যান্য ভারতীয় মিস ওয়ার্ল্ড

ভারতীয় প্রথম মিস ওয়ার্ল্ড হিসেবে রিতা ফারিয়া ১৯৬৬ সালে খেতাব জয় করার পর ১৯৯৮ সালে ঐশ্বরিয়া রাই বচ্চন এই খেতাব জয় করেন। এর পর ১৯৯৭ সালে এই খেতাব যেতেন ভারতের ডায়ানা হেইডেন। ১৯৯৯ সালে যুক্তা মুখী এবং ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়ার মাথায় মিস ওয়ার্ল্ড বিজেতা খেতাব লাভ করেন।

মিস ওয়ার্ল্ড এর তালিকা

মিস ওয়ার্ল্ড ১৯৫১ সাল থেকে প্রথম শুরু হয়। ১৯৫১ সালের পর থেকে ৭০ বার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালে মিস ওয়ার্ল্ড এর ৭১ তম সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে। নিম্নে ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সকল মিস ওয়ার্ল্ড বিজেতা দের তালিকা দেওয়া হল।

সালদেশমিস ওয়ার্ল্ড জন্মঅনুষ্ঠিত হয়েছে
২০১১ভেনেজুয়েলাআইভিয়ান লুনাসল সার্কোজ২৬ জুলাই, ১৯৮৯আর্লস কোর্ট এক্সিবিশন সেন্টার, লন্ডন
২০১২চিন উ ওয়েনজিয়া৬ আগস্ট, ১৯৮৯আরডোস, চিন
২০১৩ ফিলিপাইনমেগান ইয়াং২৭ ফেব্রুয়ারি, ১৯৯০বালি, ইন্দোনেশিয়া
২০১৪ দক্ষিণ আফ্রিকারোলেন স্ট্রস২২ এপ্রিল, ১৯৯২লন্ডন, যুক্তরাজ্য
২০১৫ স্পেনমিরেইয়া লালাগুনা২১ নভেম্বর, ১৯৯২স্যানিয়া, চিন
২০১৬ পুয়ের্ত রিকোস্টেফানি ডেল ভ্যালে৩০ ডিসেম্বর, ১৯৯৬ওয়াশিংটন, ডি.সি., মার্কিন যুক্তরাষ্ট্র
২০১৭ ভারতমানসী চিল্লার১৪ মে, ১৯৯৭ স্যানিয়া, চিন
২০১৮ মেক্সিকোভেনেসা পোনাস৭ মার্চ, ১৯৯২স্যানিয়া, চিন
২০১৯ জ্যামাইকা টনি-আন সিং৭ মার্চ, ১৯৯৬লন্ডন, যুক্তরাজ্য
২০২০ COVID-19অনুষ্ঠিত হয়নিঅনুষ্ঠিত হয়নিঅনুষ্ঠিত হয়নি

মিস ওয়ার্ল্ড ২০২৩: ভারতের প্রতিনিধি

মিস ওয়ার্ল্ড ২০২৩ বিজেতা
সিনি শেট্টি

মিস ওয়ার্ল্ড ২০২৩ প্রতিযোগিতায় আমাদের ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন ২২ বছর বয়সী সিনি শেট্টি। সিনি ২০২২ সালে ফেমিনা মিস ইন্ডিয়া এর মুকুট জয়লাভ করেছিলেন। তিনি ২০২৩ সালের মে মাসে সংযুক্ত আরব আমীরেত-এ অনুষ্ঠিত হতে চলা ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতীয় হিসেবে প্রতিনিধিত্ব করবেন।

মিস ওয়ার্ল্ড ২০২৪: ভারতের প্রতিনিধি

মিস ওয়ার্ল্ড ২০২৩ বিজেতা
নন্দিনী গুপ্তা

মিস ওয়াল্ড ২০২৪ এ ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করবেন রাজস্থানের কোটার ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা। নন্দিনী গুপ্তা চলতি বছর অর্থাৎ ২০২৩ মিস ইন্ডিয়া ২০২৩ বিজেতা ঘোষিত হয়েছেন। এটি ছিল ৫৯ তম সংস্করণ, এবং ১৫ই এপ্রিল ২০২৩ সালে মনিপুরের ইম্ফলে অনুষ্ঠিত হয়েছিল, এই প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার জয় লাভ করেন।

FAQ: মিস ওয়ার্ল্ড ২০২৩

কে সবথেকে বেশি মিস ওয়ার্ল্ড বিজেতা?

ভারত এবং ভেনেজুয়েলা সবথেকে বেশি মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেছে (মোট ৬ বার)। ইউনাইটেড কিংডম (৫ বার)। সাউথ আফ্রিকা, ইউনাইটেড স্টেটস, আইসল্যান্ড, জামাইকা এবং সুইডেন (৩ বার)

কতজন ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজেতা হয়েছেন?

৬ জন ভারতীয় মিস ওয়াল বিজেতা হয়েছেন। সাল গুলো হল যথাক্রমে ১৯৬৬, ১৯৯৪, ১৯৯৭, ১৯৯৯, ২০০০ এবং ২০১৭ সালে

কে সবথেকে অল্প বয়সের মিস ওয়ার্ল্ড?

আইরিন স্কলিভা মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড খেতাব জয়লাভ করেছেন ১৯৯৬ সালের ২৩ নভেম্বর

বর্তমানে মিস ওয়ার্ল্ড কে?

ক্যারোলিনা বিলাওস্কা হলেন ২০২২ সালের মিস ওয়ার্ল্ড বিজেতা, তিনি ক্যারোলিনা পোল্যান্ড থেকে প্রতিনিধিত্ব করেছিলেন

কে প্রথম মিস ওয়ার্ল্ড?

কি কি হাকিনসন হলেন প্রথম মিস ওয়ার্ল্ড। তিনি ১৯৯১ সালের ১৯ এপ্রিল প্রথম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন, সুইডেন থেকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি

ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে?

ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হলেন রিতা ফারিয়া। তিনি ১৯৯৬ সালে প্রথম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন

মন্তব্য করুন