পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে: সুন্দর পুরুষ বা সুদর্শন পুরুষ বলতে আমরা কোন পুরুষের মুখের গঠন, শারীরিক গঠন কতটা সুন্দর তারই পরিমাপ করা হয়। সুদর্শন পুরুষ বলতে যে কোন অভিনেতাকেই বলা হবে সব সময় এর কোন মানে নেই, সে একজন খেলোয়াড় হতে পারে, গায়ক হতে পারে বা সংবাদ উপস্থাপক হতে পারে। তবে সুদর্শন পুরুষ নির্বাচন করার কোন সংস্থা নেই বর্তমানে, নিউজ ম্যাগাজিনে বেরোনো তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ নির্বাচন করা হয়। আজকে আমরা এই বিষয়ে পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ ২০২৩ নিয়ে আলোচনা করব যাদের নাম আপনারা নিচে দেখতে পাবেন।

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ

বিষয়সবচেয়ে সুদর্শন পুরুষ
বিভাগবিনোদন
প্রযোজ্যসারা বিশ্ব
দেশসারা বিশ্ব
নির্বাচন পদ্ধতিনিউজ, ম্যাগাজিন
সাল২০২৩

ইন্টারনেটে বিভিন্ন বিনোদন ওয়েবসাইট সংবাদমাধ্যম ও ম্যাগাজিন অনুযায়ী পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে তার নির্বাচন করা হয়। আজকে আমাদের তালিকায় সেরা ১০ জন হ্যান্ডসাম ম্যান বা সুদর্শন পুরুষের নাম তুলে ধরা হবে এর সঙ্গে তাদের পেশা, বয়স, কোথাকার বাসিন্দা ইত্যাদির বিবরণ আপনারা পেয়ে যাবেন। এই দশজনের মধ্যে আপনাদের কাকে সবচেয়ে বেশি সুদর্শন পুরুষ বলে মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই রেংকিং সিস্টেম ইন্টারনেটে বড় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সাজানো হয়েছে, এই প্রসঙ্গে ভিন্ন মত হতে পারে।

বর্তমানে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ হলেন কিম তাইহিউং, তিনি একজন দক্ষিণ কোরিয়ার গায়ক অভিনেতা ও গানের লেখক এছাড়া তিনি জনপ্রিয় ব্যান্ড BTS এর একজন সদস্য। কিম তাইহিউং জন্মগ্রহণ করেন ১৯৯৫ সালের ৩০ ডিসেম্বর।

পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ

  1. কিম তাইহিউং
  2. রবার্ট প্যাটিনসন
  3. ডেভিড বেকাম
  4. ঋত্বিক রোশন
  5. জনি ডেপ
  6. টম ক্রুজ
  7. হেনরি কাভিল
  8. টম হল্যান্ড
  9. ক্রিস ইভান
  10. ক্রিস হেমসওয়ার্থ

পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ

১. কিম তাইহিউং

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩, পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ
  • বয়স- ২৭
  • পেশা- গায়ক
  • দেশ- দক্ষিণ কোরিয়া
  • জনপ্রিয়তা- ব্যান্ড BTS

কিম তাইহিউং দক্ষিণ কোরিয়ার একজন গায়ক যিনি জনপ্রিয় ব্যান্ড BTS এর একজন সদস্য, কিম তাইহিউং পেশাগত ভাবে V নামে পরিচিত। BTS ব্যান্ড গ্রুপে তারা আত্মপ্রকাশ হয় ২০১৩ সালে, এরপর তার জনপ্রিয় গানগুলি প্রকাশিত হয় যার মধ্যে তিনি একা গেয়েছেন Stigma, Singularity, inner child। এই সমস্ত গানগুলি যথেষ্ট জনপ্রিয় হয় এছাড়া তিনি তার রূপের জন্য অত্যন্ত জনপ্রিয়, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের তার ফলোয়ারের সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে। Instagram এ তার ফলোয়ার সংখ্যা ৫৮.৫ মিলিয়ন।

২. রবার্ট প্যাটিনসন

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩, পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ
  • বয়স- ৩৬
  • পেশা- অভিনেতা
  • দেশ- ইংল্যান্ড
  • জনপ্রিয়তা- Twilight Saga সিনেমা

রবার্ট প্যাটিনসন হলিউডের একজন জনপ্রিয় অভিনেতা যিনি Twilight Saga ফিল্ম সিরিজের জন্য সারা পৃথিবী ব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। এর পূর্বে তিনি ‘হ্যারি পটার অ্যান্ড গবলেট ফায়ার’ সিনেমায় অভিনয় করেছিলেন। ২০১০ সালে রবার্ট প্যাটিনসন সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হয়ে উঠেছিলেন। তার কিছু উল্লেখযোগ্য সিনেমা হল দ্যা ব্যাটম্যান, দ্যা কিং, দ্যা লাইট হাউস, Twilight Saga new moon ইত্যাদি। তিনি অস্ট্রেলিয়ান একাডেমি অ্যাওয়ার্ড, কানাডিয়ান স্কিন আওয়ার্ড, হলিউড রাইজিং স্টার অ্যাওয়ার্ড ইত্যাদি জিতেছেন। অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি অত্যন্ত জনপ্রিয়, এছাড়া পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ এর তালিকায় তিনি সবসময় জায়গা করে নিয়েছেন।

৩. ডেভিড বেকাম

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩, পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ
  • বয়স- ৪৭
  • পেশা- ফুটবলার
  • দেশ- ইংল্যান্ড
  • জনপ্রিয়তা- ইংল্যান্ড জাতীয় ফুটবল দল

যারা ফুটবল প্রিয় মানুষ তারা ডেভিড বেকাম কে অবশ্যই চিনে থাকবে, কারণ তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ সহ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ১৯৯৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত। জাতীয় দলের হয়ে তিনি মোট ১১৫ টি ম্যাচ খেলেছেন যেখানে তার গোল সংখ্যা ১৭। ফুটবলার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার রূপের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। প্রথম কোন খেলোয়ার রূপে তিনি বহুবার বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকায় স্থান অর্জন করেছেন। Instagram এ তার ফলোয়ার সংখ্যা ৭৮.৮ মিলিয়ন।

৪. ঋত্বিক রোশন

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩, পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ
  • বয়স- ৪৯
  • পেশা- অভিনেতা
  • দেশ- ভারত
  • জনপ্রিয়তা- ক্রিস সিনেমা

বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ এর তালিকায় ভারতের একমাত্র হৃত্বিক রোশন সব সময় জায়গা করে নিয়েছে, ৪৯ বছর বয়স হলেও তার গ্ল্যামার এখনো দেখার মত। ভারতের জনপ্রিয় সুপারহিরো সিনেমা Krrish flim সিরিজ, এছাড়া Doom 2, ওম শান্তি ওম, কই মিল গায়া, Don 2, অগ্নিপথ ইত্যাদি অসংখ্য জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং খ্যাতি অর্জন করেছেন। তার আগত সিনেমা গুলির মধ্যে ২০২৪ সালে “ফাইটার” সিনেমাটি রিলিজ হতে চলেছে। অ্যাওয়ার্ড বা নমিনেশন এর মধ্যে তিনি ৬ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন, IIFA অ্যাওয়ার্ড জিতেছেন ১২ বার, বলিউড মুভি অ্যাওয়ার্ড জিতেছেন ৫ বার। ভারতের এই জনপ্রিয় সুপারস্টার অভিনেতার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৪৫.৩ মিলিয়ন।

৫. জনি ডেপ

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩, পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ
  • বয়স- ৫৯
  • পেশা- অভিনেতা
  • দেশ- আমেরিকা
  • জনপ্রিয়তা- Pirates of the Caribbean

হলিউডের এই জনপ্রিয় অভিনেতা জনি ডেপ “পাইরেটস অফ ক্যারিবিয়ান” ফিল্ম সিরিজের জন্য তিনি সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছেন। তার অভিনয়ের দক্ষতা ও রূপের জন্য তিনি অত্যন্ত আকর্ষণীয় দর্শকদের কাছে। ৫৯ বছর বয়সী এই অভিনেতা আমেরিকার বাসিন্দা। তিনি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন ১ বার, peoples choice award ১৫ বার জিতেছেন। জনি ডেপ এর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ২৮.২ মিলিয়ন।

৬. টম ক্রুজ

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩, পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ
  • বয়স- ৬০
  • পেশা- অভিনেতা
  • দেশ- আমেরিকা
  • জনপ্রিয়তা- মার্ভেল ফ্লিম সিরিজ

টম ক্রুজ হলিউডের আরো এক জনপ্রিয় অভিনেতা যিনি মার্বেল স্টুডিও সিনেমা গুলির জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। অভিনয়ের পাশাপাশি তিনি পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ এর তালিকায় তিনি জায়গা করে নিয়েছেন তার অভিনয় ও সৌন্দর্যের কারণে। মার্বেল সিনেমা গুলির মধ্যে তার চরিত্র আয়রন ম্যান অত্যন্ত বিখ্যাত, অভিনয়ের পাশাপাশি তিনি ফিল্ম প্রডিউসার। অ্যাওয়ার্ড এর মধ্যে তিনি ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড, শিকাগো ফিল্ম এসোসিয়েশন, MTV মুভি ইত্যাদি আর অসংখ্য পুরস্কার জিতেছেন।

৭. হেনরি কাভিল

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩, পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ
  • বয়স- ৩৯
  • পেশা- অভিনেতা
  • দেশ- ইংল্যান্ড
  • জনপ্রিয়তা- DC Movies

হেনরি কাভিল হলিউডের আরো এক অভিনেতা যে DC Movies সিনেমাগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত। তার রূপ, অভিনয় ও স্টাইলের জন্য তিনি প্রায়শই সুদর্শন ব্যক্তির ম্যাগাজিনে জায়গা করে নিয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমা গুলির মধ্যে হল ব্যাটম্যান VS সুপারম্যান, মিশন ইম্পসিবল, ম্যান অফ স্টিল, Zack Snyder’s Justice League ইত্যাদি। ২০১৭ সালে তিনি গোল্ডেন রাস্পবেরি পুরস্কার পুরস্কার, ২০১৪ সালে তিনি MTV মুভি অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। এই জনপ্রিয় অভিনেতার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ২৪.৫ মিলিয়ন।

৮. টম হল্যান্ড

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩, পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ
  • বয়স- ২৬
  • পেশা- অভিনেতা
  • দেশ- ইংল্যান্ড
  • জনপ্রিয়তা- স্পাইডারম্যান

হলিউড সিনেমার স্পাইডার ম্যানকে তো আমরা সবাই চিনি এই স্পাইডার ম্যান আর কেউ নয় জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড। ২৬ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা অল্প বয়সে জনপ্রিয়তা অর্জন করেছেন। মার্বেল সিনেমা ও স্পাইডারম্যান সিনেমা গুলির মধ্য দিয়ে তিনি সারা বিশ্বখ্যাত। তার উল্লেখযোগ্য সিনেমা গুলির মধ্যে হল স্পাইডার ম্যান হোমকামিং, স্পাইডার ম্যান ফার ফ্রম হোম, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ইত্যাদি। তিনি ব্রিটিশ একাডেমী প্রেমী আওয়ার্ড, হলিউড ফিল্ম অ্যাওয়ার্ড, জুপিটার আওয়ার্ড জয় লাভ করেছেন। টম হল্যান্ড এর ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা ৬১.১ মিলিয়ন।

৯. ক্রিস ইভান

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩, পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ
  • বয়স- ৪১
  • পেশা- অভিনেতা
  • দেশ- আমেরিকা
  • জনপ্রিয়তা- মার্বেল কমিকস

ক্রিস ইভান অন্যতম জনপ্রিয় অভিনেতা যিনি মার্বেল কমিকস সিনেমা গুলির জন্য বিখ্যাত। এছাড়া তার উল্লেখযোগ্য কিছু সিনেমা হল ক্যাপ্টেন আমেরিকা, avengers, the ice man, এন্ট ম্যান ইত্যাদি। তার অভিনয় ও স্টাইলের জন্য তিনি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ এর তালিকা করে নিয়েছেন। তার award ও নমিনেশন গুলির মধ্যে উল্লেখযোগ্য হল Kids’ Choice Awards, MTV মুভি অ্যাওয়ার্ড, People’s Choice Awards ইত্যাদি। ক্রিস ইভান এর instagram ফলোয়ার সংখ্যা ১৮.৮ মিলিয়ন।

১০. ক্রিস হেমসওয়ার্থ

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে ২০২৩, পৃথিবীর সেরা ১০ জন সুদর্শন পুরুষ
  • বয়স- ৩৯
  • পেশা- অভিনেতা
  • দেশ- অস্ট্রেলিয়া
  • জনপ্রিয়তা- Marvel cinematic universe

অস্ট্রেলিয়ান এই অভিনেতা হলিউডের জনপ্রিয় ফিল্ম সিরিজ Marvel cinematic universe এর জন্য বিখ্যাত। তার উল্লেখযোগ্য কিছু সিনেমা হল, the avengers, Thor: The Dark World, Ghostbusters, Avengers: Endgame ইত্যাদি এছাড়া তার আরো অনেক জনপ্রিয় সিনেমা রয়েছে। পুরস্কার গুলির মধ্যে Teen Choice Awards, people choice award, MTV মুভি অ্যাওয়ার্ড জিতেছেন। ক্রিস হেমসওয়ার্থ এই instagram ফলোয়ার সংখ্যা ৫৬.৪ মিলিয়ন।

Q&A: পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ

২০২৩ সালের পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কে?

কিম তাইহিউং জনপ্রিয়তার বিচারে বর্তমানে তাকেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ বলা হয়ে থাকে।

ভারতের কোন অভিনেতা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকায় রয়েছেন?

হৃত্বিক রোশন ভারতের একমাত্র অভিনেতা যিনি প্রায়শই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ বা হ্যান্ডসাম ম্যান রূপে শিরোনামে আসেন।

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিভাবে নির্বাচিত হয়?

জনপ্রিয়তার বিচারে বিভিন্ন ওয়েবসাইট ও ম্যাগাজিন বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকে, এর নির্বাচনের জন্য কোন নির্দিষ্ট সংস্থা নেই।

কিম তাইহিউং কেন বিখ্যাত?

জনপ্রিয় ব্যান্ড BTS এর সদস্য হলেন কিম তাইহিউং, পেশাগত ভাবে তিনি V নামে পরিচিত, তিনি একজন জনপ্রিয় গায়ক।

Previous articleBangla Baro Maser Nam
Next articleChengiz Full Bengali Movie Download Vegamovies
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply