লঞ্চ হতে চলেছে নোকিয়ার তিনটি স্মার্টফোন, কি কি ফিচার থাকবে?

স্মার্টফোন হোক বা সাধারণ কোন ফোন নোকিয়ার নাম চলে আসছে একেবারে শুরু থেকেই। বর্তমানে অতি পরিচিত স্মার্টফোন সংস্থা নোকিয়া। আর এই সংস্থার তরফ থেকেই বাজারে লঞ্চ হতে চলেছে তিনটি স্মার্টফোন, তাও আবার একই সঙ্গে। নোকিয়ার নতুন স্মার্টফোন নোকিয়া এক্সআর২০ লঞ্চ হয়েছে। যে ফোনে রয়েছে Rugged Build ডিজাইন, সাথেই Withstand drops। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে ফোনটি water-resistant, অর্থাৎ জলের দিক থেকে ভয় পাওয়ার কোন কারণ নেই।

এছাড়াও বাজারে আসতে চলেছে নোকিয়া সি৩০ এবং নোকিয়া ৬৩১০ (২০২১)। নোকিয়া সি৩০ এর ক্ষেত্রে এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করবে নোকিয়া সংস্থা। আর এই সিরিজের সি৩০ মডেলের রয়েছে সবচেয়ে বড় স্ক্রিন এবং সবথেকে শক্তিশালী ব্যাটারি। এখানেই শেষ নয়, নোকিয়া বেশ কয়েকটি অডিও এক্সেসরিজ বাজারে আনতে চলেছে। যার মধ্যে রয়েছে ট্রুলি ওয়ারলেস এয়ারবাডস, মোনো হেডসেট এবং ওয়্যারড হেডফোন।

নোকিয়া সি৩০, নোকিয়া এক্সআর২০, নোকিয়া ৬৩১০ (২০২১) ফিচার:
  • সংস্থার তরফ থেকে জানানো হয়েছে নোকিয়া সি৩০ ফোনটিতে থাকবে ২ জিবি RAM এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশন। যার দাম ভারতীয় টাকায় ৮,৭০০ টাকা। এছাড়াও ফোনটির দুটি কনফিগারেশন মডেল ভারতে লঞ্চ করা হবে সেগুলি হল ৩ জিবি RAM, ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি RAM ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে। তবে বাকি দুটি স্মার্টফোনের দাম এখনো প্রকাশ করা হয়নি। সবুজ ও সাদা রঙের পাওয়া যাবে এই তিনটি মডেল।
  • নোকিয়া এক্সআর২০ মডেল ৪ জিবি RAM ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে ভারতীয় বাজারে আসতে চলেছে। যার দাম হবে ৪৩,৮০০ টাকা। এছাড়াও আরও একটি ভেরিয়েন্ট বাজারে আসবে যার কনফিগারেশন ৬ জিবি RAM ১২৮ জিবি স্টোরেজ। তবে এই মডেলটির দাম এখনো ঘোষণা করা হয়নি। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি, যার মধ্যে একটি হল গ্রানাইট এবং অপরটি আল্ট্রা ব্লু।
  • নোকিয়া ৬৩১০ (২০২১), এই ফোনের দাম ভারতীয় ভারতীয় মূল্যে ৩৫০০ টাকা। মোট চারটি রঙের পাওয়া যাবে এই স্মার্টফোনটি, যেগুলি হল কালো, সবুজ, হলুদ এবং হালকা নীল।

আরো পড়ুন-আগামী সেপ্টেম্বর মাসেই লঞ্চ হতে পারে iPhone 13, থাকছে নয়া LiDAR ফিচার

বিশ্বের বাজারের সাথে সাথে ভারতের বাজারে লঞ্চ করা হবে নোকিয়ার এই তিনটি ফোন। নোকিয়া সি৩০, নোকিয়া এক্সআর২০, নোকিয়া ৬৩১০ (২০২১) ফোন তিনটি বাজারে কবে আসতে চলেছে সেই বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি সংস্থার তরফ থেকে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এগুলি ভারতের বাজারে লঞ্চ করা হবে।

“লঞ্চ হতে চলেছে নোকিয়ার তিনটি স্মার্টফোন, কি কি ফিচার থাকবে?”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন