NSE Full Form in Bengali

NSE Full Form in Bengali: ভারতবর্ষের যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট সম্পর্কে অবগত তারা এই নামটি অবশ্যই শুনে থাকবেন। ভারতবর্ষে শেয়ার মার্কেটে বর্তমানে দুটি এক্সচেঞ্জ সংস্থা রয়েছে NSE ও BSE। যেকোনো কোম্পানির শেয়ার কেনার জন্য আপনাকে এই দুটি সংস্থার সহায়তা নিতে হবে। NSE এর সম্পূর্ণ নাম হলো “ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ”। এই সংস্থা চালু হয় ১৯৯২ সালে, এটি ভারতের সবচেয়ে বড় আর্থিক বাজার। এই কোম্পানি ভারতের প্রথম ইলেকট্রনিক্স ট্রেডিং সিস্টেম চালু করে। বর্তমানে এটি ভারতের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ কোম্পানি।

NSE Full Form in Bengali

NSE- ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (National stock exchange)

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর প্রধান সদর দপ্তর ভারতের মুম্বাইতে অবস্থিত। কোম্পানিটি ভারত ও বিদেশের বিভিন্ন প্রাইভেট পাবলিক সংস্থা দ্বারা চালিত হয়। বর্তমানে কোম্পানির চেয়ারম্যান গিরিশচন্দ্র চতুর্বেদী ও MD, CEO হলেন আশীষ কুমার চৌহান। ভারতীয় কারেন্সিতে এই কোম্পানিটি চালনা করা হয় ভারতের প্রত্যেকটি স্টক ব্রোকার সংস্থাগুলির মধ্যে আপনি NSE এর থেকে আপনার পছন্দমতো কোম্পানির শেয়ার কিনতে ও বিক্রি করতে পারবেন।

NSE এর প্রধান কয়েকটি ইন্ডিকেটস

  • NIFTY 50
  • NIFTY Next 50
  • NIFTY 500

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর প্রধান ইন্ডিকেটস হলো NIFTY 50, যেটি ১৯৯৬ সালে প্রথম লঞ্চ করা হয়। এই ইন্ডিকেটস এর মধ্যে ভারতের প্রথম শাড়ির ৫০ টি কোম্পানির শেয়ার লিস্ট করা আছে। এই ইন্ডিকেটস এর মধ্যে ট্রেডিং, শেয়ার কেনাবেচা, ইকুইটি মার্কেট ইত্যাদি রয়েছে। ২০০০ সালে এই কোম্পানিটি কিছু নতুন ইন্ডিকেটস চালু করেন যেগুলি হল NIFTY IT index, NIFTY Bank index ইত্যাদি।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর বর্তমান মোট বাজার মূল্য ৩.৪ ট্রিলিয়ন। সারা বিশ্বের মধ্যে একটি সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ কোম্পানিগুলির মধ্যে রয়েছে। স্টক মার্কেটিং এই কোম্পানি ভারতে প্রথম মডার্ন ফেসিলিটি নিয়ে এসেছিল। ইলেকট্রনিক্স মাধ্যমে শেয়ার কেনাবেচা করা ট্রেডিং করা প্রথম চালু করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।

দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিবন্ধ ও খবরের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন