ISC Full Form in Bengali

ISC Full Form in Bengali: ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ISC উচ্চ মাধ্যমিক বা ১২ ক্লাস এর পরীক্ষা কে বলা হয়ে থাকে। এই পরীক্ষা আয়োজিত হয় CISCE (কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সাম) বোর্ডের দ্বারা। CISCE ভারতের কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থার অংশ, এই বোর্ডের দ্বারা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে তাকে ISC Exam বলা হয়ে থাকে। ভারতের প্রত্যেকটি রাজ্যে স্থানীয় ভাষা বিভিন্ন ধরনের রয়েছে যে কারণে প্রত্যেক রাজ্য সরকার গুলি তাদের নিজস্ব স্থানীয় ভাষায় শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে। কিন্তু ১৯৮৬ সালের শিক্ষা ব্যবস্থার নিয়ম পরিবর্তন করে CISCE বোর্ডের সূচনা করা হয়।

এই বোর্ডের দ্বারা পরিচালিত সমস্ত পরীক্ষা, বিষয়, পড়াশোনা ইংরেজিতে হয়ে থাকে। প্রত্যেকটি পরীক্ষা ইংরেজিতে প্রশ্ন করা হয়ে থাকে। আমরা বাংলা ভাষায় এই শিক্ষা ব্যবস্থাকে অনেক সময় বলে থাকি ইংলিশ মিডিয়াম। ISC এর সম্পূর্ণ নাম হলো ‘ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট’ বা Indian School Certificate। এই শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা গ্রহণ করে থাকে। এই বোর্ডের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত উন্নত মানের হয় এবং সবরকম সুযোগ-সুবিধা থাকে। CISCE বোর্ডের অধীনে ছাত্রছাত্রীরা যদি ভালো নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাস করতে সক্ষম হয়, তবে ভারতের সেরা কলেজগুলিতে ভর্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

ISC Full Form in Bengali

ISC- ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (Indian School Certificate)

ISC বোর্ডের বিষয়গুলি

  • ইংরেজি
  • ইতিহাস
  • ভূগোল
  • পরিবেশগত শিক্ষা
  • রাষ্ট্রবিজ্ঞান
  • গণিত
  • পদার্থবিদ্যা
  • জীববিদ্যা
  • রসায়ন
  • অ্যাকাউন্টস
  • অর্থনীতি

উপরে উল্লেখিত এ সমস্ত বিষয়গুলি ISC বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা দেওয়া হয়ে থাকে। এখানে অবশ্যই মনে রাখতে হবে, এই বোর্ডের অধীনে প্রধান বিষয় হলো ইংরেজি এবং ইংরেজি ভাষাতেই সমস্ত বিষয়গুলি পড়াশুনা করতে হবে ও পরীক্ষা দিতে হবে।

ISC Full Form in Bengali: নিয়মাবলী

  • এই বোর্ডের অধীনে পড়াশোনা করার জন্য ছাত্র-ছাত্রীকে অবশ্যই CISCE বোর্ডে নিজের নাম হতে উঠতে করতে হবে।
  • ISC বোর্ডের অধীনে ১২ ক্লাস পড়াশোনা চলাকালীন ৮০% এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
  • এই বোর্ডের অধীনে বিদ্যালয় গুলিতে বাড়ি থেকে বা ডিস্টেন্সে পড়াশোনা করা যাবে না।
  • ISC ফাইনাল পরীক্ষার পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের ফ্রি সম্পূর্ণ করে দিতে হবে।

ISC Full Form in Bengali: সুবিধা

ISC বোর্ডের অধীনে যে সমস্ত ছাত্র-ছাত্রী পড়াশোনা করে তাদের পরবর্তীকালে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন NEET, JEE ইত্যাদি পরীক্ষায় পারদর্শী করে তোলে। এই বোর্ডের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত সাজানো-গোছানো ও সুযোগ-সুবিধা সম্পন্ন হয়ে থাকে ফলে ছাত্রছাত্রীরা পুঁথিগত বিদ্যার সাথে প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা গ্রহণ করে থাকে। তবে ISC বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য স্কুল ফ্রি দিতে হবে। ISC বোর্ডের ছাত্রছাত্রীরা পাশ করার পর ভারতের বিভিন্ন প্রথম সারির কলেজে পড়াশোনা করার সুযোগ পায়।

এই ধরনের শিক্ষামূলক নিবন্ধ আমাদের ওয়েবসাইটে সব সময় লেখা হয়ে থাকে। পুরনো থেকে নতুন বিভিন্ন বিষয়ে যেগুলি ছাত্র-ছাত্রীদের অত্যন্ত প্রয়োজনীয় সেগুলিকে আমরা বাংলা ভাষায় অনলাইনে উপলব্ধ করেছি। আশা করি আজকের এই নিবন্ধ থেকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের ওয়েবসাইট বা নিবন্ধ নিয়ে যদি আপনার কোন বক্তব্য থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যান্য সংবাদের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

FAQ: ISC Full Form in Bengali

আইএসসি মানে কি?

আইএসসি মানে হল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট। আইএসসি ছোট বাক্যের বলা হয়ে থাকে।

আইএসসি ও আইসিএসই কি একই?

আইএসসি ও আইসিএসই দুটি আলাদা পরীক্ষা, আইএসসি হ্যালো ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলা হয়ে থাকে। আইসিএসই হলো ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন যা ভারতে মাধ্যমিক পরীক্ষা আয়োজন করে থাকে।

আইএসসি পরীক্ষায় ৭৫% নম্বর ভালো না খারাপ?

আইএসসি পরীক্ষায় ৭৫% নম্বর গড় নম্বর বলা হয়ে থাকে এই পরীক্ষায় ন্যূনতম পাঁচ নম্বর হল ৫০%।

মন্তব্য করুন