NTPC নিয়োগ ২০২৩: পোস্ট এক্সিকিউটিভ, বেতন ১ লক্ষ টাকা, দেখুন বিশদে

NTPC নিয়োগ ২০২৩: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ২৪ টি পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বিশদে দেখে আপনি 18 মে 2023 তারিখের পূর্বে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া এই নিয়োগ সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, আবেদন মূল্য ইত্যাদি বিষয় জানার জন্য আজকের নিবন্ধটি সম্পন্ন পড়ুন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ও সরাসরি অনলাইন আবেদন লিংক আপনারা এই পোস্টটি নিচে পেয়ে যাবেন।

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি সেই কারণে সারা ভারতব্যাপী যে সমস্ত সরকারি চাকরি প্রকাশিত হচ্ছে সেগুলি আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। অবশ্যই এই চাকরি গুলিতে সারা ভারতের ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। এই ধরনের সরকারি চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজকে ফলো করতে পারেন।

নিয়োগNTPC
বিভাগসরকারি সংস্থা
পোস্টএক্সিকিউটিভ
শূন্যপদ২৪ টি
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানজম্মু, কাশ্মীর
শেষ তারিখ১৮ মে ২০২৩
ওয়েবসাইটntpc.co.in

NTPC নিয়োগ ২০২৩: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু04-05-2023
আবেদন শেষ18-05-2023

NTPC নিয়োগ: শূন্যপদের বিবরণ

  • এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল- 22
  • এক্সিকিউটিভ (p&s)- 02

NTPC নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা

  • ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে b.tech, BE ডিগ্রী থাকতে হবে।
  • এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল পদের জন্য 3 বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
  • এক্সিকিউটিভ (p&s) পদের জন্য 5 বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূল।

NTPC নিয়োগ ২০২৩: বয়স

দুটি পদের ক্ষেত্রে 35 বছরের মধ্যে বয়স হতে হবে।

NTPC নিয়োগ ২০২৩: বেতন

বেতন- 100,000 টাকা

NTPC নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া

প্রার্থী নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে কোন লিখিত পরীক্ষা হবে না।

NTPC নিয়োগ: আবেদন মূল্য

জেনারেল300
ওবিসি300
তপশিলি জাতি-উপজাতি, PWDকোন আবেদন মূল্য লাগবে না

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন ntpc.co.in।
  • এরপর হোম পেজে ক্যারিয়ার অপশনে ক্লিক করবেন।
  • সেখান থেকে Jobs at ntpc অপশনে যাবেন এবং এই বিজ্ঞপ্তি খুঁজে বার করবেন।
  • সেখান থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডির মাধ্যমে।
  • এরপর লগইন করবেন এবং ফর্ম টি সম্পূর্ণ করবেন।
  • পরবর্তী পেজে যে ডকুমেন্টগুলি আপলোড করতে বলা হবে সেগুলি স্ক্যান কপি আপলোড করবেন।
  • এরপর আপনাকে আবেদনমূল্য দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।
  • ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে ফর্ম টি একবার সম্পূর্ণ রিভিউ করে নেবেন।
  • ফর্ম টি সাবমিট করার পর, ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Leave a Reply