নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন নিয়োগ ২০২৩, দেখুন বিস্তারিত

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন নিয়োগ ২০২৩: ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে ট্রান্সলেটর, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, আবেদন মূল্য ইত্যাদি বিষয় বিশদে দেখে আবেদন করতে পারেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক এই পোস্টের নিচে পেয়ে যাবেন।

নিয়োগNPCIL
বিভাগসরকারি সংস্থা
পোস্টবিভিন্ন ধরনের
শূন্যপদ128
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ29 মে 2023
ওয়েবসাইটnpcilcareers.co.in

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন নিয়োগ: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু12-05-2023
আবেদন শেষ29-05-2023

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন: শূন্যপদের বিবরণ

পদশূন্যপদ
HR ডেপুটি ম্যানেজার48
FA ডেপুটি ম্যানেজার32
C&MM ডেপুটি ম্যানেজার42
LEGAL ডেপুটি ম্যানেজার02
হিন্দি ট্রান্সলেটর04
মোট128

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন: শিক্ষাগত যোগ্যতা

BE, B.Tech, MBA, LLB, গ্রেজুয়েশন ডিগ্রী থাকতে হবে সরকার অনুমোদিত ইনস্টিটিউট থেকে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আরও বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই দেখুন।

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন নিয়োগ: বয়স

  • হিন্দি ট্রান্সলেটর- 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে।
  • অন্যান্য- 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে বাকি সমস্ত পোস্ট গুলির জন্য।

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন নিয়োগ: বেতন

হিন্দি ট্রান্সলেটর- 35,400
অন্যান্য- 56,100 বেতন পাওয়া যাবে বাকি সমস্ত পোস্টগুলির জন্য।

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন: নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ
  • মেডিকেল
  • ডকুমেন্ট যাচাই

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন: আবেদন মূল্য

হিন্দি ট্রান্সলেটর- 150 টাকা
অন্যান্য পোস্ট- 500 টাকা

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে npcilcareers.co.in।
  • অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর হোমপেজ থেকে কেরিয়ার অপশনে যেতে হবে।
  • কেরিয়ার অপশনে যাওয়ার পর এই নিয়োগের বিজ্ঞপ্তি (NPCIL/ HRM 2023/ 02) আপনাকে খুঁজে বার করতে হবে।
  • এরপর আপনার ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর আপনি অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন যা দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করে ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করবেন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন।
  • নিজের ছবি ও সিগনেচার স্ক্যান কপি আপলোড করবেন।
  • আবেদন মূল্য প্রদান করবেন অনলাইনে।
  • এরপর ফর্ম টি একবার সম্পূর্ণ রিভিউ করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • সবার শেষে ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন