ভারতের সবচেয়ে ধনী শহর – ভারতের সেরা ১০ টি ধনী শহর

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর: ভারত অর্থনীতির দিক থেকে বিশ্বের ৬তম বৃহত্তম দেশ। ভারতের দ্রুত বেড়ে চলা অর্থনীতি চিনকেও ছড়িয়ে গেছে। যদিও ২০২০ সালের মহামারীর পর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। যার অনেকটাই প্রভাব পড়েছিল ভারতে। তবে ভারত বর্তমানে ১৪ তম বৃহত্তম আমদানিকারক এবং ২১ তম বৃহত্তম রপ্তানিকারক দেশ। অতএব এবিষয়ে সন্দেহ নেই যে ভারত এবং এখানকার শহরগুলো অর্থনৈতিক দিকথেকে বেশ উন্নতশিল।

চলুন দেখে নেওয়া যাক ২০২৩ সালে ভারতের সবথেকে ধনী শহর কোনগুলো। ভারতের সবচেয়ে ধনী শহর গুলোর তালিকা নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।

ভারতের সেরা ১০ টি ধনী শহর

  1. মুম্বাই
  2. দিল্লি
  3. কলকাতা
  4. বেঙ্গালুরু
  5. চেন্নাই
  6. হায়দ্রাবাদ
  7. পুনে
  8. আমেদাবাদ
  9. সূরাট
  10. বিশাখাপত্তনাম

Richest city in india in bengali

১. মুম্বাই:

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সবথেকে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর, Richest city in india in bengali
Richest city in india in bengali

মুম্বাই, সকল ভারতবাসীর কাছে স্বপ্নের শহর। এই শহর ৬০৬.৬২৫ বিলিয়ন ডলার সহ ভারতের সবচেয়ে ধনী শহর গুলোর তালিকায় সবার শীর্ষে রয়েছে। ভারতের এই আর্থিক রাজধানী বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলির মধ্যে ১২ তম স্থানে রয়েছে। শুধু তাই নয়, এই শহরে দেশের সবচেয়ে বড় ধনকুবেররা বসবাস করেন। ভারতের অন্যতম টাটা, আদিত্য বিরলা রিলায়েন্স গ্রুপের মত বড় বড় কোম্পানিগুলি এই শহরের। শুধু তাই নয় ভারতবর্ষের অন্যতম বলিউড তারকারা মুম্বাই শহরে থাকেন। এছাড়াও এখানকার পর্যটন শিল্পও এই শহরের অর্থনীতিকে বাড়িয়ে তোলার জন্য এক অন্যতম কারণ।

২. দিল্লি:

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সবথেকে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর, Richest city in india in bengali

দিল্লি ভারতের রাজধানী এবং অর্থনৈতিক দিক থেকে ভারতের দ্বিতীয় সবচেয়ে ধনী শহর। এই শহরের জিডিপি ৩৭০ বিলিয়ন ডলার। দেশের রাজনৈতিক ভিত্তি গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করেই। বিভিন্ন স্বনামধন্য রাজনৈতিক নেতাদের আবাসস্থল এই শহর। এছাড়াও দিল্লি একটি সমৃদ্ধশীল রাজনৈতিক ও সংস্কৃতিক পটভূমি রয়েছে, এখানে রাজনৈতিক গুরুত্বপূর্ণ অনেক স্থান এবং প্রাচীন ইতিহাস চোখে পড়ে। এই শহর শুধু দেশের নয় বিশ্বের বিভিন্ন স্থানের পর্যটকদের আকর্ষণ করে।

৩. কলকাতা:

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সবথেকে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর, Richest city in india in bengali

দিল্লির পূর্বে ভারতের রাজধানী ছিল কলকাতা, ব্রিটিশ শাসনকালে এই শহর ছিল বাণিজ্য এবং অন্যান্য সবদিক থেকে দেশের প্রধান কেন্দ্রবিন্দু। এই শহর ‘City of Joy’ বা আনন্দের শহর নামে পরিচিত। এখানকার জিডিপি ১৫০.১ মিলিয়ন ডলার। এই শহরে ব্রিটানিয়া এবং কোল ইন্ডিয়ার মত বড় বড় কোম্পানিগুলো রয়েছে। এছাড়াও এই শহর পর্যটকদের আকর্ষণ করে এখানকার দুর্দান্ত খাবারগুলি যা বিশ্বের সব জায়গায় বিখ্যাত। কলকাতা সবচেয়ে বেশি পরিচিত এখানকার রসগোল্লার জন্য।

৪. বেঙ্গালুরু:

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সবথেকে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর, Richest city in india in bengali
Richest city in india in bengali

ভারতের সবচেয়ে ধনী শহর গুলির তালিকায় বেঙ্গালুরু রয়েছে চতুর্থ স্থানে। এই শহর ভারতের ‘সিলিকন ভ্যালি’ নামেও পরিচিত। কর্নাটকের রাজধানী শহর ব্যাঙ্গালুরুতে দেশের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি রপ্তানিকারক হিসেবে ভূমিকার কারণে এটিকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এই শহরে কন্নড ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, এছাড়াও Myntra, Flipkart-এর মত ভারতের সবচেয়ে বড় ই-কমার্স সাইট গুলির প্রধান কার্যালয় এই শহর।

৫. চেন্নাই:

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সবথেকে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর, Richest city in india in bengali

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ভারতের সবচেয়ে ধনী শহর গুলির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এই শহরের অর্থনীতি দাড়িয়ে রয়েছে অটোমোবাইল শিল্পের উপর। এই শহর ঐতিহ্য ও সংস্কৃতিতে যথেষ্ঠ সমৃদ্ধ। যে কারণে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে পর্যটকরা এখানে আসেন। দক্ষিণ ভারতীয় সংস্কৃতির প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই শহর। অটোমোবাইল শিল্পের বিশাল আধিপত্য এবং ভারতের আইটি সেক্টরে অবদান রাখার কারণে এই শহরকে ভারতের ডেট্রয়েট নামেও ডাকা হয়।

ভারতের সবচেয়ে ধনী শহর

৬. হায়দ্রাবাদ:

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সবথেকে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর, Richest city in india in bengali
Richest city in india in bengali

হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত ভারতের ৬তম ধনী শহর। এই শহর ভারতের ৪তম জনবহুল শহর। এই শহর বিরিয়ানি, সুস্বাদু খাবার এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য সুপরিচিত। এই শহরটি বহু জাতি ও বহুভাষী মানুষদের বাসস্থান। এখানে প্রচুর মন্দির, মসজিদ ও গির্জা রোয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া এই শহর আইটি শিল্প এবং প্রযুক্তিগত দিক থেকে বহুল পরিচিত।

৭. পুনে:

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সবথেকে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর, Richest city in india in bengali

মহারাষ্ট্রের পুনে ভারতের সবথেকে ধনী শহর এর তালিকায় ৮ তম স্থানে রয়েছে। এই শহরের GDP ৯২ বিলিয়ন মার্কিন ডলার। এই শহরকে জহরলাল নেহেরু ‘প্রাচ্যের অক্সফোর্ড‘ নাম দিয়েছিলেন এখানকার প্রচুর পরিমাণ বিস্তৃত সেরা স্কুল ও বিশ্ববিদ্যালয় গুলোর জন্য। এই শহর বিশ্বের সব স্থানের শিক্ষাথীদের আকর্ষণ করে। এই শহর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অনেক বেশি জনপ্রিয়।

৮. আমেদাবাদ:

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সবথেকে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর, Richest city in india in bengali
Richest city in india in bengali

৬৮ মিলিয়ন মার্কিন ডলার GDP সহ গুজরাটের রাজধানী আমেদাবাদ ধনী শহরের তালিকায় ৮ তম স্থান অধিকার করে রেখেছে। এই শহর ‘প্রাচ্যের ম্যানচেস্টার‘ নামে পরিচিত কারণ এই শহরের অর্থনীতি নির্ভর করে আছে এখানকার টেক্সটাইল শিল্পের উপর। এই শহর সাংস্কৃতিক ভাবে বেশ সমৃদ্ধ, যে কারণে এখানে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন। এই শহরের ক্যালিকো মিউজিয়ামে আধুনিক ও প্রাচীন টেক্সটাইল বস্ত্রের উল্লেখযোগ্য নিদর্শন রয়েছে।

৯. সূরাট:

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সবথেকে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর, Richest city in india in bengali

ভারতের হিরের বাজারের কেন্দ্রস্থল তথা টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত সুরাট গুজরাটের তাপি নদীর পাশে অবস্থিত। ভারতের ৯০ শতাংশ হীরা এই শহরেই পালিশ করা এবং কাটা হয়। ২০১৯ থেকে ২০৩৫ সালের মধ্যে সবচেয়ে দ্রুততম বর্ধনশীল সহর সুরাট। এখানকার অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখ্যযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

১০. বিশাখাপত্তনাম:

ভারতের সবচেয়ে ধনী শহর, ভারতের সবথেকে ধনী শহর, ভারতের সেরা ১০ টি ধনী শহর, Richest city in india in bengali
Richest city in india in bengali

বিশাখাপত্তনাম ভারতের ১০ তম ধনী শহর। এই শহর অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতের অন্যতম বন্দর শহর। এই শহরের সাংস্কৃতিক ঐতিহ্য, সুন্দর সমুদ্র সৈকত পর্যটকদের আকর্ষণ করে। এখনকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে IIM, AMC, AU ইত্যাদি।

আরো পড়ুন – ভারতের জনসংখ্যা কত ২০২৩

ভারতের সবচেয়ে ধনী শহর কোনটি?

মুম্বাই

ভারতের দ্বিতীয় ধনী শহর কোনটি?

দিল্লি

ভারতের সবচেয়ে তৃতীয় শহর কোনটি?

কলকাতা

ভারতের সবচেয়ে বড় শহর কোনটি?

বেঙ্গালুরু

কোন শহর ‘প্রাচ্যের ম্যানচেস্টার‘ নামে পরিচিত?

আমেদাবাদ

“ভারতের সবচেয়ে ধনী শহর – ভারতের সেরা ১০ টি ধনী শহর”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন