Right To Health Bill Rajasthan 2023

Right To Health Bill Rajasthan 2023: রাজ্য বিধানসভা স্বাস্থ্যের অধিকার বিল বা Right To Health Bill পাস করার সাথে সাথে রাজস্থান ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে যেটি এমন একটা আইন প্রবর্তন করেছে যা স্বাস্থ্যসেবার সুবিধাকে রাজ্যের প্রতিটি বাসিন্দার আইনি অধিকার তৈরি করে।

গত ২১ মার্চ আমাদের দেশে রাজ্য বিধানসভায় একটি বিল পাস হয়, যে বিলটির নাম রাইট টু হেল্থ (Right To Health Bill) বা স্বাস্থ্যের অধিকার বিল। এই বিল পাস হওয়ার পর থেকেই আইনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়। যুগান্তকারী এই আইনটি রাজস্থানকে ভারতের প্রথম রাজ্য হিসেবে গঠন করেছেন যে রাজ্যে স্বাস্থ্য সেবা এক্সেসকে রাজ্যের প্রতিটি নাগরিকের আইনি অধিকার করে তোলা হয়েছে।

Right To Health Bill Rajasthan 2023 কি?

সম্প্রতি রাজ্য বিধানসভায় পেশ হওয়া এই বিলটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন। এখানে এই বিল সম্পর্কে বিস্তারিত জানানো হলো।

  • Right To Health Bill এই আইনের অধীনে রাজ্যের প্রতিটি বাসিন্দা যে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রি-পেমেন্ট ছাড়াই জরুরী চিকিৎসা সহ বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার পাবে।
  • সরকারি বা বেসরকারি হাসপাতালের কোন আধিকারিক বা ডাক্তার কোন ব্যক্তিকে জরুরি চিকিৎসার জন্য প্রত্যাখ্যান করতে পারবে না।
  • এই বিল রাজস্থানের প্রত্যেকটি বাসিন্দা কে যে কোন ক্লিনিক্যাল প্রতিষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ব্যবস্থা করে দেয়।
  • রাজস্থানের যেকোনো ব্যক্তি যে কোন জনসাস্থ্য প্রতিষ্ঠানে বিনামূল্যে আউটডোর এবং ইনডোর রোগী বিভাগে পরিষেবা, ওষুধ, পরামর্শ এবং ডায়াগনস্টিক পেতে পারেন।
  • প্রত্যেকটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে জরুরী চিকিৎসা এবং রোগীর যত্নের জন্য কোন পূর্বের পেমেন্ট দেওয়ার প্রয়োজন নেই।
  • প্রত্যেকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দ্বারা রেফারেল পরিবহন অ্যাক্সিস পাবে রাজ্যের প্রত্যেকটি বাসিন্দা।
  • রাজস্থানের প্রত্যেক নাগরিক সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে পরিবহন, চিকিৎসা এবং সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে বিনামূল্যে বীমা কভারেজ পাবেন এই বিলের আওতায়।
  • রাজস্থান সরকারি তরফ থেকে এই বিলটি পেশ করা হয়েছে রাজ্যের প্রত্যেকটি জনগণকে চিকিৎসা ক্ষেত্রে সর্বোত্তম সুবিধা দেওয়ার জন্য। কিন্তু এই ধারায় কয়েকটি সমস্যা সামনে এসেছে।

Read More,

Right To Health Bill Rajasthan: ধারা 19(1)(g)

  • নন-প্রফিট PRS Legisletive Research এর একটি বিশ্লেষণে জানানো হয়েছে বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য রাজ্যে বেসরকারি ক্লিনিক্যাল প্রতিষ্ঠান গুলোকে রাজ্য পরিষেবা প্রদান করবে কিনা সে বিষয়ে বিলটি নির্দিষ্ট করে না। যা সংবিধানের ধরা 19(1)(g) লঙ্ঘন করতে পারে।
  • বিলটিতে জানানো হয়েছে নাগরিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্যে বেসরকারি প্রতিষ্ঠান একপ্রকার বাধ্যবাধকতার মধ্যে থাকবে। সেই ক্ষেত্রে যদি সরকার খরচ বহন না করে তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্ভবত বন্ধ হয়ে যাবে।
  • জেলার সাস্থ্য কর্তৃপক্ষকে অভিযোগের জন্যে একটি পোর্টাল খোলা হয়েছে। বিলে নির্দিষ্ট ভাবে জানানো হয়নি যে ওয়েব পোর্টালে কার অ্যাকসেস থাকবে। সে ক্ষেত্রে রোগীর গোপনীয়তা লঙ্ঘন হতে পারে।

Right To Health Bill Rajasthan 2023: Right to Life

১৯৬৬ সালে সুপ্রিম কোর্ট (Article 21) এ জীবনের অধিকার (Right To Life) এর কথা জানানো হয় যার মধ্যে স্বাস্থ্যের অধিকার অন্তর্ভুক্ত করে এবং স্বাস্থ্যপরিসেবা প্রদানের জন্য রাজ্য সরকার গুলিকে বাধ্যবাধকতার নির্দেশ করে সংবিধান অনুযায়ী হাসপাতাল ডিসপেনসারিসহ জনস্বাস্থ্য ও স্যানিটেশন রাজ্যের তালিকাভুক্ত করা হয়।

২০১৮ সালে ন্যাশনাল কমিশন অফ হিউম্যান রাইটস (NHRC) রোগীর অধিকারের উপর একটি খসড়া তৈরি করেছিল যা রাজ্য সরকার দ্বারা প্রয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী স্বাস্থ্য বীমা যোজনা সহ স্বাস্থ্য কভারেজ নিশ্চিত করার জন্য অনেকগুলি স্কিম চালু করেছিল। যার অধীনে রাজ্য জুড়ে প্রায় ১,৫৫০ টি সরকারি ও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য কভারেজ পাবে এই যোজনার অধীনে।

রাজস্থান স্বাস্থ্য অধিকার বিল (Right To Health Bill Rajasthan) ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাজস্থানের বিধানসভায় পেশ করা হয়েছিল। এই বিলটি স্বাস্থ্য মন্ত্রী পারসাদি লাল মীনার নেতৃত্বে নির্বাচন কমিটির কাছে পাঠানো হয়।

এই বিলটি পেশ করার পর ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম গুলি বেশ কয়েকদিন ধরে বন্ধ করে দেয়া হয়েছে। যার ফলে সরকারি হাসপাতালে রোগীদের ব্যাপক চাপ বেড়েছে। এছাড়াও সরকারি হাসপাতালের চিকিৎসকরা আন্দোলনরত প্রাইভেট প্রক্টিশনারদের সঙ্গে এক হয়ে কাজ বয়কট করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন