বদলে গেল ভারত পাকিস্তান ম্যাচ সহ মোট ৯ টি ম্যাচের সময়সূচী, দেখুন বিস্তারিত

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩: ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হতে চলেছে ভারতের মাটিতে ৫ অক্টোবর। বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় তিন মাস আগে এই সময়সূচি ঘোষণা করা হয়েছিল কিন্তু ভারতের কিছু রাজ্যে প্রশাসনিক অসুবিধার কারণে কিছু ম্যাচের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করা হয় এর কাছে। সেই কারণে মোট ৯ টি ম্যাচের সময়সূচি পরিবর্তন করা হয়েছে যেগুলি মধ্যে বাংলাদেশের ৩ টি ম্যাচ, পাকিস্তানের ৩ টি ম্যাচ, ভারতের ২ টি ম্যাচ ও আরো একটি। এই ম্যাচের সম্পূর্ণ সময়সূচী নিচের তালিকায় দেওয়া হলো এছাড়া ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সম্পূর্ণ সময়সূচী, pdf পাওয়ার জন্য নিচে দেওয়া নিবন্ধটি পড়তে পারেন।

Read More, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সম্পূর্ণ সময়সূচি

প্রসঙ্গত ভারতে অক্টোবর কোন নভেম্বর মাস উৎসবের মাসগুলির মধ্যে পড়েছে দেওয়ালি, দশেরা, দুর্গাপূজা ইত্যাদি থাকার কারণে এই সমস্ত ম্যাচগুলির সময় পরিবর্তন করা হয়েছে। এরমধ্যে কলকাতায় আয়োজিত হওয়া পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচের সময় পরিবর্তন হয়েছে। এই ৯ টি ম্যাচের নতুন সময়সূচী হল,

৯ টি ম্যাচের সময়সূচী

  • ১০ অক্টোবর- ইংল্যান্ড VS বাংলাদেশ
  • ১০ অক্টোবর- পাকিস্তান VS শ্রীলঙ্কা
  • ১২ অক্টোবর- অস্ট্রেলিয়া VS দক্ষিণ আফ্রিকা
  • ১৩ অক্টোবর- নিউজিল্যান্ড VS বাংলাদেশ
  • ১৪ অক্টোবর- ভারত VS পাকিস্তান
  • ১৫ অক্টোবর- ইংল্যান্ড VS আফগানিস্তান
  • ১১ নভেম্বর- অস্ট্রেলিয়া VS বাংলাদেশ
  • ১১ নভেম্বর- ইংল্যান্ড VS পাকিস্তান
  • ১২ নভেম্বর- ভারত VS নেদারল্যান্ড

Read More, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিকিট প্রাইস

ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর শেষ হবে ১৯ নভেম্বর। বিশ্বকাপের দুই সেমিফাইনাল আয়োজিত হবে মুম্বাই ও কলকাতাতে। ফাইনাল ম্যাচ হবে গুজরাটের আমেদাবাদ বিকে স্টেডিয়ামে ১৯ নভেম্বর। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের সমস্ত আপডেট এর জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন