VSSC নিয়োগ 2023: টেকনিশিয়ান, শূন্যপদ, বেতন দেখুন বিশদে

VSSC নিয়োগ 2023: বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে টেকনিশিয়ান, ডাফটসম্যান, রেডিওগ্রাফার সহ বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। 18 মে 2023 তারিখের পূর্বে অনলাইনে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যারা যোগ্য প্রার্থী তারা আমাদের এই নিবন্ধে বয়স, বেতন, শূন্য পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া আবেদন মূল্য ও আবেদন প্রক্রিয়া ইত্যাদি বিশদে দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন ও অনলাইন আবেদন লিংক আপনারা এই পোস্টের নিচে পেয়ে যাবেন।

নিয়োগVSSC
বিভাগসরকারি সংস্থা
পোস্টটেকনিশিয়ান
শূন্যপদ49
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানত্রিভান্দ্রুম
শেষ তারিখ18 মে 2023
ওয়েবসাইটvssc.gov.in

VSSC নিয়োগ 2023: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু04-05-2023
আবেদন শেষ18-05-2023

VSSC নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

টেকনিশিয়ান43
ডাফটসম্যান05
রেডিওগ্রাফার01
মোট49

VSSC নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

টেকনিশিয়ান, ডাফটসম্যান- মাধ্যমিক পাস করে থাকতে হবে এর সঙ্গে আইটিআই/ NTC/ NAC ডিগ্রী থাকতে হবে।
রেডিওগ্রাফার- এই পদের জন্য ডিপ্লোমা পাস করে থাকতে হবে।

VSSC নিয়োগ 2023: বয়স

  • 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে সবকটি পদের জন্য।
  • সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে, ওবিসি 3 বছর তপশিলি জাতি-উপজাতি 3 বছরের ছাড় পাবেন।

VSSC নিয়োগ 2023: বেতন

টেকনিশিয়ান, ডাফটসম্যান21,700 – 69,100
রেডিওগ্রাফার25,500 – 81,100

VSSC নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • প্রথম ধাপে লিখিত পরীক্ষা হবে।
  • যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

VSSC নিয়োগ 2023: আবেদন মূল্য

  • 500 টাকা আবেদন মূল্য দিতে হবে।
  • লিখিত পরীক্ষায় বসলে মহিলা, তপশিলি জাতি-উপজাতি, PWD, অবসরপ্রাপ্ত কর্মচারী ইত্যাদি বিভাগে 400 টাকা রিফাউন্ড দেওয়া হবে।

কিভাবে আবেদন করতে হবে ?

  • এই নিয়োগে আবেদন করার জন্য প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে vssc.gov.in।
  • এরপর হোম পেজ থেকে কেরিয়ার অপশনে যেতে হবে।
  • সেখানে এই নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করবেন।
  • এরপর সেখান থেকে অনলাইনে এপ্লিকেশনে ক্লিক করবেন।
  • প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বার ও ইমেল আইডির মাধ্যমে।
  • এরপর আপনি এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এরপর এই আইটি পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করবেন।
  • পরবর্তী পেজে আপনাকে ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করবেন যেগুলি করতে বলা হবে।
  • আবেদনমূল্য প্রদান করবেন এবং সবার শেষে ফর্মটি একবার রিভিউ করে নেবেন।
  • সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন এবং ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Leave a Reply