পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ 198 পোষ্ট, দেখুন বিস্তারিত

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ 198 পোষ্ট: পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে 198 জন এক্সিকিউটিভ, ম্যানেজার, টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে 18 মে 2023 তারিখের পূর্বে, ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, আবেদন মূল্য ও কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় বিশদে দেখে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন লিংক এই পোস্টের নিচে দেওয়া আছে।

নিয়োগWBSETCL
বিভাগবিদ্যুৎ দপ্তর
পোস্টবিভিন্ন ধরনের
শূন্যপদ198
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
শেষ তারিখ18 মে 2023
ওয়েবসাইটwbsetcl.in

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু26-04-2023
আবেদন শেষ19-05-2023

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ: শূন্যপদের বিবরণ

পদশূন্যপদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার10
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার51
জুনিয়র এক্সিকিউটিভ22
জুনিয়র ইঞ্জিনিয়ার30
অফিস এক্সিকিউটিভ60
টেকনিক্যাল গ্রেট-325
মোট198

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা

পদশিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারগ্রাজুয়েট, MBA
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারগ্রাজুয়েট, B.E/ B. Tech ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে
জুনিয়র এক্সিকিউটিভগ্রাজুয়েট সঙ্গে ১ বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ফাইন্যান্স বিভাগে
জুনিয়র ইঞ্জিনিয়ারসিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ বছরের ডিপ্লোমা পাস করে থাকতে হবে
অফিস এক্সিকিউটিভগ্রাজুয়েট পাস
টেকনিক্যাল গ্রেট-3মাধ্যমিক পাস

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ: বয়স

১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে।

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ: বেতন

  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- 56,100 থেকে 1,60,500
  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- 56,100 থেকে 1,60,500
  • জুনিয়র এক্সিকিউটিভ- 37,400 থেকে 1,08,200
  • জুনিয়র ইঞ্জিনিয়ার- 36,800 থেকে 1,06,700
  • অফিস এক্সিকিউটিভ- 29,000 থেকে 80,4500
  • টেকনিক্যাল গ্রেট-3-  23,400 থেকে 68,900

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ: নিয়োগ প্রক্রিয়া

  • কম্পিউটার CBT পরীক্ষা
  • ইন্টারভিউ
  • মেডিকেল পরীক্ষা

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ: আবেদন মূল্য

আবেদন মূল্য সম্পর্কিত বিষয় জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

কিভাবে আবেদন করতে হবে ?

  • প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে wbsetcl.in।
  • আপনি যদি প্রথমবার এই ওয়েবসাইটে যান তাহলে আপনাকে রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে।
  • এরপর আপনি অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে লগইন করবেন।
  • এই নিয়োগের বিজ্ঞপ্তি খুজবেন এবং সেখানে ক্লিক করবেন।
  • এরপর ফর্ম টি সঠিক তথ্য দ্বারা সম্পন্ন করবেন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন।
  • নিজের ছবি ও সিগনেচার স্ক্যান কপি আপলোড করতে হবে।
  • সবার শেষে ফর্মটি একবার রিভিউ করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • আপনি চাইলে ফর্মটির একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দিতে পারেন।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Leave a Reply