আফ্রিকা মহাদেশের দেশ কয়টি 2023: আয়তন এবং জনসংখ্যার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। এই দুটি ক্ষেত্রে এশিয়া মহাদেশের পরে আফ্রিকার অবস্থান, তবে আফ্রিকা মহাদেশের দেশগুলি অর্থনৈতিকভাবে অত্যন্ত পিছিয়ে রয়েছে। দরিদ্রতা, শিক্ষা, অর্থনৈতিক, টেকনোলজি সবকিছুতে আফ্রিকা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় পেছনে রয়েছে। বিশ্বের দ্রুততম দেশ গুলির নাম যদি আপনি যাচাই করেন তবে তার অধিকাংশ আফ্রিকা মহাদেশের অন্তর্গত। কিন্তু আজকে আমরা আফ্রিকা মহাদেশের দেশ কয়টি 2023 বিষয়টি নিয়ে আলোচনা করব।
আজকের এই নিবন্ধের মধ্যে আপনারা জানতে পারবেন, আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী, আফ্রিকা মহাদেশের দেশ কয়টি ২০২৩, আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টি, আফ্রিকা মহাদেশের মুসলিম দেশগুলোর নাম, আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ, আফ্রিকার সবচেয়ে জনবিরল দেশ কোনটি ইত্যাদি। জেনারেল নলেজ ও শিক্ষামূলক বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের এই নিবন্ধ থেকে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে।
Africa Country List in Bengali
বিভাগ | আন্তর্জাতিক |
বিষয় | আফ্রিকা মহাদেশের দেশ কয়টি 2023 |
মহাদেশ | আফ্রিকা |
সাল | 2023 |
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হওয়ায় আফ্রিকা পৃথিবীর মোট ভূপৃষ্ঠের ৬% দখল করে রয়েছে এছাড়া মোট স্থলভাগের ২০% আফ্রিকার অধীনে। ৫৪ টি স্বাধীন রাষ্ট্র সহ আফ্রিকা মহাদেশের মোট দেশের সংখ্যা ৬১, সবকটি দেশ মিলিয়ে আফ্রিকার মোট জনসংখ্যা প্রায় 144 কোটি। যে জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৪%। পৃথিবীর জনসংখ্যার সম্বন্ধে বিশদে জানার জন্য এই নিবন্ধটি পড়তে পারেন।
আফ্রিকা মহাদেশের সংক্ষিপ্ত বিবরণ
আয়তন | ৩,০২,২১,৫৩২ কিমি² |
জনসংখ্যা | ১৪৪ কোটি |
দেশ | ৫৪ টি |
জিডিপি | ২১৮০ পার ক্যাপিটা |
ধর্ম | খ্রিষ্টান, ইসলাম, অন্যান্য |
ভাষা | ৩০০০+ ভাষা রয়েছে |
আফ্রিকা মহাদেশের ম্যাপ

আফ্রিকা মহাদেশের দেশ কয়টি 2023
আফ্রিকা মহাদেশের মোট ৫৪ টি স্বাধীন দেশ রয়েছে, এর সঙ্গে আরও ২ টি আংশিক স্বীকৃত রাষ্ট্র ও ৬ টি রাষ্ট্র এখনো জাতিসংঘ স্বীকৃত হয়নি। নিচের তালিকায় আফ্রিকার ৫৪ টি স্বাধীন দেশের নাম দেওয়া হল,
No. | দেশ | রাজধানী |
---|---|---|
1. | আলজেরিয়া | আলজিয়ার্স |
2. | অ্যাঙ্গোলা | লুয়ান্ডা |
3. | বুরুন্দি | পর্তো নোভো |
4. | বুর্কিনা ফাসো | গাবোরান |
5. | বতসোয়ানা | উয়াগাদুগু |
6. | বেনিন | বুজুম্বুরা |
7. | কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র | বাঙ্গি |
8. | কেপ ভার্দ | প্রিয়া |
9. | ক্যামেরুন | ইয়াউন্ডি |
10. | চাদ | এনজামেনা |
11. | কেমোরোশ | মরণি |
12. | কোত দিভোয়ার | ইয়ামুসুক্রো |
13. | কঙ্গো | কিনশাসা |
14. | কঙ্গো প্রজাতন্ত্র | ব্রাজাভিল |
15. | জিবুতি | জিবুতি |
16. | মিশর | কায়র |
17. | নিরক্ষীয় গিনি | মালাবো |
18. | ইরিত্রিয়া | আসমারা |
19. | ইথিওপিয়া | আদ্দিস আবাবা |
20. | গ্যাবন | লিব্রেভিল |
21. | গাম্বিয়া | বনজুল |
22. | ঘানা | আক্রা |
23. | গিনি | কোনাক্রি |
24. | গিনি-বিসাউ | বিসাউ |
25. | কেনিয়া | নাইরোবি |
26. | লেসোথো | মাসরু |
27. | লাইবেরিয়া | মনরোভিয়া |
28. | লিবিয়া | ত্রিপোলি |
29. | মাদাগাস্কার | আন্তানানারিভো |
30. | মালাউই | লিলংওয়ে |
31. | মালি | বামাকো |
32. | মৌরিতানিয়া | নোয়াকচট |
33. | মরিশাস | পোর্ট লুইস |
34. | মরক্কো | রাবাত |
35. | মোজাম্বিক | মাপুতো |
36. | নামিবিয়া | উইন্ডহোক |
37. | নাইজেরিয়া | আবুজা |
38. | নাইজার | নিয়ামী |
39. | রুয়ান্ডা | কিগালি |
40. | সাঁউ তুমি ও প্রিন্সিপি | সাঁউ তুমি |
41. | সেনেগাল | ডাকার |
42. | সেশেলস | ভিক্টোরিয়া |
43. | সিয়েরা লিওন | ফ্রিটাউন |
44. | সোমালিয়া | মোগাদিশু |
45. | দক্ষিন আফ্রিকা | কেপ টাউন |
46. | সোয়াজিল্যান্ড | লোবাম্বা |
47. | সুদান | খার্তুম |
48. | দক্ষিণ সুদান | জুবা |
49. | তানজানিয়া | ডোডোমা |
50. | টোগো | লোমে |
51. | তিউনিসিয়া | তিউনিস |
52. | উগান্ডা | কাম্পালা |
53. | জাম্বিয়া | লুসাকা |
54. | জিম্বাবুয়ে | হারারে |
- Read More, ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে 2023
- Read More, এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে ও কি কি
- Read More, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ২০২৩
আফ্রিকা মহাদেশের মুসলিম দেশগুলোর নাম
নিচের তালিকায় আফ্রিকার সেরা ১৫ টি মুসলিম জনবসতিপূর্ণ দেশের তালিকা দেওয়া হল, এই দেশ গুলিতে মুসলিম জনসংখ্যা ৮৫% এর বেশি রয়েছে,
- মৌরিতানিয়া
- তিউনিসিয়া
- সোমালিয়া
- পশ্চিম সাহারা
- আলজেরিয়া
- মরক্কো
- নাইজার
- কোমোরোস
- সুদান
- লিবিয়া
- জিবুতি
- মায়োট
- সেনেগাল
- গাম্বিয়া
- মিশর
আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি
সেশেলস- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ হল সেশেলস। এদেশের মোট আয়তন ৪৫৭ বর্গ কিলোমিটার, সমগ্র পৃথিবীর দেশ গুলির মধ্যে আয়তনে এই দেশের স্থান ১৮১ নম্বরে। এই দেশের প্রায় 90% মানুষ খ্রিস্টাব্দ ধর্ম অবলম্বন করে।
আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি
আলজেরিয়া- আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হলো আলজেরিয়া, এই দেশের মোট আয়তন 2,381,741 বর্গ কিলোমিটার। আয়তনে এই দেশটি পৃথিবীর ১০ নম্বর স্থানে রয়েছে। এই দেশের জিডিপি পার ক্যাপিটা ৪১৫১$, এই দেশের দক্ষিণ ভাগে সাহারা মরুভূমির আধিপত্য রয়েছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ
নাইজেরিয়া- নাইজেরিয়া হলো আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ, আটলান্টিক মহাসাগরের ধারে পশ্চিম আফ্রিকায় এই দেশটি অবস্থিত। এই দেশের জনসংখ্যা প্রায় ২৩ কোটি, জনসংখ্যার বিচারে নাইজেরিয়া বিশ্বের ৬ নম্বর স্থানে রয়েছে। নাইজেরিয়ার জিডিপি পার ক্যাপিটা হল ২৫৮৪$, এই দেশের কারেন্সি কে ‘নাইরা’ বলা হয়। নাইজেরিয়ার অফিসিয়াল ভাষা ইংরেজি।
আফ্রিকার সবচেয়ে জনবিরল দেশ কোনটি
সেশেলস- আয়তনের সাথে জনসংখ্যার নিরিখে আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবিরল দেশ হলো সেশেলস। এই দেশের মোট জনসংখ্যা ১ লক্ষ ২০ হাজার। সেশেলসের জিডিপি পার ক্যাপিটা ২০২৬৬$, অর্থনৈতিকভাবে দেশটি আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট স্থিতিশীল।
পৃথিবীর বিভিন্ন মহাদেশ, দেশ ও আন্তর্জাতিক খবরের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।
প্রশ্ন উত্তর: আফ্রিকা মহাদেশের দেশ কয়টি
আফ্রিকা মহাদেশের প্রধান নদীর নাম কি?
নীল নদ, নাইজার, জায়ার, জাম্বেজি নদী ইত্যাদি আফ্রিকা মহাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলির মধ্যে রয়েছে।
পশ্চিম আফ্রিকার 4 টি দেশের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
নাইজার নদী পশ্চিম আফ্রিকায় চারটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীর দৈর্ঘ্য প্রায় 4200 কিলোমিটার এবং এটি আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদী।
আফ্রিকার দেশ ও অঞ্চল গুলি কি কি?
আফ্রিকা মহাদেশের মোট ৫৪ টি স্বাধীন দেশ রয়েছে, এছাড়া আরও ৬ টি আংশিক স্বীকৃত দেশ রয়েছে।