এশিয়া কাপ ২০২৩ সময়সূচী, asia cup 2023 schedule in bengali: এশিয়ার ক্রিকেট প্রেমীদের জন্য আবারো সুখবর কারণ এবছর আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ ২০২৩। প্রসঙ্গত বলে রাখি এ বছর অক্টোবর মাসে ভারতে আয়োজিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচি অনুসারে ৩১ আগস্ট ২০২৩ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হবে। বিগত দুবছর এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হয় কিন্তু এবছর ৫০ ওভার ফরমেটে আয়োজিত হবে এশিয়া কাপ ২০২৩। যেখানে দুটি গ্রুপে দলগুলিকে ভাগ করে দেওয়া হবে।
Table of Contents
এশিয়া কাপ ২০২৩ সময়সূচী
টুর্নামেন্ট | এশিয়া কাপ ২০২৩ |
স্থান | পাকিস্তান, শ্রীলঙ্কা |
তারিখ | ৩১ আগস্ট, ২০২৩ |
বোর্ড | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
ফরম্যাট | ৫০ ওভার |
টিম | ৬ টি |
শেষ বিজেতা | শ্রীলঙ্কা |
এশিয়া কাপ সংস্করণ | ১৬ তম |
বছর | ২০২৩ |
ওয়েবসাইট | asiancricket.org |
Asia Cup 2023 Schedule in Bengali
২০২৩ সালের এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা রয়েছে পাকিস্তানে। তবে আয়োজক দেশ ভবিষ্যতের পরিবর্তন হতেও পারে কারণ ভারত এখনো পর্যন্ত পাকিস্তানে খেলতে যাওয়ার প্রতি আগ্রহ দেখায়নি। সুতরাং ভারত যদি টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয় তবে এশিয়া কাপ ২০২৩ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এশিয়া কাপের ভারতের ম্যাচগুলি আয়োজিত হবে শ্রীলঙ্কায় ও বাদবাকি ম্যাচগুলি পাকিস্তানের আয়োজন এর সম্ভাবনা রয়েছে।
এশিয়া কাপ ২০২৩ সময়সূচী: গ্রুপ
গ্রুপে- A | গ্রুপ- B |
---|---|
ভারত | শ্রীলংকা |
পাকিস্তান | বাংলাদেশ |
নেপাল | আফগানিস্তান |
এশিয়া কাপ ২০২৩ এর সম্পূর্ণ সময়সূচি বর্তমানে প্রকাশিত করা হয়েছে যার উপরের তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন। এবছর এশিয়া কাপে মোট ৯ টি দল অংশগ্রহণ করবে। যেখান থেকে ৬ টি দল কে দুটি গ্রুপে ভাগ করে দেয়া হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই চারটি দল ইতিমধ্যে সরাসরি যোগ্যতা অর্জন করেছে গ্রুপ পর্যায়ে খেলার জন্য। আফগানিস্তান এবং বাকি দলগুলি নিজেদের মধ্যে খেলবে বাকি দুটি স্থানের জন্য। ৬ টি দলকে মোট দুটি গ্রুপে ভাগ করে দেয়া হবে, এরপর ৩ টি দলের গ্রুপে সবার সঙ্গে সবার খেলা হবে। শেষে দুটি গ্রুপের শীর্ষ দল এশিয়া কাপ ২০২৩ ফাইনাল খেলবে। দর্শকদের জন্য বলে রাখি এ বছর এশিয়া কাপ ৫০ ওভারের ফরম্যাটে আয়োজন করা হচ্ছে।
এশিয়া কাপ ২০২৩ সময়সূচী (Update)
তারিখ | দেশ | স্থান |
---|---|---|
৩০ আগস্ট | পাকিস্তান VS নেপাল | পাকিস্তান |
৩১ আগস্ট | বাংলাদেশ VS শ্রীলংকা | শ্রীলংকা |
২ সেপ্টেম্বর | পাকিস্তান VS ভারত | শ্রীলংকা |
৩ সেপ্টেম্বর | বাংলাদেশ VS আফগানিস্তান | পাকিস্তান |
৪ সেপ্টেম্বর | ভারত VS নেপাল | শ্রীলংকা |
৫ সেপ্টেম্বর | আফগানিস্তান VS শ্রীলংকা | পাকিস্তান |
এশিয়া কাপ ২০২৩ সময়সূচী: Super 4
তারিখ | Super 4 | স্থান |
---|---|---|
৬ সেপ্টেম্বর | A1 VS B2 | পাকিস্তান |
৯ সেপ্টেম্বর | B1 VS B2 | শ্রীলংকা |
১০ সেপ্টেম্বর | A1 VS A2 | শ্রীলংকা |
১২ সেপ্টেম্বর | A2 VS B1 | শ্রীলংকা |
১৪ সেপ্টেম্বর | A1 VS B1 | শ্রীলংকা |
১৫ সেপ্টেম্বর | A2 VS B2 | শ্রীলংকা |
১৭ সেপ্টেম্বর | ফাইনাল | শ্রীলংকা |
এশিয়া কাপ ২০২৩ সময়সূচী: পাকিস্তান বোর্ডের অবস্থান খবর
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের তরফ থেকে পূর্বে জানিয়ে দেওয়া হয় যে ভারত যদি পাকিস্তানের ক্রিকেট খেলতে না যায় তবে। ভারতের আয়োজিত ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ তারা বয়কট করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পূর্বে বিজ্ঞপ্তি জারি করে যে যখন অন্যান্য দেশ পাকিস্তানের ক্রিকেট খেলতে আসছে তখন ভারতের কোন সমস্যা হওয়া উচিত নয়।
১৩ মার্চ, ২০২৩ খবর অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বিবৃতি দিয়েছেন যে, “আমি আমার বিকল্প খোলা রেখেছি কারণ যখন সব দল পাকিস্তানে আসছে এবং নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ভারত কেন নিরাপত্তা নিয়ে চিন্তিত? একইভাবে, বিশ্বকাপের জন্য আমাদের দল ভারতে পাঠানোর বিষয়ে আমাদের নিরাপত্তা উদ্বেগও থাকতে পারে এবং আমি আসন্ন বৈঠকে এটি টেবিলে আনব।”
“আমাদের হাতে জটিল সমস্যা আছে কিন্তু আমার জন্য যখন আমি ACC এবং আইসিসি মিটিংয়ে যাই তখন আমি আমাদের জন্য সব বিকল্প খোলা রেখেছি এবং আমাদের এখন পরিষ্কার অবস্থান নিতে হবে।”
নাজাম শেঠি এই বিষয়ে আরো বলেন যে ভারতে আয়োজিত হওয়া ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সালে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।
এশিয়া কাপ ২০২৩ সময়সূচী: ভারতীয় বোর্ডের অবস্থান খবর

গত বছর অক্টোবর মাসে ভারতীয় বোর্ডের সেক্রেটারি জয় সাহা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, এশিয়া কাপের জন্য ভারত পাকিস্তানের খেলতে যাবার কোন সম্ভাবনা নেই, “নিরপেক্ষ ভেন্যুতে ২০২৩ সালের এশিয়া কাপ হবে। পাকিস্তান সফরকারী দলের অনুমতির বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেয়, তাই আমরা সে বিষয়ে মন্তব্য করব না। তবে ২০২৩ সালের এশিয়া কাপের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টুর্নামেন্টটি কোনো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।”
এশিয়া কাপ ২০২৩ চ্যাম্পিয়ন লিস্ট
No. | সাল | আয়োজক দেশ | জয়ী দল |
---|---|---|---|
1 | ১৯৮৪ | UAE | ভারত |
2 | ১৯৮৬ | শ্রীলংকা | শ্রীলংকা |
3 | ১৯৮৮ | বাংলাদেশ | ভারত |
4 | ১৯৯০ | ভারত | ভারত |
5 | ১৯৯৫ | UAE | ভারত |
6 | ১৯৯৭ | শ্রীলংকা | শ্রীলংকা |
7 | ২০০০ | বাংলাদেশ | পাকিস্তান |
8 | ২০০৪ | শ্রীলংকা | শ্রীলংকা |
9 | ২০০৮ | পাকিস্তান | শ্রীলংকা |
10 | ২০১০ | শ্রীলংকা | ভারত |
11 | ২০১২ | বাংলাদেশ | পাকিস্তান |
12 | ২০১৪ | বাংলাদেশ | শ্রীলংকা |
13 | ২০১৬ | বাংলাদেশ | ভারত |
14 | ২০১৮ | UAE | ভারত |
15 | ২০২২ | UAE | শ্রীলংকা |
এশিয়া কাপ ক্রিকেট ইতিহাস
ক্রিকেটের ইতিহাসে এশিয়ার দলগুলির প্রভাব সবসময় রয়েছে। সেই কারণে ১৯৮৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিলের প্রধান উদ্দেশ্য ছিল এশিয়ার সমস্ত দলগুলির ক্রিকেটের উন্নতি ঘটানো। এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাট ও টি টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হয়ে থাকে প্রত্যেক ২ বছর অন্তর। প্রথম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় ১৯৮৪ সালে UAE তে। এখনো পর্যন্ত মোট ১৫ বার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ২০২৩ সালে ১৬ তম এশিয়া কাপ আয়োজন করা হবে পাকিস্তানে। এই টুর্নামেন্ট ভারত সবচেয়ে বেশি বার জয়ী হয়েছে, ৭ টি।
- এশিয়া কাপ ক্রিকেটে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন- সনাত জয়সুরিয়া ১২২০ রান, (শ্রীলংকা)।
- এশিয়া কাপ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মুত্তিয়া মুরলিধরন- ৩০ টি (শ্রীলংকা)।
Q&A: এশিয়া কাপ ২০২৩ সময়সূচী
এশিয়া কাপ ২০২৩ কবে শুরু হচ্ছে ?
৩১ আগস্ট, ২০২৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বছর এশিয়া কাপ আয়োজন করা হবে।
২০২৩ এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে ?
পাকিস্তান ও শ্রীলঙ্কায় ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন হবার সম্ভাবনা রয়েছে।
কতগুলি দল অংশগ্রহণ করবে ২০২৩ সালের এশিয়া কাপে ?
৬ টি দেশ ২০২৩ সালের এশিয়া কাপে অংশগ্রহণ করবে ভারত পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান।
এশিয়া কাপ ২০২৩ কোন ফরম্যাটে খেলা হবে ?
৫০ ওভার ফরম্যাটে এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হবে, প্রসঙ্গত অক্টোবর মাসে ভারতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের জন্য এ বছর ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ খেলা হবে।