এশিয়া কাপ ২০২৩ সময়সূচী | Asia Cup 2023 Schedule in Bengali

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী | Asia Cup 2023 Schedule in Bengali

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী, asia cup 2023 schedule in bengali: এশিয়ার ক্রিকেট প্রেমীদের জন্য আবারো সুখবর কারণ এবছর আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ ২০২৩। প্রসঙ্গত বলে রাখি এ বছর অক্টোবর মাসে ভারতে আয়োজিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এশিয়া কাপ ২০২৩ সময়সূচী অনুসারে ২ সেপ্টেম্বর এখনো পর্যন্ত এশিয়া কাপের আয়োজনের সম্ভাবনা রয়েছে। বিগত দুবছর এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হয় কিন্তু এবছর ৫০ ওভার ফরমেটে আয়োজিত হবে এশিয়া কাপ ২০২৩। যেখানে দুটি গ্রুপে দলগুলিকে ভাগ করে দেওয়া হবে।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী

টুর্নামেন্টএশিয়া কাপ ২০২৩
স্থানপাকিস্তান
তারিখ২ সেপ্টেম্বর, ২০২৩
বোর্ডএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ফরম্যাট৫০ ওভার
টিম৬ টি
শেষ বিজেতাশ্রীলঙ্কা
এশিয়া কাপ সংস্করণ১৬ তম
বছর২০২৩
ওয়েবসাইটasiancricket.org

Asia Cup 2023 Schedule in Bengali

২০২৩ সালের এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা রয়েছে পাকিস্তানে। তবে আয়োজক দেশ ভবিষ্যতের পরিবর্তন হতেও পারে কারণ ভারত এখনো পর্যন্ত পাকিস্তানে খেলতে যাওয়ার প্রতি আগ্রহ দেখায়নি। সুতরাং ভারত যদি টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয় তবে এশিয়া কাপ ২০২৩ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া গত বছরের মত এ বছরও হয়তো এশিয়া কাপ UAE তে আয়োজিত হতে পারে কারণ পাকিস্তানের সমস্ত আন্তর্জাতিক ম্যাচ UAE-তেই সংঘটিত হয়ে থাকে।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী: পাকিস্তান বোর্ডের অবস্থান খবর

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের তরফ থেকে পূর্বে জানিয়ে দেওয়া হয় যে ভারত যদি পাকিস্তানের ক্রিকেট খেলতে না যায় তবে। ভারতের আয়োজিত ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ তারা বয়কট করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পূর্বে বিজ্ঞপ্তি জারি করে যে যখন অন্যান্য দেশ পাকিস্তানের ক্রিকেট খেলতে আসছে তখন ভারতের কোন সমস্যা হওয়া উচিত নয়।

১৩ মার্চ, ২০২৩ খবর অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বিবৃতি দিয়েছেন যে, “আমি আমার বিকল্প খোলা রেখেছি কারণ যখন সব দল পাকিস্তানে আসছে এবং নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ভারত কেন নিরাপত্তা নিয়ে চিন্তিত? একইভাবে, বিশ্বকাপের জন্য আমাদের দল ভারতে পাঠানোর বিষয়ে আমাদের নিরাপত্তা উদ্বেগও থাকতে পারে এবং আমি আসন্ন বৈঠকে এটি টেবিলে আনব।”
“আমাদের হাতে জটিল সমস্যা আছে কিন্তু আমার জন্য যখন আমি ACC এবং আইসিসি মিটিংয়ে যাই তখন আমি আমাদের জন্য সব বিকল্প খোলা রেখেছি এবং আমাদের এখন পরিষ্কার অবস্থান নিতে হবে।”
নাজাম শেঠি এই বিষয়ে আরো বলেন যে ভারতে আয়োজিত হওয়া ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সালে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী: ভারতীয় বোর্ডের অবস্থান খবর

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী | Asia Cup 2023 Schedule in Bengali

গত বছর অক্টোবর মাসে ভারতীয় বোর্ডের সেক্রেটারি জয় সাহা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, এশিয়া কাপের জন্য ভারত পাকিস্তানের খেলতে যাবার কোন সম্ভাবনা নেই, “নিরপেক্ষ ভেন্যুতে ২০২৩ সালের এশিয়া কাপ হবে। পাকিস্তান সফরকারী দলের অনুমতির বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেয়, তাই আমরা সে বিষয়ে মন্তব্য করব না। তবে ২০২৩ সালের এশিয়া কাপের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টুর্নামেন্টটি কোনো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।”

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী, Asia Cup 2023 Schedule in Bengali

এখনো পর্যন্ত এশিয়া কাপ ২০২৩ সময়সূচী ঘোষণা করা হয়নি। এশিয়ার ক্রিকেট কাউন্সিল বোর্ডের তরফ থেকে এশিয়া কাপের সময়সূচি ঘোষণা করা হলেই আপনি এই পেজে আপডেট পেয়ে যাবেন। এবছর এশিয়া কাপে মোট ৯ টি দল অংশগ্রহণ করবে। যেখান থেকে ৬ টি দল কে দুটি গ্রুপে ভাগ করে দেয়া হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই চারটি দল ইতিমধ্যে সরাসরি যোগ্যতা অর্জন করেছে গ্রুপ পর্যায়ে খেলার জন্য। আফগানিস্তান এবং বাকি দলগুলি নিজেদের মধ্যে খেলবে বাকি দুটি স্থানের জন্য। ৬ টি দলকে মোট দুটি গ্রুপে ভাগ করে দেয়া হবে, এরপর ৩ টি দলের গ্রুপে সবার সঙ্গে সবার খেলা হবে। শেষে দুটি গ্রুপের শীর্ষ দল এশিয়া কাপ ২০২৩ ফাইনাল খেলবে। দর্শকদের জন্য বলে রাখি এ বছর এশিয়া কাপ ৫০ ওভারের ফরম্যাটে আয়োজন করা হচ্ছে।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী, Asia Cup 2023 Schedule in Bengali

এখনো পর্যন্ত সম্ভাব্য গ্রুপ

গ্রুপে- Aগ্রুপ- B
ভারতশ্রীলংকা
পাকিস্তানবাংলাদেশ
TBATBA

এশিয়া কাপ ২০২৩ চ্যাম্পিয়ন লিস্ট

No.সালআয়োজক দেশজয়ী দল
1১৯৮৪UAEভারত
2১৯৮৬শ্রীলংকাশ্রীলংকা
3১৯৮৮বাংলাদেশভারত
4১৯৯০ভারতভারত
5১৯৯৫UAEভারত
6১৯৯৭শ্রীলংকাশ্রীলংকা
7২০০০বাংলাদেশপাকিস্তান
8২০০৪শ্রীলংকাশ্রীলংকা
9২০০৮পাকিস্তানশ্রীলংকা
10২০১০শ্রীলংকাভারত
11২০১২বাংলাদেশপাকিস্তান
12২০১৪বাংলাদেশশ্রীলংকা
13২০১৬বাংলাদেশভারত
14২০১৮UAEভারত
15২০২২UAEশ্রীলংকা

এশিয়া কাপ ক্রিকেট ইতিহাস

ক্রিকেটের ইতিহাসে এশিয়ার দলগুলির প্রভাব সবসময় রয়েছে। সেই কারণে ১৯৮৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিলের প্রধান উদ্দেশ্য ছিল এশিয়ার সমস্ত দলগুলির ক্রিকেটের উন্নতি ঘটানো। এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাট ও টি টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হয়ে থাকে প্রত্যেক ২ বছর অন্তর। প্রথম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় ১৯৮৪ সালে UAE তে। এখনো পর্যন্ত মোট ১৫ বার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ২০২৩ সালে ১৬ তম এশিয়া কাপ আয়োজন করা হবে পাকিস্তানে। এই টুর্নামেন্ট ভারত সবচেয়ে বেশি বার জয়ী হয়েছে, ৭ টি।

  • এশিয়া কাপ ক্রিকেটে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন- সনাত জয়সুরিয়া ১২২০ রান, (শ্রীলংকা)।
  • এশিয়া কাপ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মুত্তিয়া মুরলিধরন- ৩০ টি (শ্রীলংকা)।

এশিয়া কাপ ২০২৩ কবে শুরু হচ্ছে ?

২ সেপ্টেম্বর, ২০২৩

২০২৩ এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে ?

পাকিস্তান

কতগুলি দল অংশগ্রহণ করবে ২০২৩ সালের এশিয়া কাপে ?

৬ টি

এশিয়া কাপ ২০২৩ কোন ফরম্যাটে খেলা হবে ?

৫০ ওভার ফরম্যাট

Previous articleপ্যান কার্ড কিভাবে তৈরি করব, প্যান কার্ড করতে কি কি লাগে
Next articleবাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply