BSE Full Form in Bengali

BSE Full Form in Bengali: ভারতবর্ষে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করে থাকেন তারা অবশ্যই BSE কথাটি শুনে থাকবেন। কারণ এটি ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোম্পানি। BSE এর সম্পূর্ণ নাম হলো ‘বোম্বে স্টক এক্সচেঞ্জ’। এটি ভারত, এশিয়া ও বিশ্বের অন্যতম পুরনো স্টক এক্সচেঞ্জ কোম্পানি ১৮৭৫ সালে এই কোম্পানির সূচনা ঘটে। ভারতবর্ষে দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে NSE ও BSE, এই দুটি এক্সচেঞ্জ এর মাধ্যমে সাধারণ মানুষ যে কোন কোম্পানির শেয়ার কিনতে পারেন। বর্তমানে এই কোম্পানির প্রধান সদর দপ্তর মুম্বাইতে।

BSE Full Form in Bengali

BSE- বোম্বে স্টক এক্সচেঞ্জ (Bombay stock exchange)

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ কোম্পানিগুলির মধ্যে বোম্বে স্টক এক্সচেঞ্জ অন্যতম। ১৮৭৫ সালে এই কোম্পানির সূচনা করেন প্রেমচাঁদ রায়চাঁদ। এরপর ধীরে ধীরে কোম্পানিটি ভারতে বৃদ্ধি পেতে শুরু করে। ১৯৯০ সালে কোম্পানির প্রধান ইন্ডিকেট BSE SENSEX ১০০০ পয়েন্ট সম্পন্ন করে, ১৯৯২ সালে ২০০০ পয়েন্ট, ১৯৯৯ সালে ৫০০০ পয়েন্ট, ২০০০ সালে ৬০০০ পয়েন্ট, ২০০৫ সালে ৭০০০ পয়েন্ট, ২০০৬ সালে ১০,০০০ পয়েন্ট, ২০০৭ সালে ২০,০০০ পয়েন্ট, ২০১৫ সালে ৩০,০০০ পয়েন্ট ২০২০ সালে ৪৫,০০০ পয়েন্ট ২০২১ সালে ৬০,০০০ পয়েন্ট ইত্যাদি।

BSE এর প্রধান ইন্ডিকেটস

  • BSE SENSEX
  • BSE 500
  • S&P BSE SmallCap
  • S&P BSE MidCap
  • S&P BSE LargeCap

উপরের তালিকায় আপনারা বোম্বে স্টক এক্সচেঞ্জ এর প্রধান ইন্ডিকেটস গুলি দেখতে পাচ্ছেন যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো SENSEX যেখানে ভারতের সেরা ৬০ টি কোম্পানি যুক্ত রয়েছে। বর্তমানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা, ট্রেডিং করা ইত্যাদি এই এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে করা হয়ে থাকে। দেশ ও বিদেশের এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষনীয় বিষয়ের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

FAQ: BSE Full Form in Bengali

BSE এক্সচেঞ্জে কয়টি কোম্পানি যুক্ত রয়েছে?

৫২৬৪ টি কোম্পানি বর্তমানে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সাথে যুক্ত রয়েছে।

বোম্বে স্টক এক্সচেঞ্জ কবে স্থাপিত হয়?

১৮৭৫ সালে BSE অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয়।

মন্তব্য করুন