ভারতের জনসংখ্যা মুসলিম কত ২০২৩

ভারতের জনসংখ্যা মুসলিম কত ২০২৩: ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, ভারতের জনসংখ্যা ১৪২ কোটি। সংবিধান অনুসারে ভারত একটি সর্বধর্ম সমন্বয়ে ধর্মনিরপেক্ষ দেশ এবং সার্বভৌম রাষ্ট্র। গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে ভারতবর্ষের সরকার পরিচালিত হয়, ভারতে প্রশাসনিক প্রধান হলেন প্রধানমন্ত্রী। এছাড়া ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি রয়েছে। এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে যেখানে প্রধান সংখ্যাগরিষ্ঠ ধর্ম হলো হিন্দু ধর্ম। প্রায় ৮০% ভারতের জনগণ হিন্দু ধর্ম পালন করে, দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম ধর্ম প্রায় ১৪% মানুষ ভারতে ইসলাম ধর্ম পালন করে। এরপরে রয়েছে অন্যান্য ধর্ম যেমন খ্রিস্টান, শিখ, জৈন, বুদ্ধিস্ট ও অন্যান্য।

ভারত ধর্মনিরপেক্ষ দেশ হবার ফলে ভারতের কোন রাষ্ট্রীয় ধর্ম নেই কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হিন্দু হওয়ার কারণে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বলা হয়ে থাকে। মুসলিম জনসংখ্যায় ভারত পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ রাষ্ট্র, মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে ইন্দোনেশিয়াতে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্থান। বলা যেতেই পারে এশিয়া মহাদেশে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা বসবাস করে। এছাড়া ইসলাম ধর্ম হলো পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ ধর্ম খ্রিস্টান ধর্মের পরে, সারা পৃথিবীর প্রায় ২৫ শতাংশ মানুষ ইসলাম ধর্ম মতে বিশ্বাস করে। আজকের এই নিবন্ধে আমরা ভারতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩ সালে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

বিষয়ভারতে মুসলিম জনসংখ্যা কত
বিভাগজনসংখ্যা
সাল২০২৩
তথ্যসূত্রঅনলাইন
শেষ আপডেটআগস্ট, ২০২৩

ভারতের জনসংখ্যা মুসলিম কত ২০২৩

বর্তমানে ভারতের মোট মুসলিম জনসংখ্যা ২১ কোটি ৯৫ লক্ষ। ভারতের মোট জনসংখ্যার ১৪.২% মানুষ মুসলিম ধর্ম পালন করে থাকে। ভারতের মোট ২৮ টি রাজ্য রয়েছে যার মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মুসলিম ধর্মের মানুষ রয়েছে। এছাড়া শতাংশের বিচারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষা দ্বীপে ৯৬% মুসলিম জনসংখ্যা বসবাস করে। ২০১১ সালে ভারতের শেষবার সরকারিভাবে জনগণনা হয়েছিল যেখানে ১২১ কোটি জনসংখ্যার মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল ১৭ কোটি। ২০২৩ সালের যে তথ্য এখানে দেওয়া আছে সেগুলি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত।

ভারতে মুসলিম জনসংখ্যা ২০২৩

ভারতে মুসলিম জনসংখ্যা ২০২৩
দেশভারত
মোট জনসংখ্যা১৪২ কোটি
মুসলিম জনসংখ্যা২১ কোটি

ভারতে মুসলিম জনসংখ্যা ২০১১

দেশভারত
মোট জনসংখ্যা১২১ কোটি
মুসলিম জনসংখ্যা১৭.২ কোটি

ভারতে মুসলিম জনসংখ্যা রাজ্য অনুসারে

নংরাজ্যজনসংখ্যাশতাংশ
১.আসাম১ কোটি৩৪%
২.অরুণাচল প্রদেশ২৭ হাজার১.৯%
৩.অন্ধ্রপ্রদেশ৮০ লক্ষ ৮২ হাজার৯.৫%
৪.বিহার১ কোটি ৭৫ লক্ষ১৬%
৫.ছত্রিশগড়৫ লক্ষ ১৪ হাজার২%
৬.গোয়া১ লক্ষ ২১ হাজার৮.৩%
৭.গুজরাট৫৮ লক্ষ ৪৬ হাজার৯.৬%
৮.হিমাচল প্রদেশ১ লক্ষ ৪৯ হাজার২.১%
৯.হরিয়ানা১৭ লক্ষ ৮১ হাজার৭%
১০.ঝাড়খন্ড৪৭ লক্ষ ৯৩ হাজার১৪%
১১.কেরালা৮৮ লক্ষ২৬%
১২.কর্ণাটক৭৮ লক্ষ১৩%
১৩.মহারাষ্ট্র১ কোটি ২৯ লক্ষ১১%
১৪.মধ্যপ্রদেশ৪৭ লক্ষ ৭৪ হাজার৬.৫%
১৫.মেঘালয়১ লক্ষ ৩০ হাজার৪.৪%
১৬.মনিপুর২ লক্ষ ৩৯ হাজার৮.৪%
১৭.মিজোরাম১৪ হাজার১.৩%
১৮.নাগাল্যান্ড৪৮ হাজার২.৪%
১৯.উড়িষ্যা৯ লক্ষ ১১ হাজার২.১%
২০.পাঞ্জাব৫ লক্ষ ৩৫ হাজার২%
২১.রাজস্থান৬২ লক্ষ ১৫ হাজার৯%
২২.সিকিম১০ হাজার১.৬%
২৩.তেলেঙ্গানা৪৪ লক্ষ ৬১ হাজার১২%
২৪.তামিলনাড়ু৪২ লক্ষ ২৯ হাজার৫.৮%
২৫.ত্রিপুরা৩ লক্ষ ১৬ হাজার৮.৬%
২৬.উত্তরাখান্ড১৪ লক্ষ্য১৩%
২৭.উত্তর প্রদেশ৩ কোটি ৮৫ লক্ষ২০%
২৮.পশ্চিমবঙ্গ২ কোটি ৪৬ লক্ষ২৭%

ভারতে মুসলিম জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল অনুসারে

নংকেন্দ্রশাসিত অঞ্চলজনসংখ্যাশতাংশ
১.দিল্লি ২১ লক্ষ১২%
২.আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৩২ হাজার৮.৫%
৩.চণ্ডীগড়৫১ হাজার৪.৮%
৪.দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ৩২ হাজার১০%
৫.লাক্ষাদ্বীপ৬২ হাজার৯৬%
৬.পুদুচেরি৭৫ হাজার৬%
৭.জম্মু ও কাশ্মীর৮৫ লক্ষ৬৮%
৮.লাদাখ১ লক্ষ ২৭ হাজার৪৬%

ভারতের মুসলিম জনসংখ্যার ইতিহাস

১৯৪৭ সালের ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর প্রতি ১০ বছর অন্তর ভারতে জনগণনা হয়ে থাকে সেই তথ্যের উপর ভিত্তি করে ১৯৬১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের মুসলিম জনসংখ্যার ইতিহাস নিচের তালিকায় দেওয়া হলো,

সালজনসংখ্যাশতাংশ
১৯৬১৪ কোটি ৬৯ লক্ষ৩২.৫%
১৯৭১৬ কোটি ১৩ লক্ষ৩০.৯%
১৯৮১৮ কোটি ৩ লক্ষ৩০.৮%
১৯৯১১০ কোটি ৬৭ লক্ষ৩২.৯%
২০০১১৩ কোটি ৮২ লক্ষ২৯.৫%
২০১১১৭ কোটি ২২ লক্ষ২৪.৬%

আজকের এই নিবন্ধে আমরা ভারতে মুসলিম জনসংখ্যা সম্বন্ধে বিস্তারিত জানলাম। উপরের দেওয়া জনসংখ্যার সমস্ত তথ্য ইন্টারনেটে নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে সংগৃহীত। জনসংখ্যা সমন্ধিত বিভিন্ন নিবন্ধ আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। নিবন্ধটির সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভারত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষামূলক তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

প্রশ্ন উত্তর: ভারতের জনসংখ্যা মুসলিম কত

ভারতে হিন্দু কত পার্সেন্ট?

প্রায় ৮০ শতাংশ মানুষ ভারতে হিন্দু ধর্ম অবলম্বন করে, দ্বিতীয় স্থানে রয়েছে মুসলিম ধর্ম।

বিশ্বে মুসলিম সংখ্যা কত?

১.৮ বিলিয়ন মানুষ সারা বিশ্বে মুসলিম ধর্ম পালন করে এবং মুসলিম সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ ধর্ম।

ভারতে কোন ধর্মের জনসংখ্যা বেশি?

ভারতের হিন্দু ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি প্রায় ৮০% মানুষ ভারতে হিন্দু ধর্ম পালন করে।

ভারতে কোন ধর্ম দ্রুত বৃদ্ধি পায়?

ভারতের জনগণনার তথ্য অনুসারে ইসলাম ধর্ম সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে হিন্দু ধর্মের তুলনায়।

মন্তব্য করুন