ভারতের জনসংখ্যা মুসলিম কত ২০২৩: ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, ভারতের জনসংখ্যা ১৪২ কোটি। সংবিধান অনুসারে ভারত একটি সর্বধর্ম সমন্বয়ে ধর্মনিরপেক্ষ দেশ এবং সার্বভৌম রাষ্ট্র। গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে ভারতবর্ষের সরকার পরিচালিত হয়, ভারতে প্রশাসনিক প্রধান হলেন প্রধানমন্ত্রী। এছাড়া ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি রয়েছে। এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে যেখানে প্রধান সংখ্যাগরিষ্ঠ ধর্ম হলো হিন্দু ধর্ম। প্রায় ৮০% ভারতের জনগণ হিন্দু ধর্ম পালন করে, দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম ধর্ম প্রায় ১৪% মানুষ ভারতে ইসলাম ধর্ম পালন করে। এরপরে রয়েছে অন্যান্য ধর্ম যেমন খ্রিস্টান, শিখ, জৈন, বুদ্ধিস্ট ও অন্যান্য।
Table of Contents
ভারত ধর্মনিরপেক্ষ দেশ হবার ফলে ভারতের কোন রাষ্ট্রীয় ধর্ম নেই কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হিন্দু হওয়ার কারণে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বলা হয়ে থাকে। মুসলিম জনসংখ্যায় ভারত পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ রাষ্ট্র, মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে ইন্দোনেশিয়াতে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্থান। বলা যেতেই পারে এশিয়া মহাদেশে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা বসবাস করে। এছাড়া ইসলাম ধর্ম হলো পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ ধর্ম খ্রিস্টান ধর্মের পরে, সারা পৃথিবীর প্রায় ২৫ শতাংশ মানুষ ইসলাম ধর্ম মতে বিশ্বাস করে। আজকের এই নিবন্ধে আমরা ভারতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩ সালে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
বিষয় | ভারতে মুসলিম জনসংখ্যা কত |
বিভাগ | জনসংখ্যা |
সাল | ২০২৩ |
তথ্যসূত্র | অনলাইন |
শেষ আপডেট | আগস্ট, ২০২৩ |
ভারতের জনসংখ্যা মুসলিম কত ২০২৩
বর্তমানে ভারতের মোট মুসলিম জনসংখ্যা ২১ কোটি ৯৫ লক্ষ। ভারতের মোট জনসংখ্যার ১৪.২% মানুষ মুসলিম ধর্ম পালন করে থাকে। ভারতের মোট ২৮ টি রাজ্য রয়েছে যার মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মুসলিম ধর্মের মানুষ রয়েছে। এছাড়া শতাংশের বিচারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষা দ্বীপে ৯৬% মুসলিম জনসংখ্যা বসবাস করে। ২০১১ সালে ভারতের শেষবার সরকারিভাবে জনগণনা হয়েছিল যেখানে ১২১ কোটি জনসংখ্যার মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল ১৭ কোটি। ২০২৩ সালের যে তথ্য এখানে দেওয়া আছে সেগুলি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত।
ভারতে মুসলিম জনসংখ্যা ২০২৩

দেশ | ভারত |
মোট জনসংখ্যা | ১৪২ কোটি |
মুসলিম জনসংখ্যা | ২১ কোটি |
ভারতে মুসলিম জনসংখ্যা ২০১১
দেশ | ভারত |
মোট জনসংখ্যা | ১২১ কোটি |
মুসলিম জনসংখ্যা | ১৭.২ কোটি |
- Read More, পৃথিবীর জনসংখ্যা কত ২০২৩
- Read More, বাংলাদেশের জনসংখ্যা ২০২৩
ভারতে মুসলিম জনসংখ্যা রাজ্য অনুসারে
নং | রাজ্য | জনসংখ্যা | শতাংশ |
---|---|---|---|
১. | আসাম | ১ কোটি | ৩৪% |
২. | অরুণাচল প্রদেশ | ২৭ হাজার | ১.৯% |
৩. | অন্ধ্রপ্রদেশ | ৮০ লক্ষ ৮২ হাজার | ৯.৫% |
৪. | বিহার | ১ কোটি ৭৫ লক্ষ | ১৬% |
৫. | ছত্রিশগড় | ৫ লক্ষ ১৪ হাজার | ২% |
৬. | গোয়া | ১ লক্ষ ২১ হাজার | ৮.৩% |
৭. | গুজরাট | ৫৮ লক্ষ ৪৬ হাজার | ৯.৬% |
৮. | হিমাচল প্রদেশ | ১ লক্ষ ৪৯ হাজার | ২.১% |
৯. | হরিয়ানা | ১৭ লক্ষ ৮১ হাজার | ৭% |
১০. | ঝাড়খন্ড | ৪৭ লক্ষ ৯৩ হাজার | ১৪% |
১১. | কেরালা | ৮৮ লক্ষ | ২৬% |
১২. | কর্ণাটক | ৭৮ লক্ষ | ১৩% |
১৩. | মহারাষ্ট্র | ১ কোটি ২৯ লক্ষ | ১১% |
১৪. | মধ্যপ্রদেশ | ৪৭ লক্ষ ৭৪ হাজার | ৬.৫% |
১৫. | মেঘালয় | ১ লক্ষ ৩০ হাজার | ৪.৪% |
১৬. | মনিপুর | ২ লক্ষ ৩৯ হাজার | ৮.৪% |
১৭. | মিজোরাম | ১৪ হাজার | ১.৩% |
১৮. | নাগাল্যান্ড | ৪৮ হাজার | ২.৪% |
১৯. | উড়িষ্যা | ৯ লক্ষ ১১ হাজার | ২.১% |
২০. | পাঞ্জাব | ৫ লক্ষ ৩৫ হাজার | ২% |
২১. | রাজস্থান | ৬২ লক্ষ ১৫ হাজার | ৯% |
২২. | সিকিম | ১০ হাজার | ১.৬% |
২৩. | তেলেঙ্গানা | ৪৪ লক্ষ ৬১ হাজার | ১২% |
২৪. | তামিলনাড়ু | ৪২ লক্ষ ২৯ হাজার | ৫.৮% |
২৫. | ত্রিপুরা | ৩ লক্ষ ১৬ হাজার | ৮.৬% |
২৬. | উত্তরাখান্ড | ১৪ লক্ষ্য | ১৩% |
২৭. | উত্তর প্রদেশ | ৩ কোটি ৮৫ লক্ষ | ২০% |
২৮. | পশ্চিমবঙ্গ | ২ কোটি ৪৬ লক্ষ | ২৭% |
ভারতে মুসলিম জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল অনুসারে
নং | কেন্দ্রশাসিত অঞ্চল | জনসংখ্যা | শতাংশ |
---|---|---|---|
১. | দিল্লি | ২১ লক্ষ | ১২% |
২. | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩২ হাজার | ৮.৫% |
৩. | চণ্ডীগড় | ৫১ হাজার | ৪.৮% |
৪. | দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | ৩২ হাজার | ১০% |
৫. | লাক্ষাদ্বীপ | ৬২ হাজার | ৯৬% |
৬. | পুদুচেরি | ৭৫ হাজার | ৬% |
৭. | জম্মু ও কাশ্মীর | ৮৫ লক্ষ | ৬৮% |
৮. | লাদাখ | ১ লক্ষ ২৭ হাজার | ৪৬% |
- Read More, পৃথিবীতে মোট কয়টি দেশ আছে ২০২৩
- Read More, ভারতের জনসংখ্যা কত ২০২৩
ভারতের মুসলিম জনসংখ্যার ইতিহাস
১৯৪৭ সালের ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর প্রতি ১০ বছর অন্তর ভারতে জনগণনা হয়ে থাকে সেই তথ্যের উপর ভিত্তি করে ১৯৬১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের মুসলিম জনসংখ্যার ইতিহাস নিচের তালিকায় দেওয়া হলো,
সাল | জনসংখ্যা | শতাংশ |
---|---|---|
১৯৬১ | ৪ কোটি ৬৯ লক্ষ | ৩২.৫% |
১৯৭১ | ৬ কোটি ১৩ লক্ষ | ৩০.৯% |
১৯৮১ | ৮ কোটি ৩ লক্ষ | ৩০.৮% |
১৯৯১ | ১০ কোটি ৬৭ লক্ষ | ৩২.৯% |
২০০১ | ১৩ কোটি ৮২ লক্ষ | ২৯.৫% |
২০১১ | ১৭ কোটি ২২ লক্ষ | ২৪.৬% |
আজকের এই নিবন্ধে আমরা ভারতে মুসলিম জনসংখ্যা সম্বন্ধে বিস্তারিত জানলাম। উপরের দেওয়া জনসংখ্যার সমস্ত তথ্য ইন্টারনেটে নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে সংগৃহীত। জনসংখ্যা সমন্ধিত বিভিন্ন নিবন্ধ আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। নিবন্ধটির সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভারত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষামূলক তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।
প্রশ্ন উত্তর: ভারতের জনসংখ্যা মুসলিম কত
ভারতে হিন্দু কত পার্সেন্ট?
প্রায় ৮০ শতাংশ মানুষ ভারতে হিন্দু ধর্ম অবলম্বন করে, দ্বিতীয় স্থানে রয়েছে মুসলিম ধর্ম।
বিশ্বে মুসলিম সংখ্যা কত?
১.৮ বিলিয়ন মানুষ সারা বিশ্বে মুসলিম ধর্ম পালন করে এবং মুসলিম সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ ধর্ম।
ভারতে কোন ধর্মের জনসংখ্যা বেশি?
ভারতের হিন্দু ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি প্রায় ৮০% মানুষ ভারতে হিন্দু ধর্ম পালন করে।
ভারতে কোন ধর্ম দ্রুত বৃদ্ধি পায়?
ভারতের জনগণনার তথ্য অনুসারে ইসলাম ধর্ম সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে হিন্দু ধর্মের তুলনায়।