ভারতের মোট কয়টি রাজ্য আছে ও কি কি

ভারতের মোট কয়টি রাজ্য আছে ও কি কি

ভারতের মোট কয়টি রাজ্য আছে: এশিয়া মহাদেশের সবচেয়ে জনবহুল রাষ্ট্র হল ভারত। ১৪২ কোটি জনসংখ্যা বিশিষ্ট ভারত বর্ষ বর্তমানে বিশ্বের এক নম্বর জনবহুল দেশ। এছাড়া আয়তনের বিচারে সারা পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত। ভারতবর্ষের তিন দিক সমুদ্র দ্বারা ঘেরা রয়েছে, পূর্বে বাংলাদেশ, উত্তরে চীন, নেপাল, ভুটান ও উত্তর-পশ্চিমে পাকিস্তান সীমানা দ্বারা গঠিত। ভারতের মোট আয়তন ৩,২৮৭,৫৯০ বর্গ কিলোমিটার। ভারতবর্ষে মোট ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত প্রদেশ রয়েছে। ভারতের প্রত্যেকটি রাজ্যের নিজস্ব রাজ্য সরকার রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলি ভারতের কেন্দ্রীয় সরকার পরিচালনা করে।

বিভাগজেনারেল নলেজ
বিষয়ভারতের মোট কয়টি রাজ্য আছে
দেশভারত
সাল২০২৩

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বিভিন্ন সময়ে আমরা পরিবর্তন হতে দেখেছি। সেই কারণে পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের জন্য এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই নিবন্ধে ভারতের মোট কয়টি রাজ্য আছে ও কি কি বিষয়টি বিস্তারিত আলোচনা করব। যে সমস্ত পরীক্ষার্থী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের এই বিষয়গুলি জানা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এই সহজ উত্তর গুলোই পরীক্ষার হলে আপনাদের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে।

ভারতের মোট কয়টি রাজ্য আছে ও কি কি

ভারত মোট ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত প্রদেশ নিয়ে গঠিত। ভারতের এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম নিচের তালিকাতে দেওয়া হল,

ভারতের মোট কয়টি রাজ্য আছে ও কি কি

ভারতের ২৮ টি রাজ্য

নংরাজ্য
১.আসাম
২.অরুণাচল প্রদেশ
৩.অন্ধ্রপ্রদেশ
৪.বিহার
৫.ছত্রিশগড়
৬.গোয়া
৭.গুজরাট
৮.হিমাচল প্রদেশ
৯.হরিয়ানা
১০.ঝাড়খন্ড
১১.কেরালা
১২.কর্ণাটক
১৩.মহারাষ্ট্র
১৪.মধ্যপ্রদেশ
১৫.মেঘালয়
১৬.মনিপুর
১৭.মিজোরাম
১৮.নাগাল্যান্ড
১৯.উড়িষ্যা
২০.পাঞ্জাব
২১.রাজস্থান
২২.সিকিম
২৩.তেলেঙ্গানা
২৪.তামিলনাড়ু
২৫.ত্রিপুরা
২৬.উত্তরাখান্ড
২৭.উত্তর প্রদেশ
২৮.পশ্চিমবঙ্গ

ভারতের ৮ টি কেন্দ্রশাসিত প্রদেশ

নংকেন্দ্রশাসিত অঞ্চল
১.দিল্লি
২.চন্ডিগড়
৩.আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
৪.দাদরা ও নগর হাভেলি
৫.লাক্ষাদ্বীপ
৬.পুদুচেরি
৭.জম্মু ও কাশ্মীর
৮.লাদাখ

ভারতের সবচেয়ে বড় রাজ্য

ভারতের সবচেয়ে বড় রাজ্য হল রাজস্থান আয়তন অনুসারে। রাজস্থানের মোট আয়তন হল ৩৪২,২৩৯ বর্গ কিলোমিটার। রাজস্থান রাজ্যের অধিকাংশ অঞ্চল থর মরুভূমির অন্তর্গত। রাজস্থানের মোট জনসংখ্যা ৭৯,৫০২,৪৭৭, যার ফলে রাজস্থান ভারতের সপ্তম জনবহুল রাজ্যের পরিণত হয়েছে। রাজস্থানের পরে দ্বিতীয় সবচেয়ে বড় রাজ্য হল মধ্যপ্রদেশ। ভারতের সবচেয়ে বড় রাজ্য সম্বন্ধে বিশদে জানতে, আরো পড়ুন

ভারতের সবচেয়ে ছোট রাজ্য

গোয়া হল ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট রাজ্য। এই রাজ্যের মোট আয়তন হলো ৩৭০২ বর্গ কিলোমিটার। ১৯৮৭ সালে গোয়া ভারতের একটি রাজ্যের মর্যাদা পায়, এর সঙ্গেই ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য রূপে গোয়া প্রকাশ পায়। গোয়া রাজ্যের মোট জনসংখ্যা ১৫ লক্ষ। এই রাজ্যটি ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র রূপে প্রকাশ পেয়েছে। গোয়ার সমুদ্র সৈকত দেশ ও বিদেশী যাত্রীদের জন্য অত্যন্ত আকর্ষণের। ভারতের ছোট রাজ্য সম্বন্ধে বিশদে জানার জন্য, আরো পড়ুন

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য

উত্তর প্রদেশ হলো ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য, এই রাজ্যের মোট জনসংখ্যা ২৫ কোটি। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এবং উত্তর প্রদেশ ভারতের উত্তরে নেপাল সীমান্ত বরাবর অবস্থিত। আয়তন বিচারে উত্তর প্রদেশ ভারতের চতুর্থ বড় রাজ্য। এই বিপুল জনসংখ্যার অধিকাংশ জনগণ হিন্দু ধর্ম অবলম্বন করে।

ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য

সিকিম হল ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য, ঠিক আছে মোট জনসংখ্যা ৬১০,৫৭৭। জনসংখ্যার বিচারে ভারতের ২৮ তম রাজ্য হল সিকিম এছাড়া সিকিমের মোট আয়তন ৭০৯৬ বর্গ কিলোমিটার। আয়তন অনুসারে সিকিম ভারতের ২৭ তম রাজ্য। সিকিমের রাজধানী শহর হল গ্যাংটক, জেটি ভারতের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। ভারতের উত্তর পূর্ব দিকে সিকিম রাজ্য অবস্থিত চীনের সীমান্ত সংলগ্ন।

ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত প্রদেশ

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। ৮,২৫০ বর্গমিটার অঞ্চল জুড়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে ছড়িয়ে রয়েছে। এটি একটি দ্বীপপুঞ্জ অর্থাৎ অনেকগুলি দ্বীপ একসঙ্গে আন্দামান তৈরি হয়েছে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের আনুমানিক জনসংখ্যা প্রায় চার লক্ষ।

ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত প্রদেশ

লাক্ষাদ্বীপ হলো ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল প্রায় ৩৬ টি দ্বীপ সহ এই লাক্ষাদ্বীপ গঠিত। এই কেন্দ্রশাসিত অঞ্চলের মোট আয়তন ৩২ বড় কিলোমিটার। লাক্ষাদ্বীপে প্রায় ৬৬ হাজার মানুষ বসবাস করে। ভারতের একদম পশ্চিম প্রান্তে আরব সাগরে লাক্ষাদ্বীপ অবস্থিত। প্রত্যেক বছর প্রচুর পর্যটক এই অঞ্চলে ভ্রমণ করতে আসেন।

আজকে আমরা ভারতের মোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে বিস্তারিত জানলাম। ভারতের সবচেয়ে বড় রাজ্য, ছোট রাজ্য, মোট আয়তন, জনসংখ্যা ও অন্যান্য বিষয় উপরের নিবন্ধে দেওয়া আছে। এই ধরনের শিক্ষামূলক, জেনারেল নলেজের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম, ইউটিউব, শেয়ারচ্যাট ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

প্রশ্নোত্তর পর্ব: ভারতের মোট কয়টি রাজ্য আছে

২০২৩ সালে ভারতের মোট রাজ্যের সংখ্যা কয়টি?

বর্তমানে ভারতের ২৮ টি রাজ্য রয়েছে, যে রাজ্যগুলিতে নির্দিষ্ট নির্বাচিত রাজ্য সরকার রয়েছে।

২০২৩ সালে ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি?

৮ টি মোট কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতে যেগুলি ভারতের কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে।

ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি?

রাজস্থান হল বর্তমানে ভারতের সবচেয়ে বড় রাজ্য, এই রাজ্যের মোট আয়তন ৩৪২,২৩৯ বর্গ কিলোমিটার।

ভারতের সবচেয়ে ছোট রাজ্যের নাম কি?

গোয়া হল ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট রাজ্য, রাজ্যের মোট আয়তন হলো ৩৭০২ বর্গ কিলোমিটার।

২৮ টি রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি?

উত্তর প্রদেশ হলো ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এই রাজ্যের জনসংখ্যা প্রায় ২৫ কোটি।

২৮ টি রাজ্যের মধ্যে সবচেয়ে জনবিরল রাজ্য কোনটি?

সিকিম হল ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য এই রাজ্যের মোট জনসংখ্যা প্রায় ৬ লক্ষ।

Previous articleভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্যের নাম কি
Next articleএশিয়া মহাদেশে কয়টি দেশ আছে ও কি কি ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply