বিশ্বের সেরা 10 টি ওয়েবসাইট: ডিজিটাল বা অনলাইন আজকের যুগে শুধুমাত্র মানুষের বিনোদনের জায়গা নয় অর্থনৈতিকভাবে অনলাইন মানুষকে নতুন রাস্তা দেখিয়েছে। অনলাইনে কাজকর্ম করে বহু মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে, সেটা একটি সাইবার ক্যাফে হতে পারে, ইউটিউবার, ওয়েবসাইট তৈরি, ফ্রিল্যান্সিং, অনলাইলে জিনিসপত্র বিক্রি করা ইত্যাদি। ইউটিউব জনপ্রিয় হওয়ার পূর্বে আমরা বেশিরভাগ মানুষ google-এ ওয়েবসাইট গুলিতে নিজেদের সমস্যার সমাধান খুজতাম এবং বর্তমান সময়েও তা করে আসছি। সেই কারণে আজকে আমরা গুগলে সবচেয়ে বেশি দর্শক সংখ্যার বিচারে বিশ্বের সেরা 10 টি ওয়েবসাইট সম্পর্কে আমরা জেনে নেব।
এই ওয়েবসাইট গুলির মধ্যে অবশ্যই বেশ কিছু ওয়েবসাইটের নাম আপনারা অবশ্যই জেনে থাকবেন যেরকম গুগল, ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদি। নিচের তালিকায় পৃথিবীর সেরা 10 টি ওয়েবসাইট এর নাম, Rank, তাদের প্রতি মাসে দশক সংখ্যা, কবে তৈরি হয়েছে, CEO কে ইত্যাদি বিষয় বিস্তারিত দেখে নেব। এগুলি প্রত্যেকটি জনপ্রিয় ওয়েবসাইট এবং আমরা সবসময় ব্যবহার করে থাকি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 10 টি ওয়েবসাইট এর তালিকা নিচে দেওয়া হল,
পৃথিবীর সেরা 10 টি ওয়েবসাইট

বিশ্বের সেরা 10 টি ওয়েবসাইট
Rank | ওয়েবসাইট | দেশ | প্রতিমাসে ভিউ |
---|---|---|---|
1. | google.com | আমেরিকা | 84 বিলিয়ন |
2. | youtube.com | আমেরিকা | 32 বিলিয়ন |
3. | facebook.com | আমেরিকা | 16 বিলিয়ন |
4. | instagram.com | আমেরিকা | 6.5 বিলিয়ন |
5. | twitter.com | আমেরিকা | 6.5 বিলিয়ন |
6. | baidu.com | চীন | 5.1 বিলিয়ন |
7. | wikipedia.org | আমেরিকা | 4.4 বিলিয়ন |
8. | yahoo.com | আমেরিকা | 3.3 বিলিয়ন |
9. | yandex.ru | রাশিয়া | 3.3 বিলিয়ন |
10. | whatsapp.com | আমেরিকা | 2.9 বিলিয়ন |
- Read More, বিশ্বের সেরা ৫০ ইউটিউব চ্যানেল ২০২৩
- Read More, বিশ্বের সেরা ১০০ ধনী ব্যক্তি ২০২৩
- Read More, বিশ্বের সেরা ১০ ইনস্টাগ্রাম ফলোয়ার তালিকা
১. গুগল (Google)
- বিভাগ- সার্চ ইঞ্জিন
- CEO- সুন্দর পিচাই
- স্থাপিত- ১৯৯৭
- প্রধান কোম্পানি- গুগল
বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানি গুগল ১৯৯৭ সালে প্রথম লঞ্চ হয়। বর্তমান সময়ে ইন্টারনেট বা অনলাইন সম্পূর্ণ গুগল এর উপর নির্ভরশীল। এটি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন যেখানে লক্ষ লক্ষ ওয়েবসাইট যুক্ত রয়েছে বর্তমান সময়ে আপনার প্রায় সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম গুগল। সারা বিশ্বের প্রায় ১৪৯ টি ভাষায় উপলব্ধ রয়েছে গুগল।
২. ইউটিউব (YouTube)
- বিভাগ- ভিডিও প্ল্যাটফর্ম
- CEO- নীলমোহন
- স্থাপিত- ২০০৫
- প্রধান কোম্পানি- গুগল
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম হল ইউটিউব বর্তমানে ইউটিউব বিশ্বের জনপ্রিয় একটি বিনোদনের জায়গা, এছাড়া ব্যবসা-বাণিজ্য পড়াশোনা থেকে বিভিন্ন বিষয় ইউটিউবে উপলব্ধ রয়েছে। Youtube শুধুমাত্র একটি বিনোদনের জায়গা নয় বর্তমানে সারা পৃথিবীর বিভিন্ন ক্রিয়েটর এখানে ভিডিও আপলোড করে আয় করে থাকেন। এটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট দর্শকদের বিচারে।
৩. ফেসবুক (Facebook)
- বিভাগ- সোশ্যাল মিডিয়া
- CEO- মার্ক জুকারবার্গ
- স্থাপিত- ২০০৪
- প্রধান কোম্পানি- মেটা
বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ ওয়েবসাইট হলো ফেসবুক, এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইউটিউবের মতো ফেসবুক বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এবং প্রত্যেক স্মার্টফোনে উপলব্ধ হয়েছে। মোট ১১২ টি ভাষায় আপনি ফেসবুককে ব্যবহার করতে পারবেন। ব্যক্তিগত কথোপকথন ছাড়াও বর্তমানে ভিডিও, রিল ভিডিও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুকে। অনলাইন ক্রিয়েটরদের ফেসবুক হল অন্যতম একটি আয়ের উৎস।
৪. ইনস্টাগ্রাম (Instagram)
- বিভাগ- সোশ্যাল মিডিয়া
- CEO- অ্যাডাম মোসেরি
- স্থাপিত- ২০১০
- প্রধান কোম্পানি- মেটা
২০১০ সালে লঞ্চ হওয়া ইনস্টাগ্রাম বর্তমান সময়ে ফেসবুকের পরে চতুর্থ জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে প্রধানত ছবি দেওয়া হয়ে থাকে এছাড়া রিল ভিডিও ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয়। সারা বিশ্বের বিভিন্ন ভাষাতে instagram উপলব্ধ রয়েছে।
৫. টুইটার (Twitter)
- বিভাগ- সোশ্যাল নেটওয়ার্ক
- CEO- লিন্ডা ইয়াচারিনো
- স্থাপিত- ২০০৬
- প্রধান কোম্পানি- X কর্পোরেশন
বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম ওয়েবসাইট হল টুইটার, এটি একটি সোশাল নেটওয়ার্ক ওয়েবসাইট। প্রধানত সংক্ষিপ্ত মেসেজ এর মাধ্যমে মানুষ এখানে নিজেদের অভিমত প্রকাশ করে। রাজনৈতিক নেতা, বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা টুইটার ব্যবহার করে থাকে এবং প্রয়োজনে নিজেদের গুরুত্বপূর্ণ বার্তা দর্শকদের উদ্দেশ্যে দিয়ে থাকে।
৬. বাইডু (Baidu)
- বিভাগ- সার্চ ইঞ্জিন
- CEO- রবিন লি
- স্থাপিত- ২০০০
- প্রধান কোম্পানি- বাইডু
গুগলের মত বাইডু একটি সার্চ ইঞ্জিন ও ইন্টারনেট সংস্থা। সারা বিশ্বে এটি তার সার্ভিস দিয়ে থাকলেও শুধুমাত্র চীনে এই কোম্পানি সবচেয়ে বেশি সক্রিয়। কারণ চীনের প্রধান অনলাইন সার্চ ইঞ্জিন হলো বাইডু, এখানে গুগল এর সার্চ ইঞ্জিন উপলব্ধ নেই।
৭.উইকিপিডিয়া (Wikipedia)
- বিভাগ- অনলাইন বিশ্বকোষ
- CEO- ক্যাথরিন মাহের
- স্থাপিত- ২০০১
- প্রধান কোম্পানি- উইকিমিডিয়া ফাউন্ডেশন
উইকিপিডিয়ার নাম আমরা সবাই শুনেছি এবং একবার হলেও এই ওয়েবসাইটের প্রবেশ করেছি কারণ এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জ্ঞান ভান্ডার। ইতিহাস থেকে শুরু করে বিজ্ঞান বর্তমান যুগের সমস্ত বিষয়ের সব ধরনের তথ্য এখানে আপনি পেয়ে যাবেন বিশদে। এই ওয়েবসাইটে প্রায় ১১ কোটি রেজিস্টার ব্যবহারকারী রয়েছে এবং প্রায় ৩ লক্ষ এডিটর রয়েছে।
৮. ইয়াহু (Yahoo)
- বিভাগ- অনলাইন সার্ভিস
- CEO- জিম লঞ্জনে
- স্থাপিত- ১৯৯৪
- প্রধান কোম্পানি- ইয়াহু
ইয়াহু একটি অনলাইন ওয়েবসাইট এবং সার্ভিস প্রদান করে থাকে। ইয়াহুর ইমেইল সার্ভিস রয়েছে, এছাড়া গুরুত্বপূর্ণ নিবন্ধ এখান থেকে প্রকাশিত করা হয়ে থাকে। এছাড়া ইয়াহু এক প্রকার একটি সার্চ ইঞ্জিন বলা যেতে পারে এখানে আপনি ইয়াহু মেইল, ইয়াহু নিউজ, ইয়াহু স্পোর্টস এর সার্ভিস উপলব্ধ করতে পারবেন।
৯. Yandex.ru
- বিভাগ- সার্চ ইঞ্জিন
- CEO-
- স্থাপিত- ১৯৯৭
- প্রধান কোম্পানি- Yandex
উপরে আমরা চীনের সার্চ ইঞ্জিন বাইডু কোম্পানি সম্বন্ধে বিস্তারিত জেনেছি এবার যে সার্চ ইঞ্জিন নিয়ে আলোচনা করব সেটি রাশিয়ার সার্জ ইঞ্জিন Yandex। এই সার্চ ইঞ্জিনটি বিভিন্ন সময়ে পৃথিবীর সেরা 10 টি ওয়েবসাইট এরমধ্যে আসতে দেখা গেছে। ইন্টারনেট, সার্চ ইঞ্জিন, ম্যাপ ইত্যাদি অনলাইন সার্ভিস এই কোম্পানিটি দিয়ে থাকে।
১০. হোয়াটসঅ্যাপ (WhatsApp)
- বিভাগ- সোশ্যাল মিডিয়া
- CEO- উইল ক্যাথকার্ট
- স্থাপিত- ২০০৯
- প্রধান কোম্পানি- মেটা
বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ প্রত্যেক স্মার্ট ফোন ব্যবহারকারীর মোবাইলে উপলব্ধ রয়েছে ব্যক্তিগত বার্তালাপের জন্য হোয়াটসঅ্যাপ অত্যন্ত জনপ্রিয়। এছাড়া এই প্লাটফর্মের মাধ্যমে আপনি ভিডিও কল ও ফোনের সুবিধা পেয়ে থাকেন একদম বিনামূল্যে।
এই ধরনের অনলাইন টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নিবন্ধের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।
- Read More, পৃথিবীতে মোট কয়টি দেশ আছে ২০২৩
- Read More, আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ ২০২৩
Q&A: পৃথিবীর সেরা 10 টি ওয়েবসাইট
ভারতের সবচেয়ে বেশি গুগলে কি সার্চ করা হয়?
ইউটিউব এবং আমাজনের ওয়েবসাইট ভারতে সবচেয়ে বেশি সার্চ করা হয় গুগলে।
ইউটিউবে সবচেয়ে বেশি কি সার্চ করা হয়?
Minecraft, Senorita, Allen Walker ইত্যাদি কিওয়ার্ড সবচেয়ে বেশি youtube এ সার্চ করা হয়ে থাকে সারা বিশ্বে।
ভারতে সবচেয়ে বেশি কোন অভিনেত্রীকে গুগলে সার্চ করা হয়েছে?
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কে ভারত তথা এশিয়াতে সবচেয়ে বেশি গুগলে সার্চ করা হয়েছে।