সেরা 10 টি ভারতীয় গেমিং চ্যানেল, ভারতীয় গেমিং ইউটিউব চ্যানেল: বিশ্বে অন্যান্য সকল দেশের মত ভারতবর্ষেও ভিডিও গেম প্রচুর জনপ্রিয়। ছোট থেকে বড় সবাই পছন্দ করে ভিডিও গেম। তবে শুধু খেলা নয় তার সঙ্গে সঙ্গে ভারতের রয়েছে অনেক ইউটিউব গেমিং চ্যানেলও। যেখানে খেলা প্রেমি দক্ষ খেলোয়াড়রা ভিডিও গেম খেলার ভিডিও শেয়ার করে থাকেন। প্রত্যেক বছরের নতুন নতুন খেলোয়াড় বেশ জনপ্রিয়তা লাভ করেছে তাদের গেমিং চ্যানেল এর সাথে। ২০২৩ সালের শেষে এই বছরের শীর্ষ দশটি ভারতীয় গেমিং চ্যানেল এর বিষয়ে আলোচনা করা হল।
সেরা 10 টি ভারতীয় গেমিং চ্যানেল, ভারতীয় গেমিং ইউটিউব চ্যানেল
10.হিন্দুস্তান গেমার ( Hindustan Gamer)– 3.98 million
শীর্ষ তালিকায় ১০ নম্বর স্থানে যে গেমিং চ্যানেল টি রয়েছে সেটির নাম হল হিন্দুস্তান গেমার ( Hindustan Gamer)। চ্যানেলটি প্রথম শুরু করা হয়েছিল ২০১৫ সালের অক্টোবর মাসে। চ্যানেলটিতে ৬৮৪ এর বেশি ভিডিও শেয়ার করা হয়েছে। তিনি তার চ্যানেলটিতে নানা রকমের গেম খেলে থাকেন। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইব এর পরিমাণ ৩.৯৮ মিলিয়ন।
9.রণ গেমিং (Ron Gaming)- 4.52 million
এই তালিকার ৯ নম্বর স্থানে যে চ্যানেলটি রয়েছে সেটি হল রণ গেমিং (Ron Gaming)। এই চ্যানেলটিতে ১৭০০ এরও বেশী ভিডিও শেয়ার করা হয়েছে। ২০১৬ সালের জুলাই মাসে চ্যানেলটি শুরু করা হয়। বর্তমানে চ্যানেলটিতে ৪.৫২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে।
8.মর্টাল (Mortal)- 6.98 million
এই তালিকায় ৮ নম্বর স্থানে যে চ্যানেলটি রয়েছে তার নাম হলো মর্টাল (Mortal)। ১৬০০ এরও বেশী ভিডিও চ্যানেলটিতে শেয়ার করা হয়েছে। নানা রকম গেম এর ভিডিও চ্যানেলটিতে দেখা যায়। পূর্বে মূলত পাবজি খেললেও বর্তমানে অ্যামঙ আস্ এর মত গেম খেলে থাকেন। চ্যানেলটিতে বর্তমানে ৬.৯৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে।
- বিশ্বের সেরা ৫০ ইউটিউব চ্যানেল ২০২৩
- বিশ্বের এক নম্বর ইউটিউবার কে 2023
- পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার কে ২০২৩
- ২০২৩ শীর্ষ স্থানীয় ১০ জন মহিলা ইউটিউবার
7.ডায়নামো গেমিং (Dynamo Gaming)- 10 million
৭ নাম্বার স্থানে রয়েছে ডায়নামো গেমিং (Dynamo Gaming)। এটি বেশ খ্যাতনামা গেমিং চ্যানেল প্রথমদিকে পাবজি গেম খেলে থাকলেও বর্তমানে ডায়নামো ফ্রী ফায়ার এবং অ্যামঙ আস্ এর মত গেম খেলে থাকেন। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবের সংখ্যা হল ১০ মিলিয়ন।
6.ক্যারিজ লাইভ ( Cary’s live)- 11.6 million
শীর্ষ তালিকায় ৬ নম্বর স্থানে রয়েছে ক্যারিজ লাইভ (Cary’s live)।নামের চ্যানেলটি। অজয় নগরের এটি দ্বিতীয় চ্যানেল। তার প্রথম চ্যানেলটি হলো ক্যারিমিনাটি। সেখানে তিনি রোস্টিং ভিডিও বানিয়ে থাকেন। বর্তমানে ভারতীয় ইউটিউবারদের মধ্যে তিনি সবচেয়ে জনপ্রিয় একটি নাম। চ্যানেলে তিনি নানা রকম গেম খেলেন। বর্তমানে তার চ্যানেলে ৯৪৭ এর বেশি ভিডিও রয়েছে। আর তার সাবস্ক্রাইবারের সংখ্যা হল ১১.৬ মিলিয়ন।
5.টু সাইড গেমার (Two side gamer)- 11.8 million
রপর ৫ নম্বরে যে চ্যানেলটির কথা বলা যায় সেটি হল টু সাইড গেমার (Two side gamer)। এই চ্যানেলটিতে দুজন একসাথে ফ্রী ফায়ার লাইভ খেলে থাকেন। চ্যানেলটিতে ১৮০০ এর বেশি ভিডিও রয়েছে। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবারের পরিমাণ ১১.৮ মিলিয়ন।
4.দেশি গেমার (Desi Gamer)- 13.4 million
এই তালিকার ৪ স্থানে যে চ্যানেলটি রয়েছে সেটি হল দেশি গেমার (Desi Gamer)। মূলত চ্যানেলটিতে ফ্রি ফায়ার গেম এর ভিডিও শেয়ার করা হয়। ২০১৫ সালে চ্যানেলটি প্রথম শুরু করা হয়। ১৩০০ এর বেশি ভিডিও রয়েছে চ্যানেলটিতে। বর্তমানের সাবস্ক্রাইবারের পরিমান দশমিক ১৩.৪ মিলিয়ন।
3.জ্ঞান গেমিং (Gyan Gaming)- 14.5 million
তালিকার ৩ নম্বর স্থানে যে চ্যানেলটি রয়েছে সেটি হল জ্ঞান গেমিং (Gyan Gaming)। চ্যানেল টি ২০১৭ সালে শুরু করা হয়। ২৭০০ এর বেশি ভিডিও রয়েছে চ্যানেলটিতে। মূলত ফ্রি ফায়ারের ভিডিও শেয়ার করা হয়। বর্তমানে এই চ্যানেলটির সাবস্ক্রাইবারের পরিমাণ হল ১৪.৫ মিলিয়ন।
2.টেকনো গেমারস( Techno Gamerz)- 31.4 million
এই শীর্ষ গেমিং চ্যানেল এর তালিকায় দুই নম্বর স্থানে যে চ্যানেলটি রয়েছে সেটি হল টেকনো গেমারস (Techno Gamerz)। নানা রকমের গেম খেলে থাকে টেকনো গেমার। চ্যানেলটির গেমিং ভিডিওগুলি বেশ জনপ্রিয়তা অর্জন করছে। বর্তমানে এর সাবস্ক্রাইবারের সংখ্যা ৩১.৪ মিলিয়ন।
1.টোটাল গেমিং (Total Gaming)- 34.4 million
আর সব শেষে এক নম্বর স্থানে যে চ্যানেলটির কথা বলা যায় সেটি হল টোটাল গেমিং (Total Gaming)। চ্যানেলটিতে মূলত ফ্রী ফায়ার খেলা হয়। এটি ফ্রী ফায়ার এর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হওয়ার সাথে সাথে বর্তমানে ভারতীয় গেমিং ইউটিউব চ্যানেল গুলির মধ্যে প্রথম স্থানাধিকারী। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবারের পরিমান ৩৪.৪ মিলিয়ন।
[…] […]
[…] […]