পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন করার পদ্ধতি

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন করার পদ্ধতি– পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ডিজিটাল রেশন কার্ড সংশোধন যেমন নাম, ঠিকানা বা যে কোন তথ্য সংশোধন করা যেতে পারে। ভুল সংশোধনের আবেদন করা যাবে বিনামূল্যে। ডিজিটাল রেশন কার্ড আবেদনের পর যদি দেখতে পান আপনার বা আপনার পরিবারের সদস্যের কারোর ডিজিটাল রেশন কার্ডে ভুল ত্রুটি আছে সে ক্ষেত্রে একটি বিনামূল্যের অনলাইন পদ্ধতি অনুসরণ করে ডিজিটাল রেশন কার্ডের ভুল ত্রুটি যেমন নাম বা ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন করার পদ্ধতি খুবই সহজ এবং সল্প সময়ের মধ্যেই ও বিনামূল্যে করা সম্ভব। নিম্নলিখিত পদ্ধতি গুলো অনুসরণের মাধ্যমে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন করা যাবে। নতুন ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন জানার জন্যে এই নিবন্ধটি পড়ুন।

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন করার পদ্ধতি

পশ্চিমবঙ্গ রেশন কার্ড সংশোধন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

ডিজিটাল রেশন কার্ড সংশোধন: অফিসিয়াল ওয়েবসইটে যান

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন করার পদ্ধতি
  • পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে যান https://www.food.wb.gov.in/
  • স্ক্রীনের বাঁদিকে থাকা ‘Ration Card’ অপশনে ক্লিক করুন।
  • এরপর ‘Apply Online’ অপশনটি বেছে নিন।
  • এরপর বিভিন্ন অপশনের মধ্যে থেকে ‘Apply For Correction In The Existing Ration Card Form 5’ অপশনটি বেছে নিন।

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন করার পদ্ধতি

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন: অফিসিয়াল ওয়েবসইটে log In করুন

  • ফর্মটি বেছে নেওয়ার পর আপনার সামনে একটি log In পেজ খুলবে।
  • Log In পেজে আপনার রেজিস্টার মোবাইল নম্বর দিন এবং ‘Get OTP’ অপশনে ক্লিক করুন।
  • OTP প্রদানের পর ‘Proceed’ অপশনে ক্লিক করুন।
  • (বি: দ্র: আপনার মোবাইল নম্বরের সঙ্গে অবশ্যই রেশন কার্ড এবং আধার কার্ড লিংক থাকতে হবে)
  • প্রথমবার login-এর ক্ষেত্রে আপনাকে রেশন কার্ডের বিবরণ দিতে হবে। বিবরণ প্রদানের পর আপনার পরিবারের সকল সদস্যের নাম স্ক্রীনে দেখতে পারবেন।
  • (বি: দ্র: অনলাইন আবেদনের ক্ষেত্রে আধার কার্ড ও রেশন কার্ড লিংক থাকতে হবে)।
পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন করার পদ্ধতি, পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন: ৫ নম্বর ফর্ম পূরণ

  • পেজ খোলার পর স্ক্রীনের নিচের দিকে যান।
  • ‘Apply For From 5’ অপশনের নিচে থাকা ‘Apply Now’ অপশনের ক্লিক করুন।
  • নতুন একটি পেজ খুলবে আপনার সামনে। ওই পেজে নিজের অথবা নিজের পরিবারের সদস্যের যার রেশন কার্ডে ভুল রয়েছে (নাম, ঠিকানা অথবা যেকোনো) সেই ভুল সংশোধন করে নিতে পারবেন।
  • যেখানে তথ্যের কোনো ভুল নেই সেখানে কোনো বিবরণ দেওয়ার প্রয়োজন নেই।
  • সমস্ত তথ্য প্রদানের পর স্ক্রীনের নিচে ‘Next’ অপশনটি বেছে নিতে হবে।

আরো পড়ুন,

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন: ফর্ম সাবমিট

  • আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, এই পেজে আপনার সংশোধিত তথ্য গুলো যাচাই করতে পারবেন।
  • তথ্য যাচাই করার পর ‘Check Box’-এ ক্লিক করুন।
  • এরপর ‘Proceed’ অপশনটি বেছে নিন।
  • এরপর আরো একটি ‘Check Box’ আসবে আপনার সামনে, সেটিতে ক্লিক করে ‘Get OTP’ অপশনে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বরে OTP আসবে, OTP যথাস্থানে বসিয়ে ‘Submit OTP’ অপশনে ক্লিক করুন।
  • ফর্ম সঠিকভাবে সাবমিট হওয়ার পর আপনার সামনে একটি পেজ খুলবে, এই পেজ খুলে গেলে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে।

উপরিউক্ত পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে বিনামূল্যে এবং অতি অল্প সময়ের মধ্যেই আপনি পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সংশোধন করতে পারবেন।

মন্তব্য করুন